Breaking




Sunday, 14 January 2024

বিভিন্ন রাজ্যের স্থানান্তর কৃষির নাম তালিকা PDF || Shifting Cultivation In India

বিভিন্ন রাজ্যের স্থানান্তর কৃষির নাম তালিকা PDF || Shifting Cultivation In India

ভারতের বিভিন্ন রাজ্যের স্থানান্তর কৃষির নাম PDF
ভারতের বিভিন্ন রাজ্যের স্থানান্তর কৃষির নাম PDF
তোমাদের সঙ্গে আজকে আমরা শেয়ার করছি, ভারতের বিভিন্ন রাজ্যের স্থানান্তর কৃষির নাম PDF এই পোস্টটি। আজকের পোস্টটির তালিকাটি পড়লে ভারতের বিভিন্ন রাজ্য অনুযায়ী কিছু স্থানান্তর কৃষির সম্পর্কে জানতে পারবে তোমরা। যে তথ্যটি তোমাদের সাধারণ জ্ঞান এর পাশাপাশি আগত চাকরির পরীক্ষা গুলির জন্য কাজে দেবে। সুতরাং দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব নীচের তালিকাটি দেখে নাও এবং উক্ত বিষয়ে নিজের ধারনা তৈরি করে নাও। 

স্থানান্তর কৃষি কি ? 
সাধারনত বনভূমি অঞ্চলে বসবাসকারী আদিম অধিবাসীগন কোন অঞ্চলের জঙ্গল পুড়িয়ে, জমি পরিষ্কার করে সেই জমির প্রাকৃতিক উর্বরতাকে কাজে লাগিয়ে পরপর দুই তিনবছর ফসল চাষ করার পর সেই স্থান ত্যাগ করে অপর কোন স্থানে একই পদ্ধতিতে জঙ্গল পুড়িয়ে ফসল উৎপাদন করার নামই হল স্থানান্তর কৃষি। দুই তিন বছর অন্তর অন্তর চাষের জমিকে স্থানান্তর করা হয় বলে, একে স্থানান্তর কৃষি বলে। 

অবস্থান - এই ধরণের কৃষিকাজ এশিয়ার ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া; আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্র, জাইরে, দক্ষিন আফ্রিকা এবং দক্ষিন আমেরিকার ব্রাজিল, ভেনেজুয়েলা ও মেক্সিকো প্রভৃতি দেশে অরন্যাঞ্চলে এবং পার্বত্য অঞ্চলে এখনো দেখা যায়।

বিভিন্ন রাজ্যের স্থানান্তর কৃষির নাম তালিকা

স্থানান্তর কৃষি রাজ্য
ঝুম আসাম
বেরা মধ্যপ্রদেশ
পেন্দা মধ্যপ্রদেশ
মাখান মধ্যপ্রদেশ
বিওয়ার মধ্যপ্রদেশ
পোনাম কেরালা
পোদু অন্ধ্রপ্রদেশ
কুরুয়া ঝাড়খণ্ড
ওয়ালত্রে রাজস্থান
কুমারী পশ্চিমঘাট
পোদু ওড়িশা
কোমান ওড়িশা
বৃঙ্গা ওড়িশা
পামা দাবি ওড়িশা
পামলৌ মণিপুর
দীপা ছত্তিশগড়

ভারতের বিভিন্ন রাজ্যের স্থানান্তর কৃষির নাম PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন

No comments:

Post a Comment