Breaking




Wednesday, 4 October 2023

বাতিল হচ্ছে WBCS 2023 প্রিলিমিনারি পরীক্ষার তারিখ, ঘোষণা পাবলিক সার্ভিস কমিশনের

বাতিল হচ্ছে WBCS 2023 প্রিলিমিনারি পরীক্ষার তারিখ, ঘোষণা পাবলিক সার্ভিস কমিশনের

বাতিল হচ্ছে WBCS 2023 প্রিলিমিনারি পরীক্ষার তারিখ
বাতিল হচ্ছে WBCS 2023 প্রিলিমিনারি পরীক্ষার তারিখ
নমস্কার বন্ধুরা,
আমরা সকলেই জানি যে গত ৭ই জুলাই ২০২৩ তারিখে ২০২২ WBCS মেন পরীক্ষা তারিখ নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে পাবলিক সার্ভিস কমিশন। যে বিজ্ঞপ্তিতে ২০২২ WBCS মেন পরীক্ষা তারিখের পাশাপাশি ২০২৩ WBCS প্রিলি পরীক্ষার তারিখ উল্লেখ করা হয়েছিল। 

WBPSC পক্ষ থেকে যে নোটিশটি ঘোষণা করা হয়েছিল সেই নোটিশটিতে WBCS Preliminary 2023  পরীক্ষার তারিখও ঘোষণা করা হয়েছিল চলতি বছরের ৫ই নভেম্বর ২০২৩ (রবিবার)। কিছু সেই বিজ্ঞপ্তি প্রকাশের ২ মাস পর অর্থাৎ গতকাল ৩রা অক্টোবর ২০২৩ তারিখে আবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে পাবলিক সার্ভিস কমিশন। যেখানে উল্লেখ করা হয় ৫ই নভেম্বর হচ্ছে না WBCS 2023 প্রিলিমিনারি পরীক্ষা। 


উক্ত নোটিশে পরীক্ষা বাতিলের কারণ এবং পরবর্তী তারিখ সম্পর্কিত কোন তথ্যের উল্লেখ করা হয়নি। কমিশনের এই পদক্ষেপ পরীক্ষার্থীদের অবাক করলেও অনেকটা মানসিক স্বস্তি এনে দিয়েছে। কেননা তাদের হাতে কিছুটা সময় থাকছে নিজেকে আরও সঠিক ভাবে প্রস্তুত করে তোলার জন্য। যদিও সেই স্বস্তি কত দিনের সেই রকম বলা যাচ্ছে না। তবুও তোমরা নিজেকে আরও সঠিক ভাবে প্রস্তুত করার জন্য কিছুটা সময় পাচ্ছো। 


অনুমান করা যাচ্ছে এই পরীক্ষা যদি কমিশন ডিসেম্বর অথবা জানুয়ারিতে নিতে পারে তাহলে এই পরীক্ষা অনেকটাই পিছিয়ে যাবে। কেননা গোটা ফেব্রুয়ারি মাসে রাজ্য জুরে অনুষ্ঠিত হবে ২০২৪ এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তারপরই মার্চ লোকসভা ভোট এই সব কারণ গুলির দিকে লক্ষ্য রেখে দেখে যাচ্ছে উক্ত পরীক্ষা অনেকটাই পেছতে পারে। এটা কোন অফিশাল তথ্য নয়, উক্ত পরীক্ষা কবে হবে অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথেই জানিয়ে দেওয়া হবে। ততদিন জোরকদমে প্রস্তুতি নিয়ে যাও। 
বাতিল হচ্ছে WBCS 2023 প্রিলিমিনারি পরীক্ষার তারিখ
বাতিল হচ্ছে WBCS 2023 প্রিলিমিনারি পরীক্ষার তারিখ

No comments:

Post a Comment