বন সহায়ক ইন্টারভিউ প্রশ্ন ও উত্তর PDF || Bana Sahayak Interview Question Answers PDF
নমস্কার বন্ধুরা,
বন সহায়ক ইন্টারভিউর কথা মাথায় রেখে আমরা তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি এই ইন্টারভিউ উপযোগী কিছু প্রশ্ন উত্তর নিয়ে। যে প্রশ্ন গুলি তোমরা এই পরীক্ষার জন্য দারুন ভাবে কাজে আসবে বলে আশা করছি। কেনোনা আমরা আজকে যে প্রশ্ন গুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই প্রশ্ন গুলি আমাদের কয়েকটি অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর দারা বেছে বেছে নেওয়া।
তাই তোমরা আর দেরি না করে অবিলম্বে প্রশ্ন গুলি খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখে নাও এবং যদি প্রশ্ন গুলি ভাললেগে থাকে অবশ্যই প্রচুর পরিমানে শেয়ার করবে।
বন সহায়ক ইন্টারভিউ প্রশ্ন ও উত্তর
০১. কাবিনি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত ?
Ans :- কর্ণাটক
০২. তামার সাথে কি মেশালে পিতল পাওয়া যায় ?
Ans :- দস্তা
০৩. কয়েকটি অর্থকরী ফসলের নাম হল-
Ans :- তুলা,রেশম,পাট প্রভৃতি
০৪. পশ্চিমবঙ্গে কোন ধরণের মৃত্তিকা দেখা যায় ?
Ans :- পডজল, পলি মৃত্তিকা ধরনের
০৫. কয়েকটি বাগিচা ফসলের উদারহন হল-
Ans :- চা,কফি,রবার প্রভৃতি
০৬. ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ টি হলো ?
Ans :- শাল
০৭. সেন্ট্রাল বি রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
Ans :- পুনে
০৮. পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত ?
Ans :- মধ্যপ্রদেশ
০৯. কাজিরাঙা জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত ?
Ans :- অসম
১০. সমুদ্রের জলে উপস্থিত প্রধান লবণ টি কি ?
Ans :- সোডিয়াম ক্লোরাইড
১১. গ্রেট সল্ট লেক কোন দেশে অবস্থিত ?
Ans :- মার্কিন যুক্তরাষ্ট্র
১২. কসারগড় কফি গবেষণা কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?
Ans :- কেরালা
১৩. ভারত কোন কোন দেশে কয়লা রপ্তানি করে ?
Ans :- বাংলাদেশ,নেপাল,মায়ানমার
১৪. বাবলা কোন প্রকৃতির উদ্ভিদ ?
Ans :- ক্রান্তীয় মরু ও গুল্মজাতীয় উদ্ভিদ
১৫. কাস্পিয়ান হ্রদ এর বিস্তৃতি রয়েছে কোন কোন দেশ গুলিতে ?
Ans :- কাজাখস্তান,ইরান,রাশিয়া
১৬. বিশ্বে অরণ্য ভূমির নিরিখে প্রথম স্থানে রয়েছে কোন দেশ ?
Ans :- রাশিয়া
১৭. ক্রান্তীয় চিরসবুজ অরণ্য অঞ্চলের বৃষ্টিপাতের পরিমান প্রায় কত ?
Ans :- 200 সেমির অধিক
১৮. কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কে কোন সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয় ?
Ans :- 2016 সালে
১৯. পেট্রোলিয়াম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য ?
Ans :- রাজস্থান
২০. সরহিন্দ ক্যানাল কোন নদীর উপর অবস্থিত ?
Ans :- শতদ্রু নদী
২১. পিচাভরম ম্যানগ্রোভ অরণ্য কোন রাজ্যে অবস্থিত ?
