Breaking




Sunday 23 July 2023

ব্রিটিশ ভারতের বিভিন্ন আইন সমূহ - সাল || গভর্নর জেনারেল

ব্রিটিশ ভারতের বিভিন্ন আইন সমূহ - সাল || গভর্নর জেনারেল

ব্রিটিশ ভারতের বিভিন্ন আইন সমূহ
ব্রিটিশ ভারতের বিভিন্ন আইন সমূহ
নমস্কার বন্ধুরা, 
তোমাদের জন্য আজকে আমরা ইতিহাস বিষয়ের দারুন গুরুত্বপূর্ণ একটি পোস্ট শেয়ার করছি। যে পোস্টটি তোমাদের আগত সমস্থ চাকরীর পরীক্ষা গুলির জন্য দারুন ভাবে কাজে আসবে। কারন আমরা লক্ষ্য করেছি যে, প্রায় পরীক্ষা গুলিতে এই টপিকটি থেকে প্রশ্ন আশে। তাই তোমাদের কাজ হবে এই টপিকটি খুব ভালোভাবে প্র্যাকটিস করে নেওয়া। 
আমাদের আজকের সেই দারুন গুরুত্বপূর্ণ পোস্টটি হল, ব্রিটিশ ভারতের বিভিন্ন আইন সমূহ PDF- যে পোস্টটির মধ্যে থাকছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেমন- সেই আইনটি কত সালে এবং সেই সময় গভর্নর জেনারেল কে ছিলেন। তাই তোমরা খুব তাড়াতাড়ি মনোযোগ সহকারে দেখে নাও এবং নিজেকে সঠিক ভাবে প্রস্তুত করে তোল। 

ব্রিটিশ ভারতের বিভিন্ন আইন তালিকা

আইন সাল গভর্নর জেনারেল
পাঁচশালা বন্দোবস্ত ১৭৭২ ওয়ারেন হেস্টিংস
রেগুলেটিং অ্যাক্ট ১৭৭৩ ওয়ারেন হেস্টিংস
পিটের ভারত শাসন আইন ১৭৮৪ উইলিয়ম পিট
দশশালা বন্দোবস্ত ১৭৯০ লর্ড কর্ণওয়ালিশ
চিরস্থায়ী বন্দোবস্ত (বাংলা) ১৭৯৩ লর্ড কর্ণওয়ালিশ
অধীনতামূলক মিত্রতা নীতি ১৭৯৮ লর্ড ওয়েলেসলি
সতীদাহ নিবারণ আইন ১৮২৯ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
স্বত্ব বিলোপনীতি ১৮৪৮ লর্ড ডালহৌসী
উডের শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন ১৮৫৪ লর্ড ডালহৌসী
বিধবা বিবাহ আইন ১৮৫৬ লর্ড ক্যানিং
মহারানীর ঘোষণাপত্র ১৮৫৮ লর্ড ক্যানিং
ভারত-শাসন আইন ১৮৫৮ লর্ড ক্যানিং
ইন্ডিয়ান পেনাল কোড ১৮৫৮ লর্ড ক্যানিং
নাট্যাভিনয় নিয়ন্ত্রন আইন ১৮৭৬ লর্ড লিটন
ভার্নাকুলার প্রেস অ্যাক্ট মাতৃভাষায় সংবাদপত্র আইন ১৮৭৮ লর্ড লিটন
আর্মস (অস্ত্র) অ্যাক্ট ১৮৭৮ লর্ড লিটন
ইলবার্ট বিল ১৮৮৩ লর্ড রিপন
সংবাদপত্র আইন ১৯০৮ লর্ড মিন্টো
ইন্ডিয়ান প্রেস অ্যাক্ট ১৯১০ লর্ড হার্ডিঞ্জ
ভারত রক্ষা আইন ১৯১৫ লর্ড হার্ডিঞ্জ
রাওলাট অ্যাক্ট ১৯১৯ লর্ড চেমসফোর্ড
ভারত সরকার আই (মন্টেগু-চেমসফোর্ড সংস্কার) ১৯১৯ লর্ড আরউইন
সাইমন কমিশন ১৯১৯ লর্ড আরউইন
সাম্প্রদায়িক বাঁটোয়ারা ১৯৩২ লর্ড উইলিংডন
ভারত শাসন আইন ১৯৩৫ লর্ড উইলিংডন
ক্রিপস মিশন ১৯৪২ লর্ড লিনলিথগো
ওয়াভেল পরিকল্পনা ১৯৪৫ লর্ড ওয়াভেল
ক্যাবিনেট মিশন ১৯৪৬ লর্ড ওয়াভেল
ভারতের স্বাধীনতা আইন ১৯৪৭ লর্ড মাউন্টব্যাটেন

ব্রিটিশ ভারতের বিভিন্ন আইন সমূহ PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন

File Details :: 

File Name: ব্রিটিশ ভারতের বিভিন্ন আইন সমূহ

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  170 KB   


No comments:

Post a Comment