Breaking




Monday, 9 October 2023

জীববিদ্যা সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF || 250 Biology Questions Answers PDF In Bengali

জীববিদ্যা সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF || 250 Biology Questions Answers PDF In Bengali

জীববিদ্যা সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF
জীববিদ্যা সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমরা তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি, জীববিদ্যা সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি নিয়ে। যে পোস্টটির মধ্যে বাছাই করা ২৫০টির বেশি জীববিদ্যা সম্পর্কিত প্রশ্ন উত্তর দেওয়া আছে। যে প্রশ্ন গুলি তোমাদের আগত সকল পরীক্ষার জন্য দারুন ভাবে কাজে আসবে। কেননা জীববিদ্যা হোল এমন একটি টপিক যে টপিকটি সকল প্রকার চাকরীর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তাই তোমরা আর দেরি না করে অবিলম্বে নীচে দেওয়া প্রশ্ন গুলি ভালোভাবে দেখে নাও এবং অবশ্যই PDF-টি সংগ্রহ করে রেখে দেবে। 

জীববিদ্যা সম্পর্কিত প্রশ্ন উত্তর 

শ্বাসমূল কোথায় দেখা যায় ?
উত্তর :: লবণাম্বু উদ্ভিদে 

রুইমাছের কোন অঙ্গে রেড গ্রন্থি পাওয়া যায় ?
উত্তর :: পটকাতে 

কোনটি উদ্ভিদের নেক্রোটিক লক্ষণ ?
উত্তর :: ব্লাইট 

মাছের বিজোড় পাখনার সংখ্যা ক’টি ? 
উত্তর :: তিনটি 

পতঙ্গের ডানা, বাদুড়ের ডানা এবং পাখির ডানা কিসের উদাহরণ ?
উত্তর :: সমবৃত্তীয় অঙ্গ 