Ans :- তামিলনাড়ু
২২. যদি পৃথিবীতে কোনো বায়ুমন্ডল না থাকত তবে, পৃথিবীর আবহাওয়া হত-
Ans :- খুব ঠান্ডা
২৩. ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
Ans :- দেরাদুন
২৪. রত্নগিরি অরণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans :- মহারাষ্ট্র
২৫. সর্বাধিক বনভূমি দেখা যায় নিম্নের কোন রাজ্যে ?
Ans :- মধ্যপ্রদেশ
২৬. শিযাচলম বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত ?
Ans :- অন্ধ্রপ্রদেশ
২৭. আন্নমালাই জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
Ans :- তামিলনাড়ু
২৮. ভারতের কোন কোন রাজ্যে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় ?
Ans :- পশ্চিমবঙ্গ,গুজরাট,অন্ধ্রপ্রদেশ প্রভৃতি
২৯. হেমিস জাতীয় উদ্যান কোন প্রজাতির প্রাণীর জন্য অধিক বিখ্যাত ?
Ans :- তুষার চিতা
৩০. পৃথিবীর সমান মেঘ বিশিষ্ট অঞ্চলগুলিকে সংযোগকারী রেখাকে কি বলে ?
Ans :- আইসোহেপ
৩১. সিল্ক কীটের চাষ ও তার থেকে সিল্ক উৎপাদন কে কি বলা হয় ?
Ans :- সেরিকালচার
৩২. সেন্টার ফর ফরেস্ট প্রোডাক্টিভিটি কোথায় অবস্থিত ?
Ans :- রাঁচি
৩৩. সুন্দরবন কে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় কোন সালে ?
Ans :- 1987 সালে
৩৪. নীল বিপ্লব কীসের সাথে সম্পর্কিত ?
Ans :- মৎস্য
৩৫. সেচযোগ্য জমির পরিমান কোন রাজ্যে সবচেয়ে বেশি অবস্থিত ?
Ans :- উত্তর প্রদেশ
৩৬. ভারতে কয়লা উত্তোলনে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য ?
Ans :- ঝাড়খন্ড
৩৭. ভারতের বিসমার্ক কাকে বলা হয় ?
Ans :- বল্লভ ভাই প্যাটেল
৩৮. পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্প হলো ?
Ans :- পাট শিল্প
৩৯. ভিটামিন E এর রাসায়নিক নাম কি ?
Ans :- টোকোফেরল
৪০. বায়োগ্যাসের প্রধান উপাদান কি ?
Ans :- মিথেন এবং কার্বন ডাই অক্সাইড
৪১. কোন তাপমাত্রায় সালোক সংশ্লেষ সবথেকে ভালো হয় ?
Ans :- 35℃
৪২. কোন আন্দোলনের পর মহাত্মা গান্ধী জাতীয় নেতা হিসেবে স্বীকৃতি পায় ?
Ans :- অসহযোগ আন্দোলন
৪৩. প্রাকৃতিক রবার কে শক্ত করতে কি মেশানো হয় ?
Ans :- সালফার
৪৪. সবচেয়ে বেশি ভিটামিন C সমৃদ্ধ ফল কোনটি ?
Ans :- কমলালেবু
৪৫. সত্যজিৎ রায় কবে দাদা সাহেব ফালকে পুরস্কার পান ?
Ans :- 1984 সালে
৪৬. চা উৎপাদনে ভারতের কোন রাজ্য শীর্ষে ?
Ans :- আসাম
৪৭. কয়টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় ?
Ans :- 6 টি
৪৮. কেন্দ্রীয় আখ গবেষণাগার কোথায় অবস্থিত ?
Ans :- লাখনৌ
৪৯. কোরবা তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ?
Ans :- ছত্তিশগড়
৫০. সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কার রচনা ?
Ans :- আর্যভট্ট
বন সহায়ক ইন্টারভিউ জিকে প্রশ্ন ও উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো
File Details ::
File Name: বন সহায়ক ইন্টারভিউ জিকে প্রশ্ন ও উত্তর
File Format: PDF
No. of Pages: 04
File Size: 251 KB
No comments:
Post a Comment