Breaking




Tuesday 28 November 2023

WBCS History Question And Answer PDF || WBCS ইতিহাস প্রশ্ন উত্তর PDF

WBCS History Question And Answer PDF || WBCS ইতিহাস প্রশ্ন উত্তর PDF

WBCS সালের ইতিহাস প্রশ্ন উত্তর PDF
WBCS সালের ইতিহাস প্রশ্ন উত্তর PDF
নমস্কার বন্ধুরা,
আমরা সকলেই জানি যে, ২০২৩-এর WBCS প্রিলিমিনারি পরীক্ষা ডিসেম্বরের ১৬ তারিখে অনুষ্ঠিত হবে। আশা করবো তোমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে কারণ সময় প্রায় নেই বললেই চলে। আমরা আজকে তোমাদের জন্য যে পোস্টটি নিয়ে হাজির হয়েছি সেই পোস্টটি অবশ্যই পরীক্ষা দেবার আগে দেখে যাওয়া উচিৎ আমরা আজকে WBCS সালের ইতিহাস প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে পোস্টটির মধ্যে বিগত কয়েক বছরের ইতিহাস প্রশ্ন গুলি বেছে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। 
সুতরাং আর সময় নষ্ট নাকরে অবিলম্বে নীচের প্রশ্ন গুলি মনোযোগ সহকারে দেখে নাও। 

ডব্লুবিসিএস সালের ইতিহাস প্রশ্ন উত্তর PDF

প্রঃ 1919 সালের আইন কী নামে পরিচিত ছিল ? [WBCS - 2012]
[A] রওলাট অ্যাক্ট
[B] মর্লে-মিন্টো অ্যাক্ট
[C] মন্ট-ফোর্ড অ্যাক্ট 
[D] সাইমন অ্যাক্ট

প্রঃ আর্য সমাজ' প্রতিষ্ঠা করেছিলেন— [WBCS - 2012]
[A] লালা লাজপৎ রায়
[B] বাল গঙ্গাধর তিলক
[C] দয়ানন্দ সরস্বতী 
[D] অরবিন্দ ঘোষ

প্রঃ আলিগড় আন্দোলন' শুরু করেছিলেন— [WBCS - 2012]
[A] সৈয়দ আমেদ খান 
[B] এম.এ. জিন্নাহ
[C] এ.কে. আজাদ
[D] থিওডোর বেক

প্রঃ কাকে বলা হয় ভারতীয় রেনেশাঁসের ভোরের শুকতারা ? [WBCS - 2011]
[A] রবীন্দ্রনাথ ঠাকুর
[B] রাজা রামমোহন রায় 
[C] এম.কে. গান্ধি
[D] স্বামী বিবেকানন্দ

প্রঃ কে সুভাষ বোসের 'আজাদ হিন্দ ফৌজের' সদস্য ছিলেন না ? [WBCS - 2013]
[A] পি.কে. সাইগল
[B] শাহনাওয়াজ খান 
[C] ক্যাপ্টেন মোহন সিং
[D] জি. এস. ধীলন

প্রঃ কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল ? [WBCS - 2011]
[A] 1854 খ্রী:
[B] 1857 খ্রী: 
[C] 1860 খ্রী:
[D] 1874 খ্রী:

প্রঃ কোন বছর মুসলিম লিগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল ? [WBCS - 2012]
[A] 1916 খ্রী:
[B] 1929 খ্রী:
[C] 1940 খ্রী: 
[D] 1946 খ্রী:

প্রঃ গান্ধিজির ভারতে গণআন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল ? [WBCS - 2011]
[A] বরদৌলি
[B] ডান্ডি
[C] চৌরিচৌরা
[D] চম্পারণ 

প্রঃ চিরস্থায়ী বন্দোবস্ত' কে প্রবর্তন করেন ? [WBCS - 2011]
[A] লর্ড কর্ণওয়ালিশ 
[B] ওয়ারেন হেস্টিংস
[C] জন শোর
[D] লর্ড বেন্টিঙ্ক

প্রঃ দিল্লীর কেন্দ্রীয় আইনসভা কক্ষে কে ধ্বনি তুলেছিলেন 'বিপ্লব দীর্ঘজীবি হোক' ? [WBCS - 2012]
[A] ভগৎ সিং 
[B] রাসবিহারী বসু
[C] এম.এন.রায়
[D] লালা লাজপৎ রায়

প্রঃ পথের দাবি' -র লেখক কে ? [WBCS - 2011]
[A] রবীন্দ্রনাথ ঠাকুর
[B] শরত্চন্দ্র চট্টোপাধ্যায় 
[C] সতীনাথ ভাদুড়ি
[D] তারাশংকর বন্দ্যোপাধ্যায়

প্রঃ প্রার্থনা সমাজ' প্রতিষ্ঠা করেন ? [WBCS - 2013]
[A] এম.জি. রানাডে
[B] আত্মারাম পান্ডুরাঙ 
[C] রামমোহন রায়
[D] কেশব সেন

প্রঃ বাংলাদেশ রাষ্ট্র' তৈরী হয় কোন বছরে ? [WBCS - 2013]
[A] 1956 খ্রী:
[B] 1971 খ্রী: 
[C] 1990 খ্রী:
[D] 1947 খ্রী:

