Breaking




Tuesday, 19 December 2023

আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা গণিত প্রশ্ন উত্তর PDF || ICDS Anganwadi Worker & Helper Math Question Answers PDF

আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা গণিত প্রশ্ন উত্তর PDF || ICDS Anganwadi Worker & Helper Math Question Answers PDF

ICDS কর্মী ও সহায়িকা গণিত প্রশ্ন উত্তর PDF
ICDS কর্মী ও সহায়িকা গণিত প্রশ্ন উত্তর PDF
ডিয়ার অঙ্গনওয়াড়ি পরীক্ষার্থী,
তোমাদের জন্য আজকে আমরা নিয়ে হাজির হয়েছি, ICDS কর্মী ও সহায়িকা গণিত প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি নিয়ে। যে পোস্টটির মধ্যে আমরা উক্ত পরীক্ষার উপযোগী ৫০টি গণিত প্রশ্ন উত্তর দিয়েছি, যে প্রশ্ন গুলি তোমাদের উক্ত পরীক্ষার জন্য অবশ্যই কাজে আসবে।
অতএব আর দেরি না করে অবিলম্বে নীচের দেওয়া প্রশ্ন গুলি প্র্যাকটিস করে নাও আর যদি PDF-টি সংগ্রহ করে রাখতে চাও তার লিংকও আমরা দিয়ে রেখেছি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারো। 

ICDS কর্মী ও সহায়িকা গণিত প্রশ্ন উত্তর

০১. এক ব্যবসায়ী প্রতিটি 50 টাকা দরে 80 টি ক্রিকেট ব্যাট  কিনলেন।  তার মধ্যে 20 টি ব্যাট তিনি 5% লাভে  বিক্রয় করলেন,তাহলে বাকী  ব্যাট শতকরা কত লাভে বিক্রয় করলে,সমগ্র ব্যাটের ওপর তিনি 10 % লাভ করবেন ?
[A] 3 2/11%
[B] 12 ½ % 
[C] 11 2/3% 
[D] 15 ½ %

০২. এক  ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি 10% লাভে বিক্রয় করেন।  যদি  তিনি ঐ  ঘড়িটি 2000 টাকা বেশি দামে বিক্রয় করেন,তাহলে তার 20% লাভ হয়,ঘড়িটির ক্রয়মূল্য কত ?
[A] 15000 টাকা
[B] 10000 টাকা 
[C] 20000 টাকা 
[D] 25000 টাকা

০৩. বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3 3/4% হওয়ায় অমলবাবুর আয় 60 টাকা কম হয়। অমলবাবুর মূলধন কত ?
[A] 20000 টাকা
[B] 24000 টাকা 
[C] 22000 টাকা
[D] 30000 টাকা

০৪. যদি 7550 টাকা 8 বছরে সুদ আসলে 10570 টাকা হয়,তবে একই সুদের হারে 10550 টাকা কত বছরে সুদে আসলে 16880 টাকা হবে ?
[A] 10 বছর
[B] 12 বছর 
[C] 14 বছর
[D] 16 বছর

০৫. একটি কারখানায় শ্রমিকের সংখ্যা 8 : 7 অনুপাতে  হ্রাস পায় এবং শ্রমিকদের পারিশ্রমিক 5:6 অনুপাতে বৃদ্ধি পায়। তাহলে,শ্রমিকদের মোট পারিশ্রমিকের পরিমাণ বৃদ্ধি না হ্রাস পাবে ? বৃদ্ধি বা হ্রাসের অনুপাত কত হবে ?
[A] 19:20  বৃদ্ধি
[B] 20:19  হ্রাস
[C] 20 : 21 বৃদ্ধি 
[D] 21 : 20  হ্রাস

০৬. একটি ছাত্রাবাসে 30 জন ছাত্রের জন্য প্রত্যহ একই পরিমাণ চালের প্রয়োজন হয়। একদিন কয়েকজন ছাত্র অনুপস্থিত থাকায় সেদিন চালের খরচ 6:5 অনুপাতে কম হল।  ঐ দিন কতজন  ছাত্র অনুপস্থিত ছিল ?
[A] 15 জন
[B] 10 জন
[C] 5 জন 
[D] 7 জন

