জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2023 PDF || National Film Awards 2023 PDF
নমস্কার বন্ধুরা,
আজকে আমরা শেয়ার করছি কারেন্ট অ্যাফেয়ার্স টপিকের দারুন গুরুত্বপূর্ণ পোস্টটি, যে পোস্টটি তোমাদের অবশ্যই দেখে রাখা দরকার। গতকাল অর্থাৎ ২৪শে আগস্ট বিকাল ৫ ঘটিকায় প্রকাশিত হয়েছে 69 তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2023 তাই আমরা আজকে সেই পুরস্কার প্রাপকদের নাম তালিকাটি PDF আকারে শেয়ার করছি।
অতএব তোমরা মনোযোগ সহকারে নীচে দেওয়া তালিকাটি খুব ভালোভাবে দেখে নাও এবং নিজেকে সঠিকভাবে এই সমস্থ জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স বিষয় গুলি সম্পর্কে অবগত রাখো।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2023 তালিকা
বিভাগ | পুরস্কার প্রাপক |
---|---|
সেরা ফিচার ফিল্ম | রকেট্রি : দ্য নম্বি ইফেক্ট |
সেরা পরিচালক | নিখিল মহাজন (গোদাবরী) |
সেরা জনপ্রিয় ফিল্ম | RRR |
সেরা শিশু চলচ্চিত্র | গান্ধী অ্যান্ড কো |
সামাজিক ইস্যুতে সেরা চলচ্চিত্র | অনুনাদ |
সেরা অভিনেতা | আল্লু অর্জুন (পুষ্পা) |
সেরা অভিনেত্রী | আলিয়া ভাট (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি) কৃতি স্যানন (মিমি) |
সেরা সহ-অভিনেতা | পঙ্কজ ত্রিপাঠি (মিমি) |
সেরা সহ-অভিনেত্রী | পল্লবী যোশী (দ্য কাশ্মীর ফাইলস) |
সেরা শিশু শিল্পী | ভাবিন রাবারী (চেল্লো শো) |
বেস্ট স্ক্রিনপ্লে (অরিজিনাল) | শাহি কবীর (নায়ট্টু) |
বেস্ট স্ক্রিনপ্লে (অ্যাডাপ্টেড) | সঞ্জয় লীলা বানসালি ও উৎকর্ষিণী বশিষ্ট (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি) |
বেস্ট সিনেমাটোগ্র্যাফি | অভীক মুখোপাধ্যায় (সর্দার উধম) |
বেস্ট এডিটিং | সঞ্জয় লীলা বানসালি (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি) |
বেস্ট লিরিক্স | চন্দ্রবোস (ধাম ধাম ধাম - কোন্ডা পলাম) |
সেরা প্লেব্যাক গায়ক | কালা ভৈরব (কমুরাম ভিমোড়ু – RRR) |
সেরা প্লেব্যাক গায়িকা | শ্রেয়া ঘোষাল (মায়াভা ছায়াভা - ইরাভিন নিজ়হাল) |
সঙ্গীত পরিচালক | দেবী শ্রী প্রসাদ (পুষ্পা) |
সেরা সঙ্গীত পরিচালনা | এমএম কীরাবাণী (RRR) |
বেস্ট কোরিওগ্র্যাফি | প্রেম রক্ষিত (RRR) |
সেরা অসমীয়া চলচ্চিত্র | অণুর |
সেরা বাংলা চলচ্চিত্র | কালকক্ষ |
সেরা হিন্দি চলচ্চিত্র | সর্দার উধম |
সেরা কন্নড় চলচ্চিত্র | ৭৭৭ চার্লি |
সেরা মালায়ালম চলচ্চিত্র | হোম |
সেরা তেলেগু চলচ্চিত্র | উপেন্না |
সেরা তামিল চলচ্চিত্র | কাদাইসি বিভাসায়ি |
সেরা মারাঠি চলচ্চিত্র | একদা কে জালা |
সেরা গুজরাটি চলচ্চিত্র | চেল্লো শো |
বেস্ট নন-ফিচার ফিল্ম | এক থা গাঁও |
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details ::
File Name: জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2023
File Format: PDF
No. of Pages: 02
File Size: 191 KB
No comments:
Post a Comment