প্রঃ বাংলায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেছিলেন— [WBCS - 2012]
[A] এ.কে. ফজলুল হক
[B] মুজাফফর আমেদ 
[C] আবদুল হালিম
[D] হুমায়ুন কবীর

প্রঃ বাংলায় 'নীল বিদ্রোহ' ঘটেছিল এই বছর— [WBCS - 2011]
[A] 1859 খ্রী: 
[B] 1860 খ্রী:
[C] 1863 খ্রী:
[D] 1869 খ্রী:

প্রঃ বিখ্যাত ছবি 'ভারত মাতা' কে এঁকেছিলেন ? [WBCS - 2013]
[A] গগনেন্দ্রনাথ ঠাকুর
[B] অবনীন্দ্রনাথ ঠাকুর
[C] নন্দলাল বসু
[D] যামিনী রায় 

প্রঃ বোম্বাইতে কোন বছর ভারতীয় রাজকীয় নৌ-বিদ্রোহ ঘটেছিল ? [WBCS - 2011]
[A] 1942 খ্রী:
[B] 1944 খ্রী:
[C] 1945 খ্রী:
[D] 1946 খ্রী: 

প্রঃ ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয় ? [WBCS - 2013]
[A] কোলকাতা
[B] বম্বে 
[C] মাদ্রাজ
[D] পুনে

প্রঃ ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি হয়েছিলেন— [WBCS - 2011]
[A] মহম্মদ আলি
[B] বদরুদ্দিন তায়েবজি 
[C] আবুল কালাম আজাদ
[D] উপরের কেউই নন 

প্রঃ ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন ? [WBCS - 2012]
[A] দাদাভাই নওরোজি
[B] ডব্ল্যু. সি. ব্যানার্জী 
[C] ফিরোজ শাহ মেহতা
[D] এস.এন. ব্যানার্জী

প্রঃ ভারতের মধ্যে দেশীয় রাজ্যগুলির সংযুক্তির ক্ষেত্রে কোন ভারতীয় নেতার একটি মুখ্য অবদান ছিল ? [WBCS - 2012]
[A] আচার্য কৃপালিনী
[B] গোবিন্দ বল্লভ পন্থ
[C] সর্দার বল্লভভাই প্যাটেল 
[D] হরেকৃষ্ণ মেহতাব

প্রঃ লৌহমানব' কাকে বলা হয় ? [WBCS - 2011]
[A] জে.এল. নেহরু
[B] সর্দার বল্লভভাই প্যাটেল 
[C] মহাত্মা গান্ধি
[D] সুভাষ চন্দ্র বসু

প্রঃ সাইমন কমিশনের প্রতি ভারতীয়রা অসন্তুষ্ট ছিল কেন ? [WBCS - 2011]
[A] এই কমিশনে কোনো ভারতীয়কে সদস্যরূপে নেওয়া হয় নি 
[B] ভারতীয়রা 1919 খ্রিস্টাব্দের আইনের কার্যকারিতা সম্বন্ধে সমালোচনা চাইত না
[C] এই কমিশন প্রদেশগুলিতে দ্বৈত্য শাসন ব্যবস্থা বিলোপের সুপারিশ করেছিল
[D] উপরের কোনটিই সত্য নয়

প্রঃ সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কোন সালে ? [WBCS - 2012]
[A] 1855 খ্রী: 
[B] 1857 খ্রী:
[C] 1859 খ্রী:
[D] 1871 খ্রী:

প্রঃ ‘স্বত্ব বিলোপ নীতি’ কে প্রবর্তন করেছিলেন ? [WBCS - 2013]
[A] লর্ড ওয়েলেসলী
[B] লর্ড ডালহৌসি 
[C] লর্ড ক্যানিং
[D] লর্ড লিনালথগো

প্রঃ আজাদ হিন্দ ফৌজ' কোথায় প্রথম স্থাপিত হয় ? [WBCS - 2012]
[A] টোকিও
[B] রেঙ্গুন
[C] সিঙ্গাপুর 
[D] ব্যাঙ্কক

প্রঃ কে লিখেছিলেন 'ইন্ডিয়া উইনস ফ্রীডম' ? [WBCS - 2013]
[A] জওহরলাল নেহরু
[B] মৌলানা আবুল কালাম আজাদ 
[C] সর্দার প্যাটেল
[D] এম.এ. জিন্না

প্রঃ কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন ? [WBCS - 2011]
[A] জে.এল. নেহরু
[B] দাদাভাই নওরোজি 
[C] এম.কে. গান্ধি
[D] এদের কেউই নন

প্রঃ ভারতীয় ঔপনিবেশিক ইতিহাসে কোন ঘটনাটি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলিয়া গণ্য করা হয় ? [WBCS - 2012]
[A] চৌরিচৌরা কৃষক অভ্যুত্থান
[B] 1946 সালের নৌ বিদ্রোহ
[C] চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন
[D] সিপাহি বিদ্রোহ [1857 সাল] 

প্রঃ ভারতের শেষ গভর্নর-জেনারেল কে ছিলেন ? [WBCS – 2013]
[A] লর্ড মাউন্টব্যাটেন
[B] লর্ড ক্যানিং
[C] আবুল কালাম আজাদ
[D] চক্রবর্তী রাজাগোপালাচারী 


WBCS ইতিহাস প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details :: 

File Name: WBCS ইতিহাস প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  249 KB   



No comments:

Post a Comment