নিষেকের ফলে উৎপন্ন জাইগোটের জিনোটাইপ কত ?
উত্তর :: 2n

কত সালে জৈব রাসায়নিক তত্ত্ব ব্যক্ত করেন ?
উত্তর :: 1938 সালে 

'হট ডাইলিউট সুপ' কথাটি কে প্রবর্তন করেন ?
উত্তর :: হেলডেন 
 
‘প্লাজমোডেসমাটা’ কোথায় পরিলক্ষিত হয় ?   
উত্তর :: কোশোপ্রাচীরে

একক পর্দা কথাটি কে প্রবর্তন করেন ? 
উত্তর :: ড্যানিলি ডেবসন 

' S ' অক্ষরটি কোন কোশ অঙ্গাণুর ক্ষেত্রে ব্যবহার করা হয় ?
উত্তর :: গলগিবস্তু

' GERL ' তন্ত্রে কোন কোশ অঙ্গাণুটি থাকে না ? 
উত্তর :: রাইবোজোম

অক্সালিক অ্যাসিডের উৎস কোনটি ?
উত্তর :: আমরুল 

‘হেলা’ (Hela) কোশ কী ?
উত্তর :: আদর্শ ক্যান্সার কোশ 

বীজহীন কলা কিসের উদাহরণ ?
উত্তর :: পলিপ্লয়ডি 

44A + XXX জেনোটাইপ যুক্ত মহিলার কটি বারবডি আছে ?
উত্তর :: দুটি 

পলিটিন ক্রোমোজোম কথাটি কে প্রবর্তন করেন ? 
উত্তর :: ই.জি. বালবিয়ানি

'রিপালসন দশা' কাকে বলে ?
উত্তর :: অ্যানাফেজ 

' কায়াজমার ' আকৃতি কেমন হয় ?
উত্তর :: X এর মতো 

প্রোটোপ্লাজমীয় শ্বসনের ক্ষেত্রে শ্বসন বস্তু কোনটি ?
উত্তর :: প্রোটিন

‘হটস্পট’ এর ধারণা কে প্রবর্তন করেন ?
উত্তর :: নরম্যান মেয়ার 

ভারতে কটি ‘হটস্পট’ অঞ্চল আছে ?
উত্তর :: দুটি 

জাতীয় উদ্যানের ধারণা সর্বপ্রথম কে দেন ?
উত্তর :: জর্জ ক্যাটলিন 

‘ফাদার ওফ স্প্যারো’ কার লেখা আত্মজীবনী ?
উত্তর :: স্যালিম আলি 

অ্যাসিড বৃষ্টির pH কত ?
উত্তর :: 3.4 - 4.6 pH

জোহানেসবার্গে বিশ্ব পরিবেশ সম্মেলন কত সালে হয় ?
উত্তর :: 2002 সালে

WWF এর সাংকেতিক প্রতীক কী ?
উত্তর :: জায়ান্ট পান্ডা 

কটি দেশ বর্তমানে WWF এর সদস্য ?
উত্তর :: 23 টি 

পানীয় জলের BOD কত ?
উত্তর :: 1ppm 

'নক নি রোগ' কেন হয় ? 
উত্তর :: ফ্লুওরাইড দূষণের জন্য 

রাস্তার দুপাশে গাছ লাগানোকে কি প্রকল্প বলা হয় ?
উত্তর :: গ্রীন মাফলার প্রকল্প 

হাড়ের ক্যান্সার ঘটাতে সাহায্য করে -  
উত্তর :: স্ট্রানটিয়াম 90 

শব্দ দূষণ কোন হরমোনের ক্ষরণকে বাড়িয়ে দেয় ? 
উত্তর :: অ্যাড্রিনালিন 

কোন এককে ওজোন হোল মাপা হয় ? 
উত্তর :: ডোবসোন 

বান্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
উত্তর :: কর্ণাটক 

কোনটি জীবন্ত জীবাশ্ম ?
উত্তর :: সাইকাস সিরসিনালিস 

দ্বিপদ নামকরণের ক্ষেত্রে গণের নাম সর্বদা কী হয় ?
উত্তর :: বিশেষ্য 

ETS কে ব্যক্ত করেন ? 
উত্তর :: হিল 

লোহম্যান সর্বপ্রথম কোন কোশ থেকে ATP পৃথক করেন ? 
উত্তর :: পেশী কোশ 

জিয়াটিন কী ?
উত্তর :: প্রাকৃতিক সাইটোকাইনিন 

DNA তে উপস্থিত A + G = T + C এটি কার সূত্র ? 
উত্তর :: চারগ্যাফস 
 
বেমতন্তু বিশ্লিষ্টকারী উপাদান কোনটি ?
উত্তর :: কলচিসিন 

কোশপর্দায় প্রোটিন এবং লিপিডের অনুপাত কত ?
উত্তর :: 4 : 1

কোন কোশ অঙ্গানুকে ব্যাকটেরিয়ার সাথে তুলনা করা হয় ?
উত্তর :: মাইটোকনড্রিয়া 

বুলিফর্ম কোশ কোথায় পাওয়া যায় ? 
উত্তর :: ঘাস জাতীয় উদ্ভিদের পাতায় 

স্যাক্রোল অঞ্চলের সুষুম্মা স্নায়ুর সংখ্যা কত ? 
উত্তর :: পাঁচজোড়া 

