Breaking




Monday, 3 March 2025

নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করা ব্যক্তিগণ PDF | নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করা ব্যক্তিদের তালিকা PDF

নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করা ব্যক্তিগণ PDF || নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করা ব্যক্তিদের তালিকা PDF

নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করা ব্যক্তিদের তালিকা PDF
নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করা ব্যক্তিদের তালিকা PDF
সুপ্রিয় বন্ধুরা,
আমরা সাধারণত জানি যে সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল এই পুরস্কারের প্রচলন করেন। যে পুরস্কারে সূচনা ১৮৯৫ সালে হয় এবং এই পুরস্কার ১৯০১ সাল থেকে দেওয়া শুরু হয়। 
প্রতিবছর অক্টোবর মাসে  সুইডেনের রাজধানী স্টকহোমে আয়োজিত হয় নোবেল পুরস্কার দেয়ার অনুষ্ঠান। প্রতি বছর প্রত্যেক বিজয়ীকে একটি স্বর্ণপদক, একটি ডিপ্লোমা সনদ এবং নোবেল ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু অর্থ প্রদান করা হয়। এবং বিজয়ীদের বলা হয় নোবেল লরিয়েট।

এই পুরস্কারে যাত্রা শুরু থেকে আজ পর্যন্ত অনেকে এই পুরস্কার পেয়েছেন। কিন্তু এমনও অনেকে ব্যাক্তি আছেন যারা এই পুরস্কার বর্জন করেছেন বা বাধ্য হয়েছেন বর্জন করার জন্য। আমরা আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো, নোবেল পুরস্কার বর্জন করা ব্যক্তিগণ PDF এই পোস্টটি নিয়ে। যে পোস্টটির মধ্যে আমরা আলোচনা করবো, সেই সমস্ত ব্যাক্তিদের নাম, নাগরিক, পেশা, কৃতিত্ব এবং কি কারণে বর্জন করেছিলেন এই সমস্ত উল্লেখযোগ্য তথ্য গুলি সম্পর্কে। 

নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করা ব্যক্তিগণ

নাম - জ্যঁ পল সার্ত্রে
নাগরিক – ফরাসী
পেশা – অস্তিত্ববাদী দার্শনিক, নাট্যকার, সাহিত্যিক ও সমালোচক।
কৃতিত্ব – ১৯৩৮-৩৯ সালে প্রকাশিত উপন্যাস, নাটক, ছোটোগল্প, প্রবন্ধ ও সমালোচনা, আত্মজীবনীমূলক গ্রন্থ এই সমস্ত বহুমুখী সাহিত্য প্রতিভার জন্য তাঁকে নোবেলের জন্য মনোনীত করা হয়। 
প্র্যাখয়ান করার কারণ - ১৯৬৪ সালে, তাকে সাহিত্যে জন্য নোবেল পুরষ্কার দেওয়া হলেও, তিনি সেটি প্রত্যাখ্যান করেন।  জ্যঁ পল সার্ত্রে নোবেল পুরষ্কারকে 'বুর্জোয়া পুরস্কার' অর্থাৎ পুঁজিপতিদের পুরস্কার বলে মনে করতেন।  তিনি আরও মনে করতেন একজন লেখককে কখনই নিজেকে একটি প্রতিষ্ঠানে পরিণত হতে দেওয়া উচিত নয়।

নাম - লে দুত তাও
নাগরিক – ভিয়েতনাম
পেশা– কূটনীতিবিদ
কৃতিত্ব – ভিয়েতনাম যুদ্ধের অবসান ঘটাতে যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার এবং ভিয়েতনামের জেনারেল এবং কূটনীতিক লে দুক তাও মুখ্য ভূমিকায় ছিলেন।  চুক্তিতে ওই দুই দেশের কর্মকর্তা এবং ভিয়েতনামের প্রেসিডেন্ট নোয়েন ভ্যান থিউ স্বাক্ষর করেছিলেন।  সেখানে যুদ্ধবিরতি এবং যুদ্ধবন্দী বিনিময়ের অনুমতি দেয়া হয়েছিল।
প্র্যাখয়ান করার কারণ – তাই ১৯৭৩ সালে শান্তিতে যৌথভাবে নোবেল পুরস্কার দেয়া হয়েছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার ও ভিয়েতনামের জেনারেল এবং কূটনীতিক লে দুত তাও-কে, কিন্তু লে দুত তাও পুরস্কারটি গ্রহণ করেননি, কারণ তার মতে ভিয়েতনামে তখনও শান্তি ফেরেনি।  