০৭. কোনো একটি ক্লাসের A ও B দুটি বিভাগের মধ্যে,B বিভাগের 10 জনকে A বিভাগে স্থানান্তরিত করা হলে A বিভাগের মোট ছাত্র সংখ্যা B বিভাগের মোট ছাত্রসংখ্যার তিনগুন হবে। আবার,A বিভাগের 10 জনকে B বিভাগে স্থানান্তরিত করা হলে A ও B বিভাগের ছাত্র সংখ্যা সমান হয়। A ও B বিভাগের ছাত্রসংখ্যার অনুপাত হবে –
[A] 2:1 
[B] 5:3
[C] 3:1
[D] 9 : 4

০৮. একটি পরীক্ষায় A,B অপেক্ষা  10% বেশী নম্বর পায় এবং B,C অপেক্ষা 5 % বেশি নম্বর পায়। যদি C 400 নম্বরের মধ্যে 300 পায়  তাহলে A –এর প্রাপ্ত নম্বর কত ?
[A] 310
[B] 325
[C] 350
[D] 360 

০৯. 6 লিটার লবণ জলের দ্রবণে 5% লবণ আছে।  দ্রবণটি থেকে 1 লিটার জল বাস্প হয়ে উবে যাওয়ার পরে দ্রবণে শতকরা কত লবণ থাকে ?
[A] 12%
[B] 6% 
[C] 9%
[D] 7%

১০. X এবং Y সকাল 8 টার সময়ে  পরস্পরের দিকে যাত্রা শুরু করল।  X ও Y –এর গতিবেগ যথাক্রমে 3 কিমি/ঘন্টা এবং 4 কিমি/ঘন্টা। যদি তারা প্রথমে 17.5 কিমি দূরে থাকে তাহলে তারা কখন মিলিত হবে ?
[A] সকাল 10:30 
[B] রাত 10:30
[C] সকাল 11 :30
[D] রাত 11:30

১১. এক ব্যাক্তি ঠিক করল 80 কিমি. পথ ভ্রমন করবে 8 ঘন্টায় কিছুটা পায়ে হেঁটে এবং কিছুটা বাইসাইকেলে। যদি তার হাঁটার গতিবেগ 8 কিমি/ঘন্টা হয়  এবং  বাইসাইকেলের গতিবেগ 16 কিমি/ঘন্টা হয় তবে পায়ে হেঁটে ওই  ব্যাক্তি কতটা পথ অতিক্রম করবে ?
[A] 20 কিমি.
[B] 30 কিমি.
[C] 48 কিমি. 
[D] 60 কিমি.

১২. 25 টাকা কিলো দরের কত কেজি চায়ের সঙ্গে 30 টাকা কেজি দরের 30 কেজি চা মেশানো হল। এখন সেই মিশ্রিত চা 30 টাকা প্রতি কেজি দরে বিক্রয় করলে মোটের ওপর তার 10 % লাভ হবে।
[A] 36 কেজি 
[B] 40 কেজি
[C] 32 কেজি
[D] 42 কেজি

১৩. দুটি পাত্রে জল ও দুধের অনুপাত যথাক্রমে 2: 1 এবং 3 : 1। যদি,এই দুটি পাত্রের সমগ্র মিশ্রণকে একটি বড় পাত্রে ঢালা হয় তবে সেটিতে দুধ ও জলের অনুপাত হবে –
[A] 17:7 
[B] 5:2
[C] 3:2
[D] 7:9

১৪. A একটি কাজ শেষ করতে সময় নেয় 10 দিন এবং B ওই কাজটি শেষ করে 15 দিনে। তারা একত্রে কাজটি শুরু করে কিন্তু কাজটি শেষ হওয়ার 5 দিন পূর্বে B চলে যায়। সমগ্র কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগবে ? 
[A] 10 দিন
[B] 12 দিন
[C] 8 দিন 
[D] 18 দিন  

১৫. একটি ছাত্রাবাসে 120 জন ছাত্রের জন্য 45 দিনের খাবার মজুদ ছিল।  30 জন নতুন ছাত্র ওই ছাত্রাবাসে যোগ দিলে ওই পরিমাণ খাবারে তাদের কত দিন চলবে ?
[A] 38 দিন
[B] 40 দিন
[C] 32 দিন
[D] 36 দিন 

