Breaking




Wednesday, 11 October 2023

গান্ধীজী সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF || Gandhiji Questions Answers PDF

গান্ধীজী সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF || Gandhiji Questions Answers PDF

মহত্মা গান্ধী সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF
মহত্মা গান্ধী সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF
ডিয়ার স্টুডেন্টস,
তোমাদের সঙ্গে আজকে আমরা শেয়ার করছি, মহত্মা গান্ধী সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি নিয়ে। যে পোস্টটির মধ্যে থাকছে গান্ধীজী সম্পর্কিত বেশকিছু জানা এবং বেশ কিছু অজানা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে প্রশ্ন গুলি তোমাদের সমস্ত রকম ক্ষেত্রে দারুন ভাবে কাজে আসবে। আমরা এমন কিছু প্রশ্ন গান্ধীজী সম্পর্কে তোমাদের জন্য হাজির করেছি, যে প্রশ্ন গুলি তোমাদের অনেকের অজানা। 
তাই তোমরা আর দেরি না করে অবিলম্বে নীচের দেওয়া প্রশ্ন গুলি খুব মনোযোগ সহকারে দেখে নাও এবং PDF-টিও সংগ্রহ করে রাখে দাও। 

গান্ধীজী সম্পর্কিত প্রশ্ন উত্তর

গান্ধীজী কত সালে জন্মগ্রহণ করেন ?
উত্তরঃঃ ২রা অক্টোবর ১৮৬৯ সালে

 গান্ধীজী কোথায় জন্মগ্রহণ করেন ?
উত্তরঃঃ গুজরাটের পোরবন্দর

 গান্ধীজীর পিতার নাম কি ?
উত্তরঃঃ করমচাঁদ উত্তরচাঁদ গান্ধী

 গান্ধীজীর মাতার নাম কি ?
উত্তরঃঃ পূত্তলিবাই

 গান্ধীজীর আসল নাম কী ?
উত্তরঃঃ মোহনদাস করমচাঁদ গান্ধী

 গান্ধীজী কত বছর বয়সে ম্যাট্রিক পাশ করেন ?
উত্তরঃঃ ১৮ বছর

 গান্ধীজী কতসালে ব্যারিস্টার পড়তে লন্ডনে যান ?
উত্তরঃঃ ১৮৮৮ সালে

 গান্ধীজী কবে ব্যারিস্টারী পাশ করেন ?
উত্তরঃঃ ১৮৯১ সালে

 গান্ধীজী কাদের দ্বারা প্রভাবিত হন ?
উত্তরঃঃ টলস্টয়,রাস্কিন,থোরো,মাৎসিনি,যীশুখ্রিষ্ট,গৌতম বুদ্ধ

 গান্ধীজী কোন জৈন সন্ন্যাসীর দ্বারা প্রভাবিত হন ?
উত্তরঃঃ বেচারামজী স্বামী

 গান্ধীজী সম্পাদিত পত্রিকা গুলি কী কী ?
উত্তরঃঃ ইয়ং ইন্ডিয়া,হরিজন

 গান্ধীজীর জন্মদিনটি কোন দিবস হিসাবে পালিন করা হয় ?
উত্তরঃঃ আন্তর্জাতিক অহিংসা দিবস

 গান্ধীজীর জন্মদিনকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে ঘোষনা করে কে ?
উত্তরঃঃ সাধারন সভা

 সাধারন সভা কত সালে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে ঘোষনা করে ?
উত্তরঃঃ ২০০৭ সালে

 গান্ধীজীর লেখা গ্রন্থের নাম কি ?
উত্তরঃঃ হিন্দ স্বরাজ,সর্বোদয়

 গান্ধীজীর রাজনৈতিক গুরু কে ছিলেন ?
উত্তরঃঃ গোপাল কৃষ্ণ গোখেল

 গান্ধীজীর আধ্যাত্মিক গুরু কে ছিলেন ?
উত্তরঃঃ  রায়চাঁদভাই, যিনি শ্রীমদ রাজচন্দ্র নামেও পরিচিত

