Food SI GK Practice Set PDF || ফুড সাব ইন্সপেক্টর জিকে প্র্যাকটিস সেট
ডিয়ার ফুড পরীক্ষার্থী,
তোমাদের জন্য আজকে আমরা নিয়ে হাজির হয়েছি দারুন গুরুত্বপূর্ণ কিছু জিকে প্রশ্ন দিয়ে বানানো WBPSC Food SI GK Practice Set PDF এই পোস্টটি। যে পোস্টটির মধ্যে যে সমস্থ প্রশ্ন গুলি দেওয়া আছে, সেই প্রশ্ন গুলি তোমাদের উক্ত পরীক্ষা গুলির জন্য দারুন ভাবে কাজে আসবে, কেনোনা আমাদের আজকের প্রশ্ন জিকে বিষয়ের সেই সমস্থ প্রশ্ন যে প্রশ্ন গুলি প্রতিটি পরীক্ষায় আসে। আমরা সেই সমস্থ প্রশ্ন গুলি বেছে নিয়ে আজকে তোমাদের ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য নিয়ে হাজির হয়েছি।
তাই আমরা আশাকরবো তোমরা কোনো রকম সময় নষ্ট না করে অবিলম্বে নীচের প্রশ্ন গুলি প্র্যাকটিস করবে এবং অবশ্যই PDF সংগ্রহ করে রাখবে।
বিঃ দ্রঃ- তোমরা যদি আমাদের নতুন হয়ে থাকো অবশ্যই পোস্টের উপরে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে জনেয় হয়ে যাও এবং যারা আমাদের প্রতিদিনের ভিজিটার তোমরা অবশ্যই এই পোস্টটি প্রচুর পরিমানে শেয়ার করে দাও।
ফুড সাব ইন্সপেক্টর জিকে প্র্যাকটিস সেট প্রশ্ন উত্তর
০১. ঝাঁসির রাণী লক্ষ্মীবাঈ এর আসল নাম কি ছিল ?
(A) জীজাবাঈ
(B) মণিকর্ণিকা
(C) রাজ্যশ্রী
(D) রাজলক্ষ্মী
০২. পৃথিবী পৃষ্ঠে কোনো গতিশীল বস্তু সাধারণত নিজে নিজেই স্থিতিশীল হয়ে যায় কী কারণে ?
(A) অভিকর্ষ
(B) ঘর্ষণ শক্তি
(C) জাড্য সূত্র
(D) ভরবেগের নিত্যতা
০৩. A.C কারেন্ট D.C তে রূপান্তরিত করে-
(A) ডায়নামো
(B) রেক্টিফায়ার
(C) ট্রান্সফরমার
(D) মোটর
০৪. বিশ্বের সবচেয়ে উষ্ণতম স্থানের নাম কি ?
(A) ভস্টক
(B) কায়রো
(C) জয়শালমীর
(D) আল অজিরিয়া
০৫. কে প্রস্তাবনা কে 'Political Horoscope' বলে মন্তব্য করেছেন ?
(A) কে সি হোয়ার
(B) কে এম মুন্সী
(C) আরনেস্ট বারকার
(D) বি আর আম্বেদকর
০৬. প্রাচীন ভারতে কাকে নীতিশাস্ত্রে প্রধান পন্ডিত হিসাবে মান্য করা হয়েছে ?
(A) পানিনি
(B) কৌটিল্য
(C) মনু
(D) পতঞ্জলি
০৭. সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে তাপমাত্রার একক সমান হয়-
(A) 32°C
(B) 0°C
(C) 40°C
(D) -40°C
০৮. ক্যাথোড রে কে আবিষ্কার করেছিলেন ?
(A) জে জে টমসন
(B) লর্ড কেলভিন
(C) রাদারফোর্ড
(D) রনজেন
০৯. সম্পূর্ণ গ্রামীন রোজগার যোজনা কবে চালু হয় ?
(A) ২০০০ সালে
(B) ১৯৯৯ সালে
(C) ২০০৫ সালে
(D) ২০০১ সালে
১০. বন্দেমাতরম গানটিতে কে প্রথম সুর দিয়ে ছিলেন ?
(A) নজরুল ইসলাম
(B) অতুল প্রসাদ
(C) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(D) রবীন্দ্রনাথ ঠাকুর
১১. পশ্চিমবঙ্গের শুশুনিয়া কী জাতীয় পাহাড় ?