১৬. A,B ও C একত্রে 25000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করল এবং বৎসরান্তে A 5000 টাকা, B 2000 টাকা ও C 3000 টাকা লাভ পেলে B -এর মূলধন কত ?
[A] 2000 টাকা
[B] 5000 টাকা 
[C] 6000 টাকা
[D] 4000 টাকা

১৭. অজয়, মনোজ এবং অরুণ তিনজনে যৌথভাবে 3:2:5 মূলধনের অনুপাতে একটি অংশীদারি ব্যবসা শুরু করে।  বৎসরান্তে তারা 45000 টাকা মোট লাভ করে যা সমগ্র মূলধনের 15%। মনোজ ঐ ব্যবসায়ে কত টাকা নিয়ে যোগদান করেছিল ?
[A] 60,000 টাকা 
[B] 1,80,000 টাকা
[C] 30,000 টাকা
[D] 90,000 টাকা

১৮. কোনো একটি জেলায় লোকসংখ্যা প্রথম বছরে 4% বৃদ্ধি ও দ্বিতীয় বছরে 5% হ্রাস  পায়। বর্তমান লোকসংখ্যা 494000 হলে 2 বছর আগে লোকসংখ্যা  ছিল  –
[A] 475000
[B] 500000 
[C] 525000
[D] 600000

১৯. কোনো মূলধন চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরে ও 3 বছরে সুদেমূলে যথাক্রমে 4840 টাকা ও 5324 টাকা হয়। সুদের হার কত ?
[A] 10% 
[B] 9%
[C] 11%
[D] 8%

২০. এক দোকানদার 100 টি পেন বিক্রয় করে যে লাভ করেন তা 40 টি পেনের  বিক্রয়মূল্যের সমান। ওই ব্যবসায়ীর কত লাভ হবে ?
[A] 4.47% 
[B] 6.67% 
[C] 8.8% 
[D] কোনোটিই নয় 

২১. এক ব্যাক্তি 12% সরল সুদের হারে 240000 টাকা ধার নিয়ে বাড়ি তৈরি করেন।  ধার নেওয়ার 1 মাস পর মাসিক 5200 টাকায়  ভারাটে বসান। ভারার টাকা থেকে কত বছরে সমস্ত ঋণ শোধ হবে ? 
[A] 8 বছর
[B] 9 বছর 
[C] 10 বছর
[D] 11 বছর

২২. A:B = 1: 3,B:C = 2:5 এবং  C:D = 2:3 হলে,A:B:C:D –এর মান –
[A] 4 : 12 : 30 : 45 
[B] 11 : 19 : 16 : 18
[C] 27 : 25 : 14 : 7
[D] 3 : 5 : 9 : 7

২৩. একটি পরীক্ষায় পরীক্ষার্থীদের মোট নম্বরের মধ্যে 296 নম্বর পেতে হয় পাস করার জন্য। একজন পরীক্ষার্থী 222 নম্বর পেল এবং 10% নম্বরের জন্য ফেল করল। পরীক্ষার মোট নম্বর কত ছিল ? 
[A] 830
[B] 810
[C] 780
[D] 740 

২৪. এক ব্যাক্তি তার  অতিক্রান্ত পথের প্রথম অর্ধেক 6 কিমি/ঘন্টা গতিবেগে এবং বাকি অর্ধেক 3 কিমি/ঘন্টা গতিবেগে অতিক্রম করল। তার গড় গতিবেগ কত ?
[A] 3 কিমি/ঘন্টা 
[B] 4 কিমি/ঘণ্টা 
[C] 4.5 কিমি/ঘন্টা
[D] 9 কিমি/ঘন্টা

২৫. দুই ধরনের স্টেনলেস স্টীলে ক্রোমিয়াম ও স্টীলের অনুপাত যথাক্রমে  2 : 11 এবং 5 : 21 ।কী অনুপাতে দুই প্রকার স্টেনলেস স্টীলকে মিশ্রিত করলে নতুন মিশ্রনে ক্রোমিয়াম ও স্টীলের অনুপাত হবে 7 : 32 ?
[A] 1:2 
[B] 1:3
[C] 2:3
[D] 3:4