সুষুম্মাকাণ্ডের দৈর্ঘ্য কত ? 
উত্তর :: 45 সেমি 

হৃৎস্পন্দন নিয়ন্ত্রিত হয় কোন অংশ দ্বারা - 
উত্তর :: হাইপোথ্যালামাস 

একটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড হল - 
উত্তর :: লাইসিন 

হৃদস্পন্দন উৎপন্ন হয় - 
উত্তর :: SA নোড থেকে

মূত্রের একটি অস্বাভাবিক উপদান -
উত্তর :: গ্লুকোজ 

গ্লোমেরুলাসের রক্তজালকের রক্তচাপের পরিমাণ - 
উত্তর :: 75 mm Hg 

মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা হল - 
উত্তর :: 12 জোড়া 

অর্গন অব কটি কোথায় থাকে ? 
উত্তর :: ককলিয়ার মধ্যে 

ইলিয়াম (Ellium) কোথায় দেখা যায় ?
উত্তর :: পেলভিক গার্ডল
 
কোলেস্টেরল থেকে কী তৈরি হয় ? 
উত্তর :: স্টেরয়েড 

মানুষের দেহে সবচেয়ে ছোটো অস্থি হল -
উত্তর :: স্টেপিস 

এর মধ্যে নিউরোন কোনটি ক্ষরণ করে না ?
উত্তর :: এপিনেফ্রিন, নর - এপিনেফ্রিন 

মানুষের খাদ্য পরিপাক শুরু হয় কোথায় ? 
উত্তর :: মুখগহ্বর 

অবশিষ্ট বায়ুর পরিমাণ  -
উত্তর :: বায়ুর তুলনায় বেশি 
 
একজন খেলোয়াড়ের বায়ুর ধারকত্ব কত ?
উত্তর :: 5 লিটার 

বেশি উচ্চতায় শ্বসন হার - 
উত্তর :: বেড়ে যায়

দ্বিতীয় হৃদধ্বনি হয় - 
উত্তর :: অলিন্দ-নিলয় কপাটিকা বন্ধের জন্য

মানুষের বৃক্কের হাইলাম কোনটি ?
উত্তর :: অবতল সীমান্ত (খাঁজ)

গ্লোমেরুলাসের কার্যকারী পরিস্রাবণ চাপ - 
উত্তর :: 30 মিমি পারদস্তম্ভের সমান

একটি মুখ্য জনন অঙ্গ ?
উত্তর :: ডিম্বাশয়

প্যারাসিপ্যাথেটিক স্নায়ু - 
উত্তর :: অশ্রুক্ষরণ বাড়ায় 

টায়ালিন উৎসেচকটি পাওয়া যায় -
উত্তর :: লালারসে

P.C.V ( Packed cell volume ) কোন যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয় ?
উত্তর :: হিমোটোক্রিট

ক্লোরোফিল b- এর রাসায়নিক সংকেত কী ?
উত্তর :: C54H70O6N4Mg

অ্যানোক্সিজেনিক ব্যাকটেরিয়া - 
উত্তর :: ক্লসট্রিডিয়াম

সামুদ্রিক অশ্ব (Sea horse) একটি - 
উত্তর :: কনড্রিকথিস বা ইলাসমোব্রাঙ্কি

কুমিরের হৃদপিণ্ডে - 
উত্তর :: দুটি অলিন্দ ও দুটি নিলয় থাকে

স্ত্রী এডিস মশা বাহিত রোগ -
উত্তর :: ডেঙ্গু 

AIDS রোগের ভাইরাস HIV- তে কোন ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে ?
উত্তর :: RAN 

ক্যাপসিডবিহীন ভাইরাসকে কী বলা হয় ?
উত্তর :: ভাইরয়েড 

ব্যাকটেরিয়া কোশে ট্রান্সজাকশন পদ্ধতি কে আবিষ্কার করেন ?
উত্তর :: লেডারবার্গ ও জীনডার 

ব্যাকটেরিওফাজের ‘ফাজ’ কথাটির অর্থ কী ?
উত্তর :: ভক্ষক 

কে ‘Hotdilute Soup’ ধারণাটি দেন ?
উত্তর :: হল্ডেন 

হরমোন আধিক্য হলে উদ্ভিদের কোন প্রকার লক্ষণ দেখা যায় ?
উত্তর :: হাইপারপ্লেসিয়া 

যে অবস্থায় কোশ বিভাজিত হতে পারে না তাকে বলে - 
উত্তর :: G0 দশা 

পিনোসাইটোসিস পদ্ধতিতে গৃহীত হয় - 
উত্তর :: তরল খাদ্য

ক্লোরোফিলের প্রধান উপাদানগুলি হল - 
উত্তর :: C, H, O, N, Mg

পরিবেশের O2 ও CO2 এর ভারসাম্য বজায় থাকে কোন শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে ?
উত্তর :: সালোকসংশ্লেষ ও শ্বসন দ্বারা

