Breaking




Monday, 10 July 2023

উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশনে লাগছে আধার কার্ড, বাধ্যতামূলক করল উচ্চশিক্ষা দফতর

উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশনে লাগছে আধার কার্ড, বাধ্যতামূলক করল উচ্চশিক্ষা দফতর

উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশনে লাগছে আধার কার্ড
উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশনে লাগছে আধার কার্ড
ডিয়ার HS ছাত্রছাত্রী,
উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশনে বাধ্যতামূলক হচ্ছে আধার নম্বর,আমনি বিজ্ঞপ্তি জারি উচ্চশিক্ষা দফতরের পক্ষ থেকে। গত ৫ই জুলাই ২০২৩ বুধবার বিজ্ঞপ্তি ঘোষণা করে পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা দফতর। যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আধার নম্বর ছাড়া দেওয়া যাবে না উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আগামী শিক্ষাবর্ষ থেকেই এই নতুন নিয়ম কার্যকর করতে চলেছে শিক্ষা দফতর। শিক্ষাক্ষেত্র থেকে চাকরি সর্বত্রই এখন প্রয়োজন আধার কার্ড। নাগরিকদের প্রধান পরিচয়পত্রের তালিকায় এখন আধার কার্ড এক ও অন্যতম। সেই দিকটা লক্ষ্য রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে উচ্চ শিক্ষা দফতর।

২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে এই নিয়ম চালু করা হচ্ছে অর্থাৎ যারা ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরও আধার কার্ড লাগবে। অনলাইনে এই আধার নম্বর আপডেট করা যাবে। ছাত্রছাত্রীরা সংসদের পোর্টালে গিয়ে আগামী ১৬ই অগাস্ট থেকে ১০ই নভেম্বর-এর মধ্যে আধার নম্বর আপডেট করতে পারবে।
আর যারা ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী অর্থাৎ ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের আধার নম্বর আপডেট করতে হবে ১৬ই অগস্ট থেকে ৩১শে অক্টোবরের মধ্যে।

যদি কোনও ছাত্রছাত্রী নোটিশে উল্লেখিত তারিখের মধ্যে রেজিস্ট্রেশন না করে সে ক্ষেত্রে ৩রা নভেম্বর থেকে ১০ই নভেম্বরের মধ্যে জরিমানা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। 

সংসদ স্পষ্ট জানিয়েছে, কোনও পরীক্ষার্থী যদি রেজিস্ট্রেশনের সময় আধার নম্বর না দেন, তা হলে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সমস্যা হতে পারে, এমনকি পরীক্ষায় বসার সুযোগ নাও মিলতে পারে। তাই যাতে ছাত্রছাত্রীরা এ বিষয়ে অবগত হতে পারে, সেই জন্য বিজ্ঞপ্তিটি এতো আগে থেকে জারি করা হয়েছে।
অতএব উচ্চ শিক্ষা দপ্তরের পরামর্শ অনুযায়ী, দ্রুততার সঙ্গে উল্লেখিত সময়ের মধ্যে তোমরা নির্দিষ্ট নিয়ম মেনে আধার নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নেবে।
অফিশিয়াল নোটিশ
অফিশিয়াল নোটিশ
বিঃ দ্রঃ- এই পোস্টটি তোমরা তোমাদের বন্ধু-বান্ধবী, ভাই-বোন সবাকি প্রচুর পরিমানে শেয়ার করে জানিয়ে দাও। 

No comments:

Post a Comment