২৬. একটি ট্রেন দেরাদুন থেকে দিল্লি 40 কিমি/ঘন্টা বেগে গেল এবং 60 কিমি/ঘন্টা বেগে ফিরে এল।সমস্ত যাত্রাপথে ট্রেনটির গড় গতিবেগ কত ?
[A] 45 কিমি/ঘন্টা
[B] 48 কিমি/ঘন্টা 
[C] 50 কিমি/ঘন্টা
[D] 52 কিমি/ঘন্টা

২৭. দুটি সংখ্যার গুনফল 4032;তাদের গ.সা.গু. 12 হলে ল.সা.গু. নির্ণয় করুন -
[A] 340
[B] 336 
[C] 346
[D] 330

২৮. দুটি সংখ্যার গড় 8 এবং ওপর তিনটি সংখ্যার গড় 3; এই পাঁচটি সংখ্যার গড় কত ?
[A] 5 
[B] 4
[C] 3
[D] 10

২৯. একজন ভদ্রলোক একটি আয়তকার মাঠের কর্ণ বরাবর ২০ মি. হাঁটলেন, যদি মাঠটির দৈর্ঘ্য ১৬মি. হয়, তাহলে প্রস্থ-
[A] ১২ মি. 
[B] ১৬ মি.
[C] ৪ মি.
[D] তথ্য অসুম্পূর্ণ

৩০. একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ১২মিটার ও প্রস্থ ৫ মিটার হলে, বাগানটির কর্ণের দৈর্ঘ্য কত ?
[A] ৭ মি.
[B] ১৭ মি.
[C] ১৩ মি. 
[D] ২.৪ মি.

৩১. 65 এবং কোন সংখ্যার অনুপাত 13 এবং 6 এর অনুপাতের সমান হবে ?
[A] 30 
[B] 40
[C] 50
[D] 60

৩২. তিনটি সংখ্যার অনুপাত 2 : 3 : 6 এবং তাদের ল.সা.গু. 72; তাহলে তাদের গ.সা.গু. হবে -
[A] 18
[B] 12 
[C] 36
[D] 46

৩৩. দুটি সংখ্যার অনুপাত 3 : 4; তাদের ল.সা.গু. 84 ; বড় সংখ্যাটি হবে -
[A] 28 
[B] 25
[C] 21
[D] 29

৩৪. ক্রিকেট খেলায় দেবু, দেবা ও সুরেশ সর্বমোট 280 রান করলো। দেবু ও দেবা রানের অনুপাত 2 : 3, দেবা ও সুরেশের রানের অনুপাত 3 : 2 হলে প্রত্যেকে কে কত রান করে ?
[A] 90,100,90
[B] 80,120,80 
[C] 60,90,120
[D] 100,80,100

৩৫. একটি আয়তকার বাগানের পরিসীমা এবং কর্ণ যথাক্রমে ২৪ সেমি এবং ৬ সেমি হলে,বাগানের ক্ষেত্রফল কত ?
[A] ৪৫ বর্গ সেমি
[B] ৭২ বর্গ সেমি
[C] ৫৪ বর্গ সেমি 
[D] ৫৮ বর্গ সেমি

৩৬. একটি আয়তকার বাগানের একপাশের দৈর্ঘ্য ৪ মিটার এবং কর্ণ ৫ মিটার হলে, মাঠটির পরিসীমা কত ?
[A] ৪০ মিটার
[B] ২৮ মিটার
[C] ২০ মিটার
[D] ১৪ মিটার 

৩৭. রিমা ও রাইমা এর বর্তমান বয়সের অনুপাত 4 :5 , 5 বছর পর তাদের বয়সের অনুপাত 5 : 6 হলে রাইমা এর বর্তমান বয়স কত ?
[A] 15 বছর
[B] 20 বছর
[C] 25 বছর 
[D] 30 বছর

৩৮. 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত ?
[A] 9899 
[B] 8999
[C] 9989
[D] 9889

৩৯. একটি আয়তঘন বস্তুর দৈর্ঘ্য , প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 12 মিটার, 9 মিটার এবং 8 মিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত হবে ?
[A] 16 মিটার
[B] 17 মিটার 
[C] 15 মিটার
[D] 20 মিটার

