Breaking




Monday 25 December 2023

মৌলিক অধিকার সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF || Fundamental Rights Question Answer PDF

মৌলিক অধিকার সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF || Fundamental Rights Question Answer PDF

মৌলিক অধিকার সম্পর্কিত প্রশ্ন উত্তর PD
মৌলিক অধিকার সম্পর্কিত প্রশ্ন উত্তর PD
বন্ধুরা,
আজকে আমরা তোমাদের জন্য ভারতীয় সংবিধানের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো, যে টপিকটি তোমাদের আগত সকল পরীক্ষা গুলির পাশাপাশি সাধারণ জ্ঞান বৃদ্ধি করতে সাহায্য করবে। আমরা আজকে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি তোমাদের সামনে তুলে ধরলাম।
যে পোস্টটির মধ্যে মৌলিক অধিকার সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে, তাই তোমরা আর দেরি না করে অবিলম্বে নীচের প্রশ্ন গুলি দেখে নিয়ে মুখস্ত করে করে নাও। 

মৌলিক অধিকার সম্পর্কিত প্রশ্ন উত্তর

প্রশ্নঃ ভারতের মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
[ক] রাশিয়ান সংবিধান
[খ] মার্কিন সংবিধান 
[গ] ব্রিটিশ সংবিধান
[ঘ] ইংল্যান্ডের সংবিধান

প্রশ্নঃ ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার বর্ণিত হয়েছে ?
[ক] Part I তে
[খ] Part II তে
[গ] Part III তে 
[ঘ] Part IV তে

প্রশ্নঃ সম্পত্তির অধিকার হলো একটি-
[ক] আইনি অধিকার 
[খ] শোষণের বিরুদ্ধে প্রতিকার
[গ] মৌলিক অধিকার
[ঘ] সাম্যের অধিকার

প্রশ্নঃ কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে ?
[ক] 42 তম
[খ] 86 তম
[গ] 101 তম
[ঘ] 44 তম 

প্রশ্নঃ নীচের কোন মামলার রায় শিক্ষার অধিকারকে জীবনের অবিচ্ছেদ্য অংশ বলে চিহ্নিত করা হয়েছে ?
[ক] গোলক নাথের মামলা
[খ] উন্নিকৃষ্ণণ বনাম অন্ধ্রপ্রদেশ রাজ্য মামলা 
[গ] কেশবানন্দ ভারতী মামলা
[ঘ] উপরের কোনটি নয়

প্রশ্নঃ শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের মর্যাদা প্রদান করা হয়েছে কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ?
[ক] 42 তম
[খ] 86 তম 
[গ] 99 তম
[ঘ] 44 তম

প্রশ্নঃ ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন ধারায় শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে ?
[ক] 21A 
[খ] 22
[গ] 31A
[ঘ] 24

প্রশ্নঃ “Right to Education Act” বা শিক্ষার অধিকার আইন কত সালে প্রণীত হয় ?
[ক] 2010 সালে
[খ] 1993 সালে
[গ] 2009 সালে 
[ঘ] 1976 সালে

প্রশ্নঃ 14 বছরের কম বয়সী কোনো শিশুকে খনি বা কারখানা বা অন্য কোনো কাজে নিয়োগ করা নিষিদ্ধ হয় সংবিধানের কোন ধারা অনুসারে ?
[ক] ধারা 21
[খ] ধারা 22
[গ] ধারা 24 
[ঘ] ধারা 32

প্রশ্নঃ “আইনের দৃষ্টিতে সাম্য”- নীতিটি কোন দেশের অনুকরণে রচিত ?
[ক] নিউজিল্যান্ডের অনুকরণে
[খ] রাশিয়ার অনুকরণে
[গ] মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকরণে
[ঘ] ব্রিটেন বা ইংল্যান্ডের অনুকরণে 

প্রশ্নঃ ভারতীয় সংবিধানের 25 – 28 অনুচ্ছেদটি নিন্মের কোনটির সাথে সম্পর্কিত ?
[ক] ধর্মীয় স্বাধীনতার অধিকারের সাথে 
[খ] স্বাধীনতার অধিকারের সাথে
[গ] সাংবিধানিক প্রতিকারের অধিকারের সাথে
[ঘ] সাম্যের বা সমতার অধিকারের সাথে

প্রশ্নঃ সংবিধানের অধীনে প্রদত্ত 'সমতার অধিকার' সম্পর্কিত ধারার মধ্যে নীচের কোন ধারাটি অন্তর্ভুক্ত নয় ?
[ক] ধারা 20 
[খ] ধারা 16
[গ] ধারা 18
[ঘ] ধারা 14