উদ্ভিদের কাক্ষিকমুকুল বা বুলবিলের দ্বারা জনন কোন ধরনের ?
উত্তর :: অঙ্গজ জনন 

একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের জিনোটাইপ কী ?
উত্তর :: TT

হার্বেরিয়াম হল— 
উত্তর :: মৃত উদ্ভিদকে শুষ্ক করে একস্থানে রাখা

'Species plantarum' বইটির লেখক হলেন—
উত্তর :: লিনিয়াস

'Herbarium of Forest Research Institute' কোথায় অবস্থিত ?
উত্তর :: দেরাদুন 

পর্ণকাণ্ড (Phylloclade) কোন উদ্ভিদে দেখা যায় ?
উত্তর :: ফণীমনসা

ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হওয়ার কারণ হল- 
উত্তর :: বাষ্পমোচন হার হ্রাসের জন্য

হাইপারট্রফির ফলে উদ্ভিদের কোন লক্ষণটি দেখা যায় ?
উত্তর :: উদ্ভিদ অঙ্গের অস্বাভাবিক বৃদ্ধি

বানতেল পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে ?
উত্তর :: লবঙ্গ

পত্রমোচন ও ফলমোচনে সাহায্য করে কোন হরমোন ?
উত্তর :: ABA  

ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া জীবাণুটি হল - 
উত্তর :: প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম

একটি মনোস্যাকারাইড হল— 
উত্তর :: ফ্রুকটোজ 

আমাদের খাদ্যনালির ‘কার্বোহাইড্রেট’ খাদ্য পরিপাক স্থল হল - 
উত্তর :: মুখগহ্বর ও ক্ষুদ্রান্ত্র

অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড যুগল - 
উত্তর :: লাইসিন ও লিউসিন

সুস্থ পরিণত পুরুষের বায়ুধারকত্ব ( Vital capacity ) -
উত্তর :: 4500 ml

আমাদের হৃদযন্ত্রে হৃদস্পন্দন প্রবাহ সৃষ্টিকারী পেশমেকার ( Cardiac pacemaker ) হল -
উত্তর :: SA নোড

রক্তে অক্সিজেনের স্বাভাবিক পরিমাণ হ্রাস পেলে যে অবস্থা সৃষ্টি হয় তাকে বলে—
উত্তর :: হাইপোক্সিয়া

মানব শিশুর সর্ব মোট কঙ্কালপেশির সংখ্যা - 
উত্তর :: 255 টি

আমাদের মাথায় খুলির ফ্রন্টাল ও প্যারাইটাল অস্থিসন্ধি অংশে অবস্থান করে -
উত্তর :: কার্টিলেজ সংযোগ 

কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য দায়ী কলা হল - 
উত্তর :: পার্শ্বস্থ ভাজক কলা 

কোন আঙুরের (grapes) প্রজাতিটি wines তৈরির জন্য সবথেকে বেশি ব্যবহৃত হয় ?
উত্তর :: Vitis Vinifera 

ল্যামড়া ফাজ ভাইরাসটি কোন প্রকার ট্রান্সজাকশনের সাথে সম্পর্কিত ? 
উত্তর :: বিশেষ বা সীমাবদ্ধ ট্রান্সজাকশন 

Cotton Fibre কোন অংশ থেকে পাওয়া যায় ? 
উত্তর :: মূল

লিটমাস (Litmus) পাওয়া যায় - 
উত্তর :: লাইকেন থেকে 

আর্কিগোনিয়াম ( Archegonium ) কোন উদ্ভিদে দেখা যায় না ?
উত্তর :: নিটাম

রিসিয়া হল একটি - 
উত্তর :: মস 

ডুমুর হল একটি - 
উত্তর :: পুষ্পবিন্যাস 

'Jumping genes' তত্ত্বটির সাথে কার নাম সম্পর্কিত ?
উত্তর :: ম্যাকক্লিনটক 

দ্বিনিযেক ( Double fertilisation ) কোন উদ্ভিদ গোষ্ঠীর সাথে সম্পর্কিত ? 
উত্তর :: গুপ্তবীজী 

