এশিয়ান গেমস 2023 সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF || Asian Games 2023 Questions Answered PDF
সুপ্রিয় বন্ধুরা,
আমরা আজকে তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি, এশিয়ান গেমস 2023 প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি নিয়ে। যে পোস্টটির মধ্যে আমরা এশিয়ান গেমস সহ এশিয়ান গেমস ২০২৩ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া আছে। যে প্রশ্ন গুলি তোমাদের আগত সকল পরীক্ষার এই টপিক থেকে আশা প্রশ্ন গুলির উত্তর দিতে সাহায্য করবে।
তাই তোমরা আর সময় নষ্ট না করে অবিলম্বে আমাদের দেওয়া প্রশ্ন গুলি খুব মনোযোগ সহকারে দেখে নাও এবং মুখস্ত করে নাও।
এশিয়ান গেমস 2023 প্রশ্ন উত্তর
❐ এশিয়ান গেমস ২০২৩ কত তম সংস্করণ ?
উত্তরঃ ১৯তম
❐ এশিয়ান গেমস ২০২৩ কোথায় অনুষ্ঠিত হয়েছে ?
উত্তরঃ চীনের হ্যাংজুতে
❐ এশিয়ান গেমস ২০২৩ এর ম্যাসকটের নাম কি ?
উত্তরঃ Chenchen, Congcong, Lianlian (Memories of Jiangnan).
❐ এশিয়ান গেমস ২০২৩ এর মোটো কি ?
উত্তরঃ Heart to Heart, @Future.
❐ এশিয়ান গেমস ২০২৩ এর উদ্বোধন কে করেন ?
উত্তরঃ শি জিনপিং (চীনের রাষ্ট্রপতি)
❐ এশিয়ান গেমস ২০২৩ এ মোট কতগুলি দেশ অংশগ্রহণ করেছিল ?
উত্তরঃ ৪৫টি
❐ ২০২৩ এশিয়ান গেমস কবে শুরু এবং শেষ হয় ?
উত্তরঃ ২৩শে সেপ্টেম্বর থেকে ৮ই অক্টোবর
❐ এশিয়ান গেমস ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা কে বহন করেছিলেন ?
উত্তরঃ ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং এবং বক্সার লভলিনা বোরগোহাইন
❐ এশিয়ান গেমস ২০২৩ এর সমাপনী অনুষ্ঠানে ভারতের পতাকা কে বহন করেছিলানে ?
উত্তরঃ ভারতীয় হকি দলের গোলরক্ষক পিআর শ্রীজেশ।
❐ এশিয়ান গেমস ২০২৩ এ কোন দেশ সর্বাধিক পদক জিতেছে ?
উত্তরঃ চীন
❐ এশিয়ান গেমস ২০২৩ এ চীনের পদক সংখ্যা কত ?
উত্তরঃ মোট ৩৮৩টি, (সনা-২০১টি, রুপ-১১১টি, এবং ব্রোঞ্জ-৭১টি)
❐ এশিয়ান গেমস ২০২৩ এ পদক তালিকায় প্রথম স্থান অর্জন করেছে কোন দেশ ?
উত্তরঃ চীন
❐ এশিয়ান গেমস ২০২৩ এ পদক তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে কোন দেশ ?
উত্তরঃ জাপান (মোট-১৮৮টি, সোনা-৫২টি, রুপো-৬৭টি, ব্রোঞ্জ- ৬৯টি)
❐ এশিয়ান গেমস ২০২৩ এ পদক তালিকায় প্রথম স্থান অর্জন করেছে কোন দেশ ?
উত্তরঃ দক্ষিণ কোরিয়া (মোট- ১৯০টি, সোনা- ৪২টি, রুপো-৫৯টি, ব্রোঞ্জ-৮৯টি)
❐ এশিয়ান গেমস ২০২৩ এ পদক তালিকায় ভারতের স্থান কত ?
উত্তরঃ চতুর্থ
❐ এশিয়ান গেমস ২০২৩ এ ভারত মোট কত গুলি পদক জিতেছে ?
উত্তরঃ ১০৭টি
❐ এশিয়ান গেমস ২০২৩ এ ভারত কত গুলি সোনার পদক জিতেছে ?
উত্তরঃ ২৮টি
❐ এশিয়ান গেমস ২০২৩ এ ভারত কত গুলি রুপোর পদক জিতেছে ?
উত্তরঃ ৩৮টি
❐ এশিয়ান গেমস ২০২৩ এ ভারত কত গুলি ব্রঞ্জের পদক জিতেছে ?
উত্তরঃ ৪১টি
❐ এশিয়ান গেমস ২০২৩ এ ভারত কোন খেলায় বেশি পদক জিতেছে ?
উত্তরঃ অ্যাথলেটিক্স
❐ ২০২৩ এশিয়ান গেমসে ভারত মোট কতগুলি ইভেন্টে অংশ নিয়েছে ?
উত্তরঃ ৪১ টি
❐ ২০২৩ এশিয়ান গেমসে ভারত থেকে কত জন প্রতিযোগী অংশ নিয়েছিল ?
উত্তরঃ ৬৬১ জন (পুরুষ-৩৩৫ জন এবং মহিলা-৩২৬ জন)
❐ ২০২৩ এশিয়ান গেমসে ভারত কত তম দিনে ১০০টি পদক জিতে ?
উত্তরঃ ১৩তম দিনে
❐ ২০২৩ এশিয়ান গেমসে পুরুষ প্রতিযোগীরা কত গুলি পদক জিতেছে ?
উত্তরঃ ৫২ টি (সোনা-১৫টি, রুপো-১৯টি এবং ব্রোঞ্জ-১৮টি)
❐ ২০২৩ এশিয়ান গেমসে মহিলা প্রতিযোগীরা কত গুলি পদক জিতেছে ?
উত্তরঃ ৪৬ টি (সোনা-০৯টি, রুপো-১৭টি এবং ব্রোঞ্জ-২০টি)
❐ ২০২৩ এশিয়ান গেমসে দল/টিম থেকে কত গুলি পদক জিতেছে ?
উত্তরঃ ৯ টি (সোনা-০৪টি, রুপো-০২টি এবং ব্রোঞ্জ-০৩টি)
❐ এশিয়ান গেমসের অন্য আর একটি নাম কি ?
উত্তরঃ এশিয়াড
❐ এশিয়ান গেমস কত বছর অন্তর অনুষ্ঠিত হয় ?
উত্তরঃ ৪ বছর
❐ প্রথম এশিয়ান গেমস কত সালে অনুষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৯৫১ সালে
❐ প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয় ?
উত্তরঃ নিউ দিল্লীতে
❐ ২০২৬ সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে ?
উত্তরঃ নায়োগা শহরে (জাপান)
❐ ভারতীয় হিসাবে এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক জয়ী কে ?
উত্তরঃ শচীন নাগ
❐ ভারতীয় হিসাবে এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক জয়ী মহিলা কে ?
উত্তরঃ কমলজিৎ সান্ধু
এশিয়ান গেমস 2023 প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক
File Details ::
File Name: এশিয়ান গেমস 2023 প্রশ্ন উত্তর
File Format: PDF
No. of Pages: 02
File Size: 231 KB
No comments:
Post a Comment