(A) স্তূপ
(B) ভঙ্গিল
(C) ক্ষয়জাত
(D) সঞ্চয়জাত
১২. কোন মহাদেশের উচ্চতম শৃঙ্গের নাম কিলিমাঞ্জারো ?
(A) দক্ষিণ আমেরিকা
(B) উত্তর আমেরিকা
(C) অস্ট্রেলিয়া
(D) আফ্রিকা
১৩. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
(A) আনাইমুদি
(B) কলসুবাই
(C) মহেন্দ্রগিরি
(D) দোদাবেতা
১৪. কোন নদী ‘দক্ষিনের গঙ্গা' নামে পরিচিত ?
(A) ভাগীরথী
(B) মহানদী
(C) নর্মদা
(D) কৃষ্ণা
১৫. পেশোয়া কথাটির অর্থ কি ?
(A) মোঘল সৈন্যদলের সেনাপতি
(B) শিবাজীর সৈন্যদের সেনাপতি
(C) মারাঠা সম্রাট
(D) মারাঠা সাম্রাজ্যের প্রধানমন্ত্রী
১৬. ভারতের বৃহত্তম নদী গঠিত দ্বীপের নাম কি ?
(A) সুন্দরবন
(B) পূর্বাশা
(C) মাজুলী
(D) কোনোটাই নয়
১৭. 60°C তাপমাত্রা নীচের কোনটির সমতুল্য ?
(A) -140°F
(B) 140°F
(C) -120°F
(D) 240°F
১৮. ধুয়াধার জলপ্রপাত কোন নদীর গতিপথে দেখা যায় ?
(A) মন্দাকিনী
(B) সরাবতী
(C) ব্ৰহ্মপুত্র
(D) নর্মদা
১৯. বায়ুমণ্ডলের যে বিরলতম নিষ্ক্রিয় গ্যাসটি সর্বাধিক তা হল-
(A) হিলিয়াম
(B) রেডন
(C) আর্গন
(D) নিয়ন
২০. মস্তিষ্কের গহ্বরের তরল পদার্থটির নাম কী ?
(A) CSM
(B) GTH
(C) CSF
(D) CJN
২১. ভারতের একটি অন্তরবাহিনী নদীর নাম কি ?
(A) লুনী
(B) গোমতী
(C) মন্দাকিনী
(D) সবরমতী
২২. জন্মের সাথে শিশুর স্তন্যপানের ইচ্ছা কোন ধরনের প্রতিবর্ত ?
(A) জটিল প্রতিবর্ত
(B) সহজাত প্রতিবর্ত
(C) অভ্যাসমূলক প্রতিবর্ত
(D) কোনোটাই নয়
২৩. ভারতীয় সংবিধানের 5 থেকে 11 অনুচ্ছেদে কোন বিষয়টি ব্যাখ্যা রয়েছে ?
(A) রাজ্যের সীমানা পরিবর্তন
(B) মৌলিক অধিকার
(C) নাগরিকত্ব
(D) মৌলিক কৰ্তব্য
২৪. যেসব পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন তাদের কি বলা হয় ?
(A) আইসোমেয়ার
(B) আইসোবার
(C) আইসোটোন
(D) আইসোটোপ
২৫. নিম্নোক্ত দের মধ্যে কোন দুটি গ্যাসকে নোবেল গ্যাস বলা হয় ?
(A) হাইড্রোজেন ও নিয়ন
(B) অক্সিজেন ও হাইড্রোজেন
(C) আর্গন ও নিয়ন
(D) অক্সিজেন ও আর্গন
২৬. নদীগুলির মধ্যে কোন নদীর মোহনায় ব-দ্বীপ আছে ?
(A) মহানদী
(B) সবরমতী
(C) নর্মদা
(D) তাপ্তি
২৭. অ্যামিবার গমন অঙ্গ কোনটি ?
(A) সিটা
(B) মাংসল পদ
(C) ক্ষনপদ
(D) নালিকাপদ
২৮. কোন নদীর তীরে মস্কো শহর অবস্থিত ?
(A) ভলগা
(B) দানিয়ুব
(C) মস্কোভা
(D) কাইরো
২৯. রাজতরঙ্গিনী' গ্রন্থটিতে কোন রাজবংশের ইতিহাস লিখিত রয়েছে ?
