Breaking




Thursday, 21 December 2023

2023 TET পরীক্ষার দিন প্রার্থীদের কি কি নিয়ে যেতে হবে, এখুনি দেখে নিন

2023 TET পরীক্ষার দিন প্রার্থীদের কি কি নিয়ে যেতে হবে, এখুনি দেখে নিন

2023 TET পরীক্ষার দিন প্রার্থীদের কি কি নিয়ে যেতে হবে
2023 TET পরীক্ষার দিন প্রার্থীদের কি কি নিয়ে যেতে হবে
ডিয়ার TET পরীক্ষার্থী,
সামনের রবিবার অর্থাৎ ২৪শে ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ২০২৩ এর প্রাইমারি টেট পরীক্ষা। তোমাদের প্রস্তুতি প্রায় শেষ হয়ে গেছে। এইবার শুধু পরীক্ষার দিনের জন্য অপেক্ষায় আছো। তোমাদের এই প্রস্তুতির ব্যস্ততায় অনেকে ভুলেই যাও পরীক্ষার হলে তোমাদের কি কি নিয়ে যেতে হবে এবং কি কি নিয়ে যাওয়া যাবে না। 
তাই আমরা তোমাদের জন্য খুবই সংক্ষিপ্ত এবং সহজ ভাবে তুলে ধরলাম কি কি নিয়ে যাবে তোমারা পরীক্ষার দিন এবং তার পাশাপাশি কি কি করতে হবে। 

1) যেহেতু পরীক্ষা শুরু হবে ১২টা থেকে, তাই তার অন্তত ১০ মিনিট আগে পরীক্ষার হলে গিয়ে উপস্থিত হতে হবে প্রত্যেক পরীক্ষার্থীকে, নয়তো আর হলে ঢুকতে পারবেন না। আর পরীক্ষার সেন্টারে ৯.৩০ থেকে ১১ টার মধ্যে ঢুকতে হবে।

2) পরীক্ষা কেন্দ্রে অবশ্যই প্রার্থীর নিজস্ব ২ কপি অ্যাডমিট কার্ড এবং একটি বৈধ পরিচয়পত্র (আধার কার্ড \ ভোটার কার্ড \ প্যান কার্ড-আরও অন্যান্য) নিয়ে প্রবেশ করতে হবে, নয়তো ঢুকতে দেওয়া না।

3) এছাড়াও প্রার্থীকে ২ কপি ছবি নিয়ে যেতে হবে, যে ছবিটি ফর্ম ফিলাপের সময় ব্যবহার করেছে।

4) প্রার্থীকে পরীক্ষা দেবার জন্য নিয়ে যেতে হবে কালো কালির বল পেন। 

4) যে সকল প্রার্থীরা শারীরিক অথবা অন্যান্য কারণে নিজেরা লিখতে অক্ষম, তারা নিজেদের Scribe কে অবশ্যই পরীক্ষার হলে নিয়ে আসবেন।

5) যার যেখানে রোল নম্বর চেটানো থাকবে তাকে সেখানে বসেই পরীক্ষা দিতে হবে। কোন পরীক্ষার্থী যদি অন্য স্থানে বসেন অথবা অন্য কোন রোল নাম্বারে বসে পরীক্ষা দেন তার পরীক্ষা বাতিল করা হবে।

6) কেবল এডমিট কার্ড, ছবি, পরিচয় পত্র এবং পেন ছাড়া অন্য কিছু নিয়ে পরীক্ষার হলে ঢোকা যাবে না। যেমন- ক্যালকুলেটর, মোবাইল ফোন, জ্যামিতি বক্স, পেন্সিল বক্স, ঘড়ি, সানগ্লাস, সোনার গয়না, চুলের ক্লিপ, জলের বোতল ইত্যাদি সবকিছু রাখতে হবে পরীক্ষার হলের বাইরে।

7) পরীক্ষা হলে কোনো রকম নেশা জাতীয় জিনিস কিংবা ধূমপান ও কোনো রকম খাদ্য নিয়ে যাওয়া যাবে না।

8) পরীক্ষা শেষ না হওয়া অবধি কোনো পরীক্ষার্থী রুম থেকে বের হতে পারবে না। পরীক্ষা শেষ হওয়ার পরও সংশ্লিষ্ট পরিদর্শকের বিশেষ অনুমতি ব্যতীত পরীক্ষার হল থেকে ছাড়া হবে না কাউকে।

9) পরীক্ষা শেষে পরীক্ষার্থী প্রশ্নপত্র OMR Answer Sheet- এর (সবুজ রঙের) কপি বাড়ি নিয়ে আসতে পারবে। আর OMR এর মূল কপি (গোলাপি রঙের) জমা করতে হবে পরীক্ষার হলে। 


No comments:

Post a Comment