Breaking




Friday, 15 March 2024

Food SI 2023 Model Question Paper PDF || ফুড সাব ইন্সপেক্টর মডেল প্রশ্নপত্র 2023

Food SI 2023 Model Question Paper PDF || ফুড সাব ইন্সপেক্টর 2023 মডেল প্রশ্নপত্র PDF

ফুড সাব ইন্সপেক্টর মডেল প্রশ্নপত্র 2023
ফুড সাব ইন্সপেক্টর মডেল প্রশ্নপত্র 2023 
ডিয়ার Food SI পরীক্ষার্থী,
আশা করবো তোমরা খুব ভালোভাবে এবং সঠিক পদ্ধতির মাধ্যমে উক্ত পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে যাচ্ছো। আমরা আজকে তোমাদের অন্যরকম অভিজ্ঞতা তৈরি করার জন্য একটি পোস্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা আজকে Food SI 2023 Model Question Paper PDF এই পোস্টটি তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি। যে পোস্টটির মাধ্যমে তোমরা Food SI পরীক্ষার হলে যে ভাবে পরীক্ষা দাও সেই রকম অনুভূতি তৈরি করতে পারবে। 
যে পোস্টটি WBPSC এর প্রশ্নপত্রের ধাঁচে বানানো, যে মডেল প্রশ্নপত্রটির মধ্যে থাকছে সিলেবাস অনুযায়ী ৫০টি জেনারেল স্টাডিজ এবং ৫০টি গণিত প্রশ্ন, এর পাশাপাশি পরীক্ষার প্রশ্নপত্রের মতো থাকছে OMR Sheet এবং আরও থাকছে Answer Key যে গুলো তোমাদের পরীক্ষার হলের ফিল দেবে। 

আমরা তোমাদের বলবো মডেল প্রশ্নপত্রটি এবং OMR Sheet-টি প্রিন্ট আউট করে নাও এবং নির্দিষ্ট সময় অনুযায়ী OMR Sheet-টি পূর্ণ করো এবং পরবর্তী সময়ে Answer Key-টি সংগ্রহ করে মিলিয়ে নাও তোমাদের দেওয়া উত্তর গুলি। যাতে তোমরা Food SI পরীক্ষায় বসার আগে উক্ত পরীক্ষা সম্পর্কে একটি সম্পূর্ণ ধারনা তৈরি করতে পারো। 

বিঃ দ্রঃ - তোমাদের এই রকম অভিজ্ঞতা তৈরি করতে এই মডেল প্রশ্নপত্রটি বানিয়েছে Kolom.In ওয়েবসাইটের এডমিন মহাশয়। 

ফুড সাব ইন্সপেক্টর 2023 মডেল প্রশ্নপত্র PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো

File Details :: 

File Name: Food SI 2023 Model Question Paper

File Format:  PDF

No. of Pages:  13

File Size:  400 KB 


Question Paper Download Now
OMR Sheet Download Now
Answer Key Download Now


No comments:

Post a Comment