ভারতের বিভিন্ন রাজ্যের লোক সঙ্গীত তালিকা PDF || Folk Music of Different States of India
সুপ্রিয় বন্ধুরা,
তোমাদের সঙ্গে আজকে আমরা শেয়ার করছি ভারতের একটি খুবই উল্লেখযোগ্য টপিকের পোস্ট নিয়ে।জে পোস্টটি চাকরীর পরীক্ষার জন্য খুবই উপযোগী একটি পোস্ট। আমাদের আজকের পোস্টটি হল- ভারতের বিভিন্ন রাজ্যের লোক সঙ্গীত সমূহ। যে পোস্টটির মধ্যে খুব সুন্দর ভাবে রাজ্য অনুযায়ী লোক সঙ্গীতের নাম গুলি সাজিয়ে দেওয়া আছে।
তাই তোমরা আর দেরি না করে এই সমস্ত টপিক গুলি একটু একটু করে দেখে রাখতে পারো এবং নিজেকে সব রকম দিক থেকে প্রস্তুত করে তোল।
বিভিন্ন রাজ্যের লোক সঙ্গীত তালিকা
রাজ্য | লোক সঙ্গীত |
---|---|
পশ্চিমবঙ্গ | বাউল, গম্ভীরা, ভাটিয়ালি, ঝুমুর, আগমনী |
তামিলনাড়ু | নাটুপুরা পাদলগাল, কুম্মী পাটু |
উত্তরপ্রদেশ | রসিয়া, বিরহা, কাজারি, কাওয়ালী |
অন্ধ্রপ্রদেশ | মাদিগা দাপ্পু, অগ্গু কথা, সুভভি পাতালু |
আসাম | বিহু গান, কারবি, টিকির |
পাঞ্জাব | টপ্পা, ভাংরা, যুগনি |
জম্মু-কাশ্মির | সুরমা, হাফিজ নাগমা, চকরী |
গোয়া | বানভড়, ফুঘরী, মান্ড |
অরুনাচলপ্রদেশ | জা-জিন-জা, নিওগা, বারবি |
কর্নাটক | ভবগীতি, জনপদগিথি |
নাগাল্যান্ড | নিউলিউ, হেকাইলিউ |
সিকিম | ঘা তো কিতো, লু খাংথামো |
হিমাচলপ্রদেশ | ঝুরি, আইনচলিয়ান |
মহারাষ্ট্র | লাবনী, পোবারা |
বিহার | সোহার, সুমানগলি |
রাজস্থান | মান্ড, পানিহারি |
মধ্যপ্রদেশ | আলহা, পাই |
ঝাড়খন্ড | দমকাচ, ঝুমার |
উত্তরাখণ্ড | ঝোরা, থাদিয়া |
গুজরাট | ভজন, গর্বা |
ছত্তিশগড় | পান্ডবনী |
মনিপুর | খুবাকেশেই |
ভারতের বিভিন্ন রাজ্যের লোক সঙ্গীত তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: ভারতের বিভিন্ন রাজ্যের লোক সঙ্গীত
File Format: PDF
No. of Pages: 01
File Size: 145 KB
No comments:
Post a Comment