বিখ্যাত ব্যক্তিদের গুরু নাম PDF || Famous People and Their Gurus
নমস্কার বন্ধুরা,
তোমাদের জন্য আজকে আমরা নিয়ে হাজির হয়েছি, বিখ্যাত ব্যক্তি ও তাঁদের গুরু এই পোস্টটি নিয়ে। যে পোস্টটির মধ্যে বিখ্যাত কিছু ব্যাক্তিদের নাম তাঁদের গুরুদের নাম এবং তাঁদের কি ধরনের দীক্ষা দিয়েছেন সেই সম্পর্কিত তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
তাই এর দেরি না করে আগত চাকরীর পরীক্ষায় এই টপিকটি থেকে আশা প্রশ্ন গুলির উত্তর খুব সহজে এবং তাড়াতাড়ি দেবার জন্য অবিলম্বে নীচের তালিকাটি এবং প্রশ্ন উত্তর গুলি মনোযোগ সহকারে দেখে নাও।
বিখ্যাত ব্যক্তিদের গুরু নাম তালিকা
ব্যাক্তি | তাঁদের গুরু | প্রকৃতি/ধরন |
---|---|---|
গান্ধিজি | লিও টলস্টয় | আধ্যাত্মিক গুরু |
গান্ধিজি | গোপালকৃষ্ণ গোখলে | রাজনৈতিক গুরু |
নেতাজি সুভাষ চন্দ্র | চিত্তরঞ্জন দাশ | রাজনৈতিক গুরু |
ক্ষুদিরাম বসু | সত্যেন বসু | রাজনৈতিক গুরু |
প্রীতিলতা ওয়াদ্দেদার | সূর্য সেন | রাজনৈতিক গুরু |
বি. আর. আম্বেদকর | জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে | রাজনৈতিক গুরু |
বাল গঙ্গাধর তিলক | শিশির কুমার ঘোষ | রাজনৈতিক গুরু |
ভি. পি. সিং | লাল বাহাদুর শাস্ত্রী | রাজনৈতিক গুরু |
মিরা বেন | গান্ধিজি | রাজনৈতিক গুরু |
শ্রীচৈতন্য | কেশব ভারতী | দীক্ষাগুরু |
রামকৃষ্ণ | মাতা ভৈরবী | দীক্ষাগুরু |
বল্লাল সেন | অনিরুদ্ধ ভট্ট | দীক্ষাগুরু |
হিউয়েন সাং | বিনীত প্রভাব | দীক্ষাগুরু |
শিবাজি | রামদাস | দীক্ষাগুরু |
অরবিন্দ ঘোষ | ঠাকুর সাহেব | দীক্ষাগুরু |
মহাবীর | গোসাল | দীক্ষাগুরু |
অশোক | উপগুপ্ত | দীক্ষাগুরু |
টরিসেলি | গ্যালিলিও | শিক্ষাগুরু |
অ্যারিস্টটল | প্লেটো | শিক্ষাগুরু |
প্লেটো | সক্রেটিস | শিক্ষাগুরু |
আলেকজান্ডার | অ্যারিস্টটল | শিক্ষাগুরু |
তানসেন | স্বামী হরিদাস | সংগীত গুরু |
কবির | রামানন্দ | শিল্পগুরু |
লিওনার্দো দ্য ভিঞ্চি | ভেরোচ্চিও | শিল্পগুরু |
বিখ্যাত ব্যক্তি ও তাঁদের গুরু প্রশ্ন উত্তর
প্রশ্নঃ গান্ধিজির আধ্যাত্মিক গুরু কে ছিলেন ?
উত্তরঃ লিও টলস্টয়
প্রশ্নঃ গান্ধিজির রাজনৈতিক গুরু কে ছিলেন ?
উত্তরঃ গোপালকৃষ্ণ গোখলে
প্রশ্নঃ নেতাজি সুভাষর রাজনৈতিক গুরু কে ছিলেন ?
উত্তরঃ চন্দ্র চিত্তরঞ্জন দাশ
প্রশ্নঃ ক্ষুদিরাম বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন ?
উত্তরঃ সত্যেন বসু
প্রশ্নঃ প্রীতিলতা ওয়াদ্দেদারের রাজনৈতিক গুরু কে ছিলেন ?
উত্তরঃ সূর্য সেন
প্রশ্নঃ বি. আর. আম্বেদকরের রাজনৈতিক গুরু কে ছিলেন ?
উত্তরঃ জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে
প্রশ্নঃ বাল গঙ্গাধর তিলকের রাজনৈতিক গুরু কে ছিলেন ?
উত্তরঃ শিশির কুমার ঘোষ
প্রশ্নঃ ভি. পি. সিং-এর রাজনৈতিক গুরু কে ছিলেন ?
উত্তরঃ লাল বাহাদুর শাস্ত্রী
প্রশ্নঃ মিরা বেনের রাজনৈতিক গুরু কে ছিলেন ?
উত্তরঃ গান্ধিজি
প্রশ্নঃ শ্রীচৈতন্যদেবের দীক্ষাগুরু কে ছিলেন ?
উত্তরঃ কেশব ভারতী
প্রশ্নঃ রামকৃষ্ণের দীক্ষাগুরু কে ছিলেন ?
উত্তরঃ মাতা ভৈরবী
প্রশ্নঃ বল্লাল সেনের দীক্ষাগুরু কে ছিলেন ?
উত্তরঃ অনিরুদ্ধ ভট্ট
প্রশ্নঃ হিউয়েন সাং-এর দীক্ষাগুরু কে ছিলেন ?
উত্তরঃ বিনীত প্রভাব
প্রশ্নঃ শিবাজির দীক্ষাগুরু কে ছিলেন ?
উত্তরঃ রামদাস
প্রশ্নঃ অরবিন্দ ঘোষের দীক্ষাগুরু কে ছিলেন ?
উত্তরঃ ঠাকুর সাহেব
প্রশ্নঃ মহাবীরের দীক্ষাগুরু কে ছিলেন ?
উত্তরঃ গোসাল
প্রশ্নঃ অশোকের দীক্ষাগুরু কে ছিলেন ?
উত্তরঃ উপগুপ্ত
প্রশ্নঃ টরিসেলির শিক্ষাগুরু কে ছিলেন ?
উত্তরঃ গ্যালিলিও
প্রশ্নঃ অ্যারিস্টটলের শিক্ষাগুরু কে ছিলেন ?
উত্তরঃ প্লেটো
প্রশ্নঃ প্লেটোর শিক্ষাগুরু কে ছিলেন ?
উত্তরঃ সক্রেটিস
প্রশ্নঃ আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন ?
উত্তরঃ অ্যারিস্টটল
প্রশ্নঃ তানসেনের সংগীত গুরু কে ছিলেন ?
উত্তরঃ স্বামী হরিদাস
প্রশ্নঃ কবিরের শিল্পগুরু কে ছিলেন ?
উত্তরঃ রামানন্দ
প্রশ্নঃ লিওনার্দো দ্য ভিঞ্চির শিল্পগুরু কে ছিলেন ?
উত্তরঃ ভেরোচ্চিও
বিখ্যাত ব্যক্তিদের গুরু নাম PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো
No comments:
Post a Comment