৪০. একটি সেলাই মেশিনের ক্রয়মূল্য 800 টাকা , দোকানদার পরপর 15% এবং 10% ছাড় দেন, মেশিনটির বিক্রিয়মূল্য কত ?
[A] 680
[B] 720
[C] 612 
[D] 600

৪১. একটি ইনিংসে সর্বোচ্চ স্কোর মোট স্কোরের 2/9 অংশ এবং পরবর্তী সর্বোচ্চ স্কোর হল অবশিষ্ট এর 2/9 অংশের।  এই দুই স্কোরের পার্থক্য হল 8 রান, ইনিংসে মোট স্কোর কত ?
[A] 150
[B] 160
[C] 161
[D] 162 

৪২. একটি সংখ্যাকে 10% কমানো হলে, সংখ্যাটি হয় 30,তবে প্রকৃত সংখ্যা টি কত ?
[A] 35
[B] 100/3 
[C] 67/2
[D] 40

৪৩. একটি পন্যদ্রব্যের উপর করের পরিমান 15% হ্রাস পেল এবং এর খরচ 15% বৃদ্ধি পেলে।  এর ফলে রাজস্ব আদায়ের হার শতকরা কত শতাংশ হ্রাস পেল ?
[A] 2%
[B] 2.5%
[C] 2.25% 
[D] 2.75%

৪৪. নিম্নের কোনটি 9 দ্বারা সম্পূর্ণ রূপে বিভাজ্য ?
[A] 7532458
[B] 6812348
[C] 6234588 
[D] 4701828

৪৫. 700 টাকা কোয়েল, পায়েল ও অঙ্কিতা মধ্যে এমন ভাগাভাগি করা হলো যাতে কোয়েল পায়েলের অর্ধেক এবং পায়েল অঙ্কিতার প্রাপ্ত অর্থের অর্ধেক পেল, অঙ্কিতা প্রাপ্ত অর্থের পরিমাণ কত ?
[A] 300 টাকা
[B] 500 টাকা
[C] 400 টাকা 
[D] 200 টাকা

৪৬. তৃষার কাছে মোট 160 টি চকলেট রয়েছে, তৃষা সেখান থেকে 5% প্রিয়া, 15% মৌমি এবং এক চতুর্থাংশ পেখমকে দিলে তাহলে তৃষার কাছে বর্তমানে কতগুলো চকলেট রয়েছে ?
[A] 78
[B] 69
[C] 88 
[D] 79

৪৭. একটি কাজ A 10 দিনে, B 12 দিনে এবং C 15 দিনে করতে পারে, তারা একসাথে কাজ শুরু করার 2 দিন পরে A ও কাজ সম্পন্ন হওয়ার 4 দিন আগে C চলে যায়, কাজটি শেষ করতে কতদিন লেগেছিল ?
[A] 67/9
[B] 66/8
[C] 65/7
[D] 64/9 

৪৮. দুটি সংখ্যার গড় 62, যদি ছোট সংখ্যা টির সঙ্গে 2 যোগ করা হয় তাহলে সংখ্যা দুটির অনুপাত 1 : 2, ছোট সংখ্যাটি কত ?
[A] 60
[B] 84
[C] 42
[D] 40 

৪৯. 9 টি জিনিসের ক্রয়মূল্য 11 টি জিনিসের বিক্রয়মূল্যের সাথে সমান।  ক্ষতির শতকরা হার নির্নয় করো ?
[A] 18 2/11% 
[B] 2 9/11%
[C] 15 1/2%
[D] 16 1/2%

৫০. মান নির্নয় : (√32+√48)/(√8+√12) = ?
[A] 4
[B] 3
[C] 5
[D] 2 
অঙ্গনওয়াড়ি পরীক্ষার গণিত উত্তরপত্র
অঙ্গনওয়াড়ি পরীক্ষার গণিত উত্তরপত্র
ICDS পরীক্ষার গণিত প্রশ্নপত্র PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: অঙ্গনওয়াড়ি পরীক্ষার গণিত প্রশ্নপত্র

File Format:  PDF

No. of Pages:  06

File Size:  328 KB 



No comments:

Post a Comment