ব্যক্তবীজী উদ্ভিদের শস্য (endosperm) সাধারণত কখন উৎপন্ন হয় ? 
উত্তর :: নিষেকের আগে 

কোন উদ্ভিদটি জনন কোশ বা গ্যামেট উৎপন্ন করে ?
উত্তর :: লিঙ্গধর উদ্ভিদ

‘ভারতের বৃহত্তম ' Central National Herbarium' কোথায় অবস্থিত ?
উত্তর :: হাওড়া 

প্যারাসেক্সয়াল চক্র কার মধ্যে দেখা যায় ?
উত্তর :: Aspergillus 

Hugo de vries কোন অধ্যায়ের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত ?
উত্তর :: মিউটেশন 

Arthur cronquist এর শ্রেনীবিন্যাস কোন প্রকারের ?
উত্তর :: ফাইলোজেনেটিক 

ICNB সংস্থাটি কোন জীবের নামকরণের সাথে সম্পর্কিত ? 
উত্তর :: ব্যাকটেরিয়া 

সালোকসংশ্লেষ প্রক্রিয়াতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ?
উত্তর :: সৌরশক্তি রাসায়নিক শক্তিতে 

একটি উদ্ভিদের বিটপ অংশে কোন কলা পাওয়া যাবে ? 
উত্তর :: ভাজক কলা 
 
একটি বীজের মধ্যে ভ্রূণ গঠিত হওয়া, এটি কখন হয় ? 
উত্তর :: নিষেকের পরে 

Binaryfission ব্যাকটেরিয়া একপ্রকার— 
উত্তর :: অঙ্গজ জনন 

একটি শৈবালের Haplontic জীবনচক্রে ডিপ্লয়েড দশাটি হল— 
উত্তর :: জাইগোট 

W.M. Stanley কোন ভাইরাস আবিষ্কার করেন ?
উত্তর :: TMV 

বাণিজ্যিক ‘কক’ কোন গাছ থেকে পাওয়া যায় ? 
উত্তর :: ওক 

‘The Central Drug Research Institute of India ' কোথায় অবস্থিত ? 
উত্তর :: লক্ষৌ 

উর্বর মৃত্তিকার ( Fertile soil ) pH কোন প্রকারের ? 
উত্তর :: 6-7 

‘World Cancer Day’ কোন দিনটিতে পালন করা হয় ?
উত্তর :: 4 ফেব্রুয়ারি 

'PAN ’ হল একটি - 
উত্তর :: বায়ু দূষক 

কোন হরমোন বাষ্পমোচন প্রতিরোধী ?
উত্তর :: ABA 

শরীরের ভিতর ইউরিয়া উৎপন্ন হয় ?
উত্তর :: যকৃতে 

ব্যাঙের ক্ষেত্রে নিষেক হল— 
উত্তর :: বাহ্যিক 

বিষাক্ত পদার্থ ক্ষরণের সঙ্গে যুক্ত রোগটি হল - 
উত্তর :: টিটেনাস 

DNA- এর সংখ্যাবৃদ্ধির সঙ্গে যুক্ত -
উত্তর :: রেপ্লিকন 

কীসের সাথে জ্যাকবসন্ অঙ্গ জড়িত ? 
উত্তর :: গন্ধ 

কোনগুলির প্রধান উপাদান হল কেরাটিন নামক প্রোটিন ? 
উত্তর :: চুল ও ত্বক, নখ ও শিং, পালক ও পশম 