(A) শুঙ্গ বংশ
(B) মৌর্য বংশ
(C) গুপ্ত বংশ
(D) কাশ্মীরের রাজাদের
৩০. পালঘাট গিরিপথ কোন পর্বতমালায় অবস্থিত ?
(A) পূর্বঘাট
(B) পশ্চিমঘাট
(C) হিমাদ্রি হিমালয়
(D) পীরপাঞ্জাল পর্বতশ্রেণী
৩১. হাইড্রোজেন বোমা কোন নীতির উপর নির্ভর করে তৈরি হয় ?
(A) নিউক্লিয়ার ফিউশন
(B) নিউক্লিয়ার ফিশন
(C) নিউক্লিয়ার এক্সপ্লোনেসান
(D) কোনোটাই নয়
৩২. ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি ?
(A) গঙ্গোত্রী
(B) সিয়াচেন
(C) হিসপার
(D) কোনোটাই নয়
৩৩. কোন বায়ুমণ্ডলীয় স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ?
(A) স্ট্রাটোস্ফিয়ার
(B) এক্সোস্ফিয়ার
(C) ট্রপোস্ফিয়ার
(D) আয়নোস্ফিয়ার
৩৪. নীচের কোনটি দীর্ঘতম নদী ?
(A) আমাজন
(B) মহানদী
(C) নীলনদ
(D) গঙ্গা
৩৫. ইম্পেরিয়াল ব্যাঙ্ক ভারতে কবে প্রতিষ্ঠিত হয়েছিল ?
(A) ১৯৫১ সালে
(B) ১৯৪১ সালে
(C) ১৯২৫ সালে
(D) ১৯২১ সালে
৩৬. কত সালে প্রতিষ্ঠিত হয় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ?
(A) ১৯২০ সালে
(B) ১৯২২ সালে
(C) ১৯২৫ সালে
(D) ১৯২৭ সালে
৩৭. কে মন্তব্য করেছিলেন যে প্রস্তাবনা হল সংবিধানে প্রবেশের চাবিকাঠি ?
(A) অস্টিন
(B) কে সি হোয়ার
(C) বি আর আম্বেদকর
(D) আরনেস্ট বারকার
৩৮. বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ হলো-
(A) তীর্যক
(B) অনুদৈর্ঘ্য
(C) তড়িৎ চুম্বকীয়
(D) সমবর্তন
৩৯. বর্তমানে হিমালয় পর্বতশ্রেণী যে অঞ্চলে বিস্তৃত আছে, এক সময়ে সেখানে কি ছিল ?
(A) আঙ্গারাল্যান্ড
(B) টেথিস সাগর
(C) লরেসিয়াল্যান্ড
(D) গন্ডোয়ানাল্যান্ড
৪০. একটি ঘড়ির স্প্রিং গোটালে কি ধরনের শক্তি সঞ্চিত থাকে ?
(A) স্থিতিশক্তি
(B) গতিশক্তি
(C) চুম্বকশক্তি
(D) তড়িৎশক্তি
৪১. কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল ?
(A) 1973 সালে
(B) 1972 সালে
(C) 1975 সালে
(D) 1979 সালে
৪২. একটি পেন্ডুলাম ঘড়িকে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুতে নিয়ে গেলে কি হবে ?
(A) থেমে যাবে
(B) দ্রুত চলবে
(C) ধীরে চলবে
(D) একই সময় দেখাবে
৪৩. পৃথিবীর শীতলতম স্থানের নাম কি ?
(A) ভস্টক
(B) লাদাখ
(C) গ্রীনল্যান্ড
(D) ভারখয়ানস্ক
৪৪. জার্মেনিয়াম ও সিলিকন কে বলা হয়-
(A) পরিবাহী
(B) অপরিবাহী
(C) অর্ধপরিবাহী
(D) ধাতু
৪৫. ভারতীয় সংবিধানের কোন অংশটি সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে ?
(A) মৌলিক কর্তব্য
(B) প্রস্তাবনা
(C) মৌলিক অধিকার
(D) রাষ্ট্রের নির্দেশমূলক নীতি
ফুড সাব ইন্সপেক্টর GK প্র্যাকটিস সেট PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details ::
File Name: ফুড সাব ইন্সপেক্টর জিকে প্র্যাকটিস সেট
File Format: PDF
No. of Pages: 07
File Size: 314 KB
No comments:
Post a Comment