লেডি কনস্টেবল প্রশ্ন উত্তর 2023 PDF || Lady Constable Question Answer 2023 PDF
ডিয়ার ছাত্রীরা,
তোমরা যারা পশ্চিমবঙ্গ লেডি কনস্টেবল প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছও সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং সকলকে PMT & PET পরীক্ষার জন্য অনেকে অনেক শুভ কামনা রইলো। এখন আমরা তোমাদের সঙ্গে শেয়ার করছি লেডি কনস্টেবল মেন প্রশ্ন উত্তর 2023 PDF এই পোস্টটি নিয়ে। যে পোস্টটির মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ বিষয়ের খুবই উপযোগী কিছু প্রশ্ন উত্তর দেওয়া আছে। তাই আমরা তোমাদের প্রেফার করবো PMT & PET পরীক্ষার প্র্যাকটিস করার পাশাপাশি মেন পরীক্ষার জন্য় সকল বিষয় গুলিকেও খুব ভালোভাবে প্র্যাকটিস করা শুরু করে দাও।
সুতারং আর দেরি না করে অবিলম্বে নীচের প্রশ্ন গুলি খুব ভালোভাবে দেখে নাও এবং বন্ধুদের খুব ভালোভাবে প্র্যাকটিস করা শুরু করে দাও।
লেডি কনস্টেবল প্রশ্ন উত্তর 2023
প্রশ্নঃ ভারতীয় মান সময় ভিত্তিক কত ?
Ans:- 82° 30' পূর্ব দ্রাঘিমাংশ
প্রশ্নঃ ভারতের পূর্ব দিকে কোন রাজ্যটি অবস্থিত ?
Ans:- অরুণাচল প্রদেশ
প্রশ্নঃ নাথুলা পাসের ওপারে কোন দেশটি অবস্থিত ?
Ans:- চীন
প্রশ্নঃ পৃথিবীর কাছাকাছি বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হল-
Ans:- ট্রপোস্ফিয়ার
প্রশ্নঃ ভারতীয় সেনাবাহিনীতে 'বিজয়ন্ত' নামটি হল-
Ans:- একটি ট্যাঙ্কের
প্রশ্নঃ ডায়ালাইসিসের জন্য ব্যবহৃত হয়-
Ans:- কিডনির চিকিৎসা
প্রশ্নঃ মহাত্মা গান্ধী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
Ans:- আন্দামান ও নিকোবর
প্রশ্নঃ কোন ঋতুতে কাজরি নৃত্য পরিবেশিত হয় ?
Ans:- বর্ষাকাল
প্রশ্নঃ DRDO ভারতের কোন রাজ্যে অগ্নি নিরাপত্তা প্রশিক্ষণ শুরু করেছে ?
Ans:- উত্তরপ্রদেশ
প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে মারুথি নৃত্য পরিবেশিত হয় ?
Ans:- সিকিম
প্রশ্নঃ IISc-এর প্রথম ভারতীয় পরিচালক কে ছিলেন ?
Ans:- স্যার সিভি রমন
প্রশ্নঃ কে ইকতিদার ব্যবস্থা চালু করেন ?
Ans:- ইলতুৎমিশ
প্রশ্নঃ স্বাধীন ভারতের প্রথম পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন ?
Ans:- জওহরলাল নেহেরু
প্রশ্নঃ কে জেনারেল ডায়ারকে গুলি করে হত্যা করেছিল, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য দায়ী কে ?
Ans:- উধম সিং
প্রশ্নঃ ভারতে জলাভূমি কোথায় পাওয়া যায় ?
Ans:- সুন্দরবন
প্রশ্নঃ জাতীয় প্রতিরক্ষা একাডেমি কোথায় অবস্থিত ?
Ans:- দেরাদুন
প্রশ্নঃ রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন ?
Ans:- স্বামী বিবেকানন্দ
প্রশ্নঃ চীনা পরিব্রাজক ফাহিয়েন কার সময়ে ভারতে আসেন ?
Ans:- বিক্রমাদিত্য
প্রশ্নঃ প্রখ্যাত সিনে শিল্পী পৃথ্বীরাজ কাপুর এবং রাজ কাপুরের কীসের সম্পর্ক ?
Ans:- পিতা-পুত্র
প্রশ্নঃ ভারতের কোন রাজ্য চা উৎপাদনের জন্য পরিচিত ?
Ans:- আসাম
প্রশ্নঃ মহাত্মা বুদ্ধ কোন স্থানে জ্ঞান লাভ করেন ?
Ans:- গয়া
প্রশ্নঃ বিখ্যাত নাটক 'শকুন্তলা' কে রচনা করেন ?
Ans:- মহাকবি কালিদাস
প্রশ্নঃ যখন জোয়ার সর্বোচ্চ হয় চাঁদ ও সূর্যের অবস্থান কী রকম থাকে ?
Ans:- সূর্য ও চাঁদ যখন পৃথিবীর একই পাশে থাকে
প্রশ্নঃ কোন রাজ্যটি ভারতের বৃহত্তর উপদ্বীপের মালভূমির অংশ নয় ?
Ans:- মধ্যপ্রদেশ
প্রশ্নঃ খাইবার পাস কোথায় অবস্থিত ?
Ans:- আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে
প্রশ্নঃ কোন নদীটি উপদ্বীপের মালভূমি থেকে উৎপন্ন হয় না ?
Ans:- যমুনা
প্রশ্নঃ গঙ্গার তীরে কোন শহরটি অবস্থিত ?
Ans:- কানপুর
প্রশ্নঃ ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ এর মানে কি ?
Ans:- ভারতের কোন রাষ্ট্রীয় ধর্ম নেই
প্রশ্নঃ কোন শহর আঙ্গুর চাষের জন্য বিখ্যাত ?
Ans:- নাসিক
প্রশ্নঃ কয়না বাঁধ কোথায় অবস্থিত ?
Ans:- মহারাষ্ট্র
প্রশ্নঃ খরিফ ফসল কাটা হয় কোন সময় ?
Ans:- নভেম্বরের প্রথম দিকে
প্রশ্নঃ হিমবাহ হল বরফের বিশাল অংশ যা-
Ans:- হিমালয় পর্বতমালার শীর্ষস্থানে ছায়া থাকে
প্রশ্নঃ ভারতের কোন রাজ্য সর্বাধিক ধান উৎপাদন করে ?
Ans:- পশ্চিমবঙ্গ
প্রশ্নঃ যন্তর মন্তর ভারতের কোন শহরে অবস্থিত ?
Ans:- দিল্লি
প্রশ্নঃ দার্জিলিং ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans:- পশ্চিমবঙ্গ
প্রশ্নঃ তেলেগু কোন রাজ্যের সরকারী ভাষা ?
Ans:- অন্ধ্রপ্রদেশ
প্রশ্নঃ হকি খেলায় প্রতিটি দলে কতজন খেলোয়াড় থাকে-
Ans:- 11টি
প্রশ্নঃ বাংলাদেশের মুদ্রা হল-
Ans:- টাকা
প্রশ্নঃ নীল নদের তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল ?
Ans:- মিশরীয় সভ্যতা
লেডি কনস্টেবল প্রশ্ন উত্তর 2023 PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: লেডি কনস্টেবল প্রশ্ন উত্তর 2023
File Format: PDF
No. of Pages: 02
File Size: 216 KB
No comments:
Post a Comment