কীসের অভাবে ডায়াবেটিস হয় ? 
উত্তর :: ইনসুলিন 

পতঙ্গ কীসের অন্তর্গত ?
উত্তর :: আর্থোপোডা 

কোন ধরনের ক্যানসার লসিকাবাহ এবং প্লীহাকে আক্রান্ত করে ?
উত্তর :: লিম্ফোমা 

মানুষের দেহে প্লাসমোডিয়ামের সংক্রমণে ঘটে - 
উত্তর :: ম্যালেরিয়া 

স্তন্যপায়ী প্রাণীর দেহে কোনটি একটি অমরার মুখ্য অংশ গঠন করে - 
উত্তর :: কোরিওন 

স্তন্যপায়ী প্রাণীর দেহে কোথায় অধিক পরিমাণ অক্সিজেনযুক্ত রক্ত পাওয়া যায় যখন - 
উত্তর :: বাম নিলয় 

পতঙ্গদের সাধারণত কত জোড়া পা— 
উত্তর :: তিনজোড়া পা 

কার দ্বারা মেনিনজাইটিস ঘটে ?
উত্তর :: মেনিনগোকক্কাস

মাইটোকন্ড্রিয়া প্রচুর পরিমাণে দেখা যায় যখন -
উত্তর :: শরীরে ক্ষত ক্রিয়া করে 

মাম্পস নামক রোগটি ঘটে— 
উত্তর :: ভাইরাস দ্বারা 

আমাদের দেহে যে কলাটির আধিক্য সবচেয়ে বেশি, সেটি হল- 
উত্তর :: পেশি কলা 

ভারতে পোলট্রির সর্বাধিক পরিচিত রোগটি হল -
উত্তর :: রানিখেত

ফুসফুস আবৃত থাকে কোনটি দ্বারা ?
উত্তর :: প্লূরা দ্বারা 

এনিফ্যানটেসিস্ রোগটি ঘটায়— 
উত্তর :: কিউলেক্স দ্বারা 

কীসের অংশ ডিওডেনাম ? 
উত্তর :: অস্ত্র 

কীসের পরিপাকে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয় ?
উত্তর :: প্রোটিন 

স্তন্যপায়ী প্রাণীতে গ্যাসের বিনিময় ঘটে— 
উত্তর :: বায়ুথলিতে 

80s রাইবোজোমের বৃহৎ উপএককটি হল ? 
উত্তর :: 60s 

মানবদেহের সর্ববৃহৎ অঙ্গটি হল— 
উত্তর :: ত্বক 

ABO পদ্ধতির রক্ত বিভাগে যদি উভয় অ্যান্টিজেন উপস্থিত থাকে, কিন্তু কোনো অ্যান্টিবডি না থাকে, তবে ব্যক্তির রক্তের বিভাগ হবে— 
উত্তর :: AB 

এখনো পর্যন্ত জানা গেছে এমন অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কয়টি ?
উত্তর :: 22 টি 

হিমোগ্লোবিনের মুখ্য উপাদান কী ?
উত্তর :: লোহা

ব্যাঙের মুখ্য রেচন পদার্থ কী ?
উত্তর :: ইউরিয়া 

ডাউন সিনড্রোমে ক্রোমোজোম সংখ্যা হল-
উত্তর :: 47 টি

নর এপিনেফ্রিন বাড়িয়ে দেয় কে ?
উত্তর :: রক্তচাপ
 
কোন শিশু প্রাণীর নাম নিম্ফ ?
উত্তর :: আরশোলা

লোহিতকণিকা তৈরি হয়— 
উত্তর :: অস্থিমজ্জা 

‘লং - জ’ এর অন্য নাম কী ?
উত্তর :: টিটেনাস 

টিকা প্রথম তৈরি করেন কে ?
উত্তর :: জেনার 

ত্বকে রঙের কারণ কোনটি ?
উত্তর :: মেলানিন 

ঘ্রাণ অনুভূতি গৃহীত কীসের দ্বারা ?
উত্তর :: অলফ্যাকটরি লোব দ্বারা 

ট্যাক্সোনমি সংক্রান্ত বিদ্যার অন্তর্গত কোনটি ?
উত্তর :: শনাক্তকরণ, নামকরণ, শ্রেণিবিভাগ

