Breaking




Tuesday, 4 July 2023

গ্র্যাজুয়েশন পাশে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগ, ১০০০টি শূন্যপদ

গ্র্যাজুয়েশন পাশে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগ, ১০০০টি শূন্যপদ

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি 
সুপ্রিয় বন্ধুরা,
আজকে তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি একটি বেসরকারি চাকরীর খবর নিয়ে। যে খবরটি আশা করছি তোমাদের কাজে আসতে পারে। আমাদের আজকের খবরটি হল, প্রচুর শূন্যপদে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি এই পোস্টটি। আমরা এখন নীচে একটি প্রতিবেদন তোমাদের সঙ্গে শেয়ার করছি যে প্রতিবেদনটিতে এই বিজ্ঞপ্তিতে আবেদনের সমস্থ তথ্য গুলি সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। 
তাই তোমরা সময় নষ্ট না করে অবিলম্বে মনোযোগ সহকের দেখে নাও এই বিজ্ঞপ্তিটির সমস্থ তথ্য গুলি এবং যদি আগ্রহী থাকো অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে দেবে। 

পদের নাম ➥ Manager Scale II (Mainstream)

মোট শূন্যপদ ➥ ১০০০ টি

শূন্যপদের বিন্যাসGEN-৪০৫টি,SC- ১৫০টি,ST- ৭৫টি,OBC- ২৭০টি,EWS- ১০০ টি

শিক্ষাগত যোগ্যতা ➥ এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

মাসিক বেতন ➥ ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা

বয়সসীমা ➥ প্রার্থীর বয়স ৩১শে মে ২০২৩ তারিখের মধ্যে ৩২ বছরের মধ্যে হতে হবে। 

আবেদন পদ্ধতি ➥ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 

নিয়োগ পদ্ধতি ➥ প্রার্থীদের অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন মূল্য ➥ 
GEN,OBC,EWS প্রার্থীদের জন্য ৮৫০ টাকা
SC,ST,PWD & Woman প্রার্থীদের জন্য ১৭৫ টাকা
(নির্ধারিত আবেদন মূল্যের উপর ১৮% GST ধার্য করা হয়েছে।)

গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু ১লা জুলাই ২০২৩
আবেদন শেষ ১৫ই জুলাই ২০২৩

▦ গুরুত্বপূর্ণ লিংক  

অফিশিয়াল নোটিফিকেশন Download Now
আবেদন করার লিংক Click Here

No comments:

Post a Comment