নাম - বরিস পাস্তারনাক
নাগরিক – রাশিয়া
পেশা– ঔপন্যাসিক ও কবি
কৃতিত্ব – সমসাময়িক গীতিকবিতা এবং মহান রুশ মহাকাব্য রচনায় তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাঁকে ১৯৫৮ সালে এই স্বীকৃতি প্রদান করা হয়।
প্র্যাখয়ান করার কারণ – তবে প্রাথমিকভাবে এই সম্মান গ্রহণ করলেও তৎকালীন সোভিয়েত সরকারের চাপের মুখে পুরস্কারটি প্রত্যাখ্যান করতে বাধ্য হন তিনি।

অ্যাডলফ হিটলার ১৯৩৭ সালে সব জার্মান নাগরিকের জন্য নোবেল পুরস্কার গ্রহণ করা নিষিদ্ধ ঘোষণা করে একটি ডিক্রি জারি করেন অ্যাডলফ হিটলার। হিটলারের ডিক্রির কারণে পরবর্তীতে নোবেল গ্রহণ করতে পারেননি জার্মান জৈব রসায়নবিদ রিশার্ড কুন ও অ্যাডলফ বুটেনান্ড এবং প্যাথলজিস্ট ও ব্যাকটিরিওলজিস্ট গেরহার্ড ডোমাক।

নাম – রিশার্ড কুন
নাগরিক – জার্মান
পেশা– রসায়নবিদ
কৃতিত্ব – মি. কুন ক্যারোটিনয়েড নামক পদার্থের উপর গুরুত্বপূর্ণ গবেষণাও পরিচালনা করার জন্য  এবং ভিটামিন নিয়ে কাজ করার জন্য ১৯৩৮ সালে রসায়ন বিভাগে নোবেল পুরস্কার জিতেছিলেন।
প্র্যাখয়ান করার কারণ – হিটলারের জারি করা নিষেধাজ্ঞার কারণে তিনি নোবেল পুরস্কার প্রহণ করতে পারেননি।

নাম – অ্যাডলফ বুটেনান্ড
নাগরিক – জার্মান 
পেশা– রসায়নবিদ
কৃতিত্ব – জার্মান জৈব রসায়নবিদ অ্যাডলফ বুটেনান্ড এবং ক্রোয়েশিয়ান বিজ্ঞানী লিওপোল্ড রুজিকার সাথে যৌথভাবে যৌন হরমোন নিয়ে গবেষণার জন্য ১৯৩৯ সালে রসায়নে নোবেল পুরস্কার জিতেছিলেন। 
প্র্যাখয়ান করার কারণ – হিটলারের জারি করা নিষেধাজ্ঞার কারণে তিনি নোবেল পুরস্কার প্রহণ করতে পারেননি।

নাম – গেরহার্ড ডোমাক
নাগরিক – জার্মান
পেশা– চিকিৎসাশাস্ত্র
কৃতিত্ব – ১৯৩২ সালে গেরহার্ড ডোমাক এবং তার সহকর্মীরা আবিষ্কার করেন যে অনেক রোগ অণুজীবের আক্রমণের ফলে সৃষ্ট সংক্রমণের কারণে হয়। এর ফলে ব্যাকটেরিয়া এবং অন্যান্য অণুজীবের বিরুদ্ধে লড়াই করার জন্য সালফোনামাইড ব্যবহার করা যেতে পারে।  যে কারণে তাঁকে ১৯৩৯ সালে মেডিসিনে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। 
প্র্যাখয়ান করার কারণ – হিটলারের জারি করা নিষেধাজ্ঞার কারণে তিনি নোবেল পুরস্কার প্রহণ করতে পারেননি।

নাম – বব ডিলান
নাগরিক – মার্কিন যুক্তরাষ্ট্র
পেশা– সংগীতশিল্পী ও গীতিকার
কৃতিত্ব – যুক্তরাষ্ট্রের সংগীত ঐতিহ্যে নতুন কাব্যিক ধারা সৃষ্টির স্বীকৃতি হিসেবে তাকে ২০১৭ সালে সহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।
প্র্যাখয়ান করার কারণ – কিন্তু পরে একাধিকবার নোবেল কমিটি তার সঙ্গে যোগাযোগ করলেও পুরস্কার সংগ্রহ করতে যাননি তিনি।  তবে পুরস্কারটি প্রত্যাখ্যানও করেননি বব ডিলান।

বিঃ দ্রঃ - রিশার্ড কুন, অ্যাডলফ বুটেনান্ড ও গেরহার্ড ডোমাক - এই তিন বিজ্ঞানী প্রথমে পুরস্কার গ্রহণ করতে না পারলেও পরবর্তীতেনোবেল কমিটির পক্ষ থেকে তাদের ডিপ্লোমা সনদ ও মেডেল হস্তান্তর করা হয়েছিল। কিন্তু তারা পুরস্কারের অর্থ পাননি।


নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করা ব্যক্তিগণ
 PDF
 
টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক
File Details :: 

File Name: নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করা ব্যক্তিগণ

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  188 KB  



No comments:

Post a Comment