অ্যাসকারিস - এর দেহ গহ্বরকে বলা হয় - 
উত্তর :: সিউডোসিলামে

কোন রোগের অনাক্রম্যতা সৃষ্টির জন্য BCG ভ্যাকসিন ব্যবহার করা হয় ?
উত্তর :: যক্ষ্মা 

স্টেরয়েড হরমোন পাওয়া যায় কোথায় থেকে ?
উত্তর :: কোলেস্টেরল থেকে 

ব্লাস্টুলায় তরল পূর্ণ গহুরকে বলা হয়—
উত্তর :: ব্লাস্টোসিল 

দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী গ্রন্থিটি হলো ?
উত্তর :: থাইরয়েড 

গোরুর গর্ভধারণকাল হল— 
উত্তর :: ২৪০ দিন 

ব্যাকটেরিয়া ই.কোলাই - এ বর্তমান বংশগত বস্তু হল— 
উত্তর :: দ্বিতন্ত্রী DNA 

রক্তে অধিক মাত্রায় ইউরিক অ্যাসিডের উপস্থিতিতে যে রোগ টি হয় ?
উত্তর :: গেটে (গাঁটে) বাত 

মানুষের দেহে দেখা যায় না অস্থিটি হলো ?
উত্তর :: অ্যাস্ট্রাগ্যালাস 

মধ্যচ্ছদা সাহায্য করে কে ?
উত্তর :: শ্বসনে 

যে হরমোনটি রক্তে Ca এর মাত্রা নিয়ন্ত্রণ করে সেটি হলো ?
উত্তর :: প্যারাথাইরয়েড 

কার মধ্যে প্রচুর পরিমাণ ওমেগা ফ্যাটি অ্যাসিড থাকে ?
উত্তর :: সালমন

কোন রস বা ক্ষরণটির সবচেয়ে বেশি পি - এইচ (pH) পরিলক্ষিত হয় ? 
উত্তর :: আন্ত্রিক ক্ষরণ 

ত্বকে উপস্থিত মেলানিনের একটি গুরুত্বপূর্ণ কাজ কি ?
উত্তর :: ক্ষতিকারক বিকিরণ শোষণ করা

কোন অংশে শ্বসন কেন্দ্র অবস্থিত ?
উত্তর :: মেডুলা ও পনস্ 

কার দ্বারা অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ পিটুইটারী দ্বারা নিয়ন্ত্রিত নয় ?
উত্তর :: অ্যাড্রিনাল মেডুলা 

কে কার্বনিক অ্যানহাইড্রেজের কো - ফ্যাক্টর হিসাবে কাজ করে ?
উত্তর :: Zn 

গর্ভাবস্থায় কোন ভিটামিন গ্রহণ স্নায়ু নালিকার ত্রু টি যেমন স্পাইনা বিফিডা - কে প্রতিরোধ করতে সাহায্য করে ?
উত্তর :: ফোলিক অ্যাসিড

অর্গান অব কর্টির ককলিয়াতে অবস্থিত সংজ্ঞাবহ কেশ কোষগুলি প্রোথিত থাকে— 
উত্তর :: ব্যাসিলার পর্দায় 

কার দ্বারা শুক্রাণুর পুষ্টির যোগান হয় ? 
উত্তর :: সারটোলি কোষ 

বৃদ্ধ বয়সে দৃষ্টির ত্রু টিকে বলা হয়— 
উত্তর :: প্রেসবায়োপিয়া

নার্ভের অনাবৃত শেষাংশ থেকে উদ্ভূত আবেগ নিম্নলিখিত কোন সংবেদনকে সূচনা করে ?
উত্তর :: বেদনা 