প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কোন ধারায় 'মহিলা এবং শিশু'দের সংরক্ষিত করা হয়েছে ?
[ক] ধারা 15 (3) 
[খ] ধারা 14 (1)
[গ] ধারা 22 (8)
[ঘ] ধারা 15 (1)

প্রশ্নঃ 'জানার অধিকার' ভারতীয় সংবিধানে কোন ধারায় সংরক্ষিত আছে ?
[ক] ধারা 14
[খ] ধারা 19(1)(c)
[গ] ধারা 20(1)
[ঘ] ধারা 19(1)(a) 

প্রশ্নঃ ভারতের সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে একজন ভারতীয় নাগরিকের যে কোনো রেস্টুরেন্ট, রাস্তা বা পাবলিক প্লেস ব্যবহার করার অধিকার আছে ?
[ক] ধারা 17 (1)
[খ] ধারা 15 (2) 
[গ] ধারা 14 (2)
[ঘ] ধারা 16 (1)

প্রশ্নঃ ডঃ বি.আর. আম্বেদকর ভারতীয় সংবিধানের “হৃদয় এবং আত্মা”- হিসেবে কোন ধারাকে চিহ্নিত করেছেন ?
[ক] 24 নং ধারাকে
[খ] 17 নং ধারাকে
[গ] 226 নং ধারাকে
[ঘ] 32 নং ধারাকে 

প্রশ্নঃ নীচের কোন নীতিটি ভারতীয় সংবিধানের 19 ধারার অন্তর্ভুক্ত ?
[ক] সাংবিধানিক প্রতিকারের অধিকার
[খ] শোষণের বিরুদ্ধে অধিকার
[গ] বাক ও মত প্রকাশের স্বাধীনতা 
[ঘ] ধর্মের স্বাধীনতার অধিকার

প্রশ্নঃ কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ কথাটি সংযোজন করা হয়েছে ?
[ক] 44 তম
[খ] 68 তম
[গ] 42 তম 
[ঘ] 101 তম

প্রশ্নঃ 'সাম্যের অধিকার' -এর অধীনে কতগুলি ধারা হয় ? 
[ক] 2
[খ] 3
[গ] 5 
[ঘ] 4

প্রশ্নঃ নিম্নের দেশগুলির মধ্যে কোন দেশটি প্রথম দিকে নারীদের ভোটাধিকার দেয় ?
[ক] ফ্রান্স
[খ] আমেরিকা
[গ] অস্ট্রেলিয়া 
[ঘ] যুক্তরাজ্য

প্রশ্নঃ কত নাম্বার ধরা অনুযায়ী সুপ্রিম কোর্ট লেখ (Write) জারি করতে পারে ?
[ক] 226 নং ধারা অনুযায়ী
[খ] 28 নং ধারা অনুযায়ী
[গ] 18 নং ধারা অনুযায়ী
[ঘ] 32 নং ধারা অনুযায়ী *

প্রশ্নঃ ভারতীয় সংবিধানের 21 নং ধারার কোন অধিকারের কথা বলা হয়েছে ?
[ক] ধর্মের স্বাধীনতার অধিকার
[খ] সমতার অধিকার
[গ] জীবনের অধিকার 
[ঘ] সাংবিধানিক প্রতিকারের অধিকার

প্রশ্নঃ অস্পৃশ্যতা দূরীকরণের জন্য “অস্পৃশ্যতা আইন”- কত সালে পাশ বা প্রণীত হয়েছে ?
[ক] 1942 সালে
[খ] 1952 সালে
[গ] 1955 সালে 
[ঘ] 1976 সালে

প্রশ্নঃ ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা নিষিদ্ধ বা বিলোপ করা হয়েছে ?
[ক] 32 নং ধারায়
[খ] 18 নং ধারায়
[গ] 35 নং ধারায়
[ঘ] 17 নং ধারায় 

প্রশ্নঃ ভারতীয় সংবিধানে, মৌলিক অধিকার অনুসারে, অস্পৃশ্যতার বিলুপ্তি হল একটি ________
[ক] সমতার অধিকার 
[খ] ধর্মের স্বাধীনতার অধিকার
[গ] শোষণের বিরুদ্ধে অধিকার
[ঘ] সাংবিধানিক প্রতিকারের অধিকার

মৌলিক অধিকার সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো

No comments:

Post a Comment