Breaking




Friday, 1 November 2024

WBPSC Clerkship 2019 Question Math solution PDF - ক্লার্কশিপ 2019 অংক সমাধান

WBPSC Clerkship 2019 Math solution PDF - ক্লার্কশিপ 2019 অংকের সমাধান

ক্লার্কশিপ 2019 প্রিলিমিনারি অংক সমাধান
ক্লার্কশিপ 2019 প্রিলিমিনারি অংক সমাধান
সুপ্রিয় বন্ধুরা,
আমরা গতকাল WBPSC ক্লার্কশিপ 2019 প্রশ্নপত্রটি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আজকে আমরা সেই প্রশ্নপত্রের অংক গুলির সমাধান গুলি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাই তোমরা অবশ্যই নীচের অঙ্ক গুলি খুব মনোযোগ সহকারে দেখে নাও এবং নিজেকে সঠিক ভাবে প্রস্তুত করে নাও। 
তাই বন্ধুরা ক্লার্কশিপ 2019 প্রিলিমিনারি অংক সমাধান গুলি দেখতে নীচের প্রশ্ন উত্তর গুলি ভালোভাবে বুঝে নাও। 

ক্লার্কশিপ 2019 অংক সমাধান

01. যদি A:B = 2:3, B:C = 4:5, C:D = 3:7 হয় তবে A:B:C:D - এর অনুপাত কত হবে ?
[A]8:12:15:35
[B]8:15:12:35
[C]12:8:15:35
[D]12:8:35:15

02. একটি নৌকো 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার অথবা অনুকূলে 18 কিলোমিটার যেতে পারে। স্থির জলে নৌকোর বেগ কত ?
[A] 4 কিমি/ঘন্টা
[B] 4.5 কিমি/ঘন্টা
[C] 3 কিমি/ঘন্টা
[D] 3.5 কিমি/ঘন্টা

03. একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 9 ঘন্টা এবং 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। দুটি নয় একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে ?
[A] 5(1/7)
[B] 5(2/7)
[C] 5(3/7)
[D] 5

04. পরপর তিনটি যুগ্ম সংখ্যার যোগফল 54 হলে, এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত ?
[A] 18
[B] 15
[C] 20
[D] 16

05. দুটি সংখ্যার লসাগু 315 এবং তাদের অনুপাত 5:7 তাদের গুণফল কত ?
[A] 2358
[B] 2538
[C] 2835
[D] 2853

06. বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছরের সুদ কত ?
[A] 250 টাকা
[B] 150 টাকা
[C] 140 টাকা
[D] 120 টাকা

07. যদি 20/3 - 35/9 - * = 1 হয় তবে * চিহ্ন স্থানটিতে কত বসবে ?
[A] 2/3
[B] 3/2
[C] 16/9
[D] 15/7

08. A একটি কাজ 12 দিনে করতে পারে। B, A এর চেয়ে 60 শতাংশ বেশি দক্ষ। তাহলে ওই একই কাজ করতে Bর কত দিন সময় লাগবে ?
[A] 15/2
[B] 25/4
[C] 8
[D] 6

09. 10% এবং 30% ক্রমিক ছাড় এর সমতুল্য ছাড় কত শতাংশ হবে ?
[A] 33
[B] 37
[C] 40
[D] 47

10. বার্ষিক 10 শতাংশ চক্রবৃদ্ধি হারে সুদে 10000 টাকার 3 বছরের সুদ আসল কত টাকা হবে ? (সুদ পর্ব 1 বছর)
[A] 12340
[B] 13210
[C] 13320
[D] 13310

11. একটি সংখ্যাকে 175 দ্বারা ভাগ করলে 132 ভাগশেষ থাকে সংখ্যাটিকে 25 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে -
[A] 6
[B] 7
[C] 8
[D] 9

12. 0.2+0.2-0.2+0.2×(0.2×0.2) - এর সরলতম মান -
[A] 0.04
[B] 0.2
[C] 1
[D] 0.36

13. যদি কোন আসল চক্রবৃদ্ধি হার সুদে ও বছরে সুদে-আসলে 27 গুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত ?
[A] 100
[B] 150
[C] 75
[D] 200

14. √{0.02+(0.0049)} = ?
[A] 0.03
[B] 0.42
[C] 0.003
[D] 0.3

15. যদি 579*2 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয় তবে * চিহ্নিত স্থানে যে সংখ্যাটি বসবে তা হল -
[A] 3
[B] 7
[C] 9
[D] 11


ক্লার্কশিপ 2019 অংক সমাধান
 
PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: ক্লার্কশিপ 2019 প্রিলিমিনারি অংক সমাধান

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  220 KB  



No comments:

Post a Comment