 সত্যাগ্রহ আন্দোলনের জনক বলা হয় ?
উত্তরঃঃ গান্ধীজীকে

 ভারতে জাতির জনক কাকে বলা হয় ?
উত্তরঃঃ গান্ধীজীকে

 ভারতের প্রথম জননেতা কাকে বলা হয় ?
উত্তরঃঃ গান্ধীজীকে

 গান্ধীজীকে জাতির জনক বলে অভিহিত করেন কে ?
উত্তরঃঃ সুভাষচন্দ্র বসু

 গান্ধীজী আর কোন কোন নামে পরিচিত ছিলেন ?
উত্তরঃঃ মহাত্মা,বাপু

 গান্ধীজীকে মহাত্মা উপাধি প্রদান করেন কে ?
উত্তরঃঃ রবীন্দ্রনাথ ঠাকুর

 গান্ধীজীকে মিকি মাউস বলেছিলেন কে ?
উত্তরঃঃ সরোজিনী নাইডু

 মহাত্মা শব্দের অর্থ কী ?
উত্তরঃঃ মহৎ হৃদয় বা আত্মা

 বাপু শব্দের অর্থ কী ?
উত্তরঃঃ পিতা বা বাবা

 আধুনিক ভারতের জনক কাকে বলা হয় ?
উত্তরঃঃ গান্ধীজীকে

 গান্ধীজীর অছি ব্যবস্থার মূল কথা কী ?
উত্তরঃঃ ত্যাগের মাধ্যমে ভোগ

 সর্বোদয়ের ধারনার জনক কে ?
উত্তরঃঃ গান্ধীজী

 গান্ধীজীর সর্বোদয়ের মূল কথা কী ?
উত্তরঃঃ সকলের সর্বাধিক কল্যান

 “রাষ্ট্র হল সংগঠিত ও কেন্দ্রীভূত হিংসার প্রকাশ” বক্তা কে ?
উত্তরঃঃ গান্ধীজী

 রাষ্টহীন গনতন্ত্রের কথা কে বলেছেন ?
উত্তরঃঃ গান্ধীজী

 গান্ধীজীর রাষ্টহীন গনতন্ত্র কী নমে পরিচিত ?
উত্তরঃঃ রামরাজ্য

 গান্ধীজীর রাষ্টহীন গনতন্ত্রের ভিত্তি কী ?
উত্তরঃঃ গ্রাম সমবায়

 গান্ধীজীর রাষ্ট্রতত্ত্ব কোন নীতির উপর প্রতিষ্ঠিত ?
উত্তরঃঃ ক্ষমতার বিকেন্দ্রীকরন

 গান্ধীজীর রাষ্ট্রতত্ত্ব কোন ব্যবস্থা বিশেষ স্থান পেয়েছে ?
উত্তরঃঃ পঞ্চায়েতী রাজ

 ভারতে পঞ্চায়েত ব্যবস্থার জনক কে ?
উত্তরঃঃ গান্ধীজী

 সত্যাগ্রহ আন্দোলনের জনক কাকে বলা হয় ?
উত্তরঃঃ গান্ধীজী

 গান্ধীজী প্রথম কোথায় অহিংস আন্দোলন শুরু করেন ?
উত্তরঃঃ দক্ষিন আফ্রিকায় (১৮৯৩)

 গান্ধীজী কতসালে নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃঃ ১৮৯৪ সালে

 গান্ধীজী প্রথম কোথায় আইন অমান্য আন্দোলনে নেতৃত্ব দেন ?
উত্তরঃঃ জোহানেসবার্গ, দক্ষিন আফ্রিকা।  (১৯০৬ সালে)

 গান্ধীজী কতসালে দক্ষিন আফ্রিকা থেকে ভারতের রাজনীতিতে প্রবেশ করেন ?
উত্তরঃঃ ১৯১৪ সালে।