একটি ইউকারপিক ছত্রাক হল-
উত্তর :: ফিউসেরিয়াম 

ইলেটার দেখতে পাওয়া যায় ? 
উত্তর :: ফিউনেরিয়া-য় 

একটি জলে নিমজ্জিত জলজ উদ্ভিদ হল -  
উত্তর :: ইউট্রিকুলেরিয়া বাইফিডা 

রেপেনস লিগিউল কোথায় দেখা যায় ?
উত্তর :: সেলাজিনেলা

একটি C4 উদ্ভিদ হল -  
উত্তর :: জিয়া মেজ 

কোন কোষ অঙ্গাণুতে ক্যাটালেজ উৎসেচক থাকে ?
উত্তর :: পারক্সিজোম

ভেসেল বা ট্রাকিয়া বিহীন একটি উদ্ভিদ হল—
উত্তর :: পাইন

রাতকানা রোগ হয় যে ভিটামিনটির অভাবে সেটি হল— 
উত্তর :: ভিটামিন A

‘বিগ - ব্যাং থিয়োরি’ বিবৃত করে - 
উত্তর :: ব্রহ্মান্ডের সৃষ্টি 

ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যেটির দ্বারা সেটি হল— 
উত্তর :: সিসমোগ্রাফ

মশার জৈব নিয়ন্ত্রণে কি ব্যবহৃত হয় ? 
উত্তর :: গ্যাম্বুসিয়া 

আলু হল— 
উত্তর :: কান্ড

হিমাটোপোয়েসিস কোথায় সংঘটিত হয় ?
উত্তর :: অস্থিমজ্জায়

কোন হরমোন রক্তস্থিত গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে ?
উত্তর :: ইনসুলিন

পেলেগ্রা ও স্কার্ভি নিচের কোন ভিটামিনের অভাবে সংঘটিত হয় ?
উত্তর :: ভিটামিন B এবং - ভিটামিন C 

মানুষের দেহে অ্যালকোহলের শতকরা পরিমাণ কত হলে, মানুষের মৃত্যু ঘটবে ?
উত্তর :: 5.0 % 
 
কোন উপাদানটির অভাবে গাছের সাদা মুকুল রোগটি ঘটে ?
উত্তর :: জিঙ্ক 

দুধের বর্ণ সাদা হওয়ার কারণ কী ?
উত্তর :: কেসিন 

নিমগাছ হচ্ছে - 
উত্তর :: ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী গাছ 

পূর্ণতাপ্রাপ্ত ফাইলেরিয়া কীট মানুষের যে অংশে অবস্থান করে - 
উত্তর :: লসিকানালী 

ADH এর অভাবে যে রোগটি সৃষ্টি হয়— 
উত্তর :: ডায়াবেটিস ইনসিপিডাস 

মানুষের স্বাভাবিক রক্ত -
উত্তর :: ক্ষারীয় 

সিঙ্কোনা গাছের কোন অংশ থেকে কুইনিন পাওয়া যায় ?
উত্তর :: ছাল

ম্যালেরিয়া পরজীবীর জীবাণু রোগীর রক্তের যথাযথ পাওয়া যায়— 
উত্তর :: যে কোনও সময়

নিম্নলিখিত কোন ভিটামিনে অ্যাসিল CoA ডিহাইড্রোজিনেস প্রথেটিক গ্রুপ যুক্ত থাকে ?
উত্তর :: রাইবোফ্ল্যাভিন

চিংড়ীর রেচন অঙ্গ কোনটি ?
উত্তর :: সবুজগ্রন্থি 

কোন প্রাণীতে রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায় ?
উত্তর :: গরু 

AIDS/HIV ভাইরাস এক প্রকার - 
উত্তর :: RNA ভাইরাস

স্তন্যপায়ী প্রাণীর করোটিক স্নায়ুর সংখ্যা কয়টি ?
উত্তর :: 12 জোড়া

জীববিদ্যা সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক

 File Details :: 

File Name: জীববিদ্যা সম্পর্কিত প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  10

File Size:  500 KB   



No comments:

Post a Comment