 গান্ধীজী সম্পূর্ণভাবে ভারতীয় রাজনীতির সঙ্গে যুক্ত হন ?
উত্তরঃঃ ১৯১৫ সালে

 গান্ধীজী ভারতে প্রথম কোন আন্দোলনে নেতৃত্ব দেন ?
উত্তরঃঃ চম্পারন (১৯১৭ সালে) ও খেদা সত্যাগ্রহ (১৯১৮ সালে)

 গান্ধীজী কোন আন্দোলনের সময় বাপু উপাধি পান ?
উত্তরঃঃ চম্পারন ও খেদা সত্যাগ্রহ (১৯১৮ সালে)

 গান্ধীজি কেন চম্পারণ সত্যাগ্রহ শুরু করেছিলেন ? 
উত্তরঃঃ নীল চাষীদের ব্রিটিশ শোষণের প্রতিবাদে

 গান্ধীজী কতসালে কংগ্রেসের নির্বাহির দায়িত্ব পান ?
উত্তরঃঃ ১৯২১ সালে

 কোন বছরে মহাত্মা গান্ধী “সত্যাগ্রহ আশ্রম” প্রতিষ্ঠা করেছিলেন ?
উত্তরঃঃ ১৯১৫ সালে।  আহমেদাবাদের কাছে

 কবে "সত্যাগ্রহ আশ্রম" "সবরমতি আশ্রমে" পরিণত হয় ? 
উত্তরঃঃ ১৯১৭ সালে

 গান্ধীজীর নেতৃত্বে প্রথম সর্বভারতীয় আন্দোলন কোনটি ?
উত্তরঃঃ অসহযোগ আন্দোলন (১৯২১)

 চৌরিচৌরার ঘটনায় ব্যাথিত ও বিচলিত হয়ে গান্ধীজী কবে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন ?
উত্তরঃঃ ১৯২২ সালে

 গান্ধীজী কতসালে জাতীয় কংগ্রেসের সভাপতি হন ?
উত্তরঃঃ ১৯২৪ সালে (বেলগাঁও অধিবেশনে)

 মহাত্মা গান্ধী কোথায় লবণ সত্যাগ্রহ শুরু করেছিলেন?
উত্তরঃঃ সবরমতী থেকে ডান্ডি পর্যন্ত

 আইন অমান্য/লবন সত্যাগ্রহের জন্য ডান্ডি অভিযান শুরু করেন ?
উত্তরঃঃ ১২ই মার্চ ১৯৩০ সালে

 গান্ধীজীর ডান্ডি অভিযান কবে শেষ হয় ?
উত্তরঃঃ ৫ই এপ্রিল ১৯৩০ সালে। 

 গান্ধীজী ডান্ডি অভিযানে কত কিমি পথ অতিক্রম করেন ?
উত্তরঃঃ ৪০০ কিমিঃ

 গান্ধীজী কবে হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃঃ ১৯৩২ সালে 

 গান্ধীজীর নেতৃত্বে সর্ববৃহ গন আন্দোলন কোনটি ?
উত্তরঃঃ ভারত ছাড়ো বা আগস্ট আন্দোলন

 কোন আন্দোলনে গান্ধীজী করেঙ্গ ইয়া মরেঙ্গে-এর ডাক দিয়েছিলেন ?
উত্তরঃঃ ভারত ছাড়ো।

 গান্ধীজী ভারত ছাড়ো বা আগস্ট আন্দোলন শুরু করেন ?
উত্তরঃঃ ৯ই আগস্ট ১৯৪২ সালে

 গান্ধীজী কার গুলিতে মারা যান ?
উত্তরঃঃ নাথুরাম গডসের

 গান্ধীজী কোথায় মারা যান ?
উত্তরঃঃ দিল্লীতে অনুষ্ঠিত এক প্রার্থনা সভায়

 গান্ধীজী কবে মারা যান ?
উত্তরঃঃ ১৯৪৮ সালে ৩০শে জানুয়ারি

গান্ধীজী সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক

File Details :: 

File Name: গান্ধীজী সম্পর্কিত প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  230 KB   



No comments:

Post a Comment