Breaking




Friday, 26 May 2023

বন সহায়ক ইন্টারভিউ জিকে প্রশ্ন উত্তর PDF || Bana Sahayak GK Question Answers PDF

বন সহায়ক ইন্টারভিউ জিকে প্রশ্ন উত্তর PDF || Bana Sahayak GK Question Answers PDF

বন সহায়ক ইন্টারভিউ জিকে প্রশ্ন উত্তর PDF
বন সহায়ক ইন্টারভিউ জিকে প্রশ্ন উত্তর PDF
নমস্কার বন্ধুরা,
তোমরা যারা পশ্চিমবঙ্গ বন দপ্তর পদের জন্য আবেদন করেছো বা করবে আজকের পোস্টটি কেবলমাত্র তোমাদের জন্য। আমরা আজকে নিয়ে হাজির হয়েছি, বন সহায়ক ইন্টারভিউ জিকে প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি নিয়ে। যে পোস্টটির মধ্যে আমরা শেয়ার করছি এই পরীক্ষার ইন্টারভিউ স্পেশাল কিছু জিকে প্রশ্ন উত্তর, যে প্রশ্ন গুলি এই পরীক্ষার ইন্টারভিউর জন্য দারুন ভাবে কাজে আসবে আর তোমরা ভালোভাবেই জানো যে এই পরীক্ষাটি যেহেতু ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে সেহেতু এই পরীক্ষার প্রস্তুতির জন্য জিকে বিষয়টিকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। 
তাই তোমরা আর দেরি না করে অবিলম্বে নীচে দেওয়া প্রশ্ন গুলি মনোযোগ সহকারে মুখস্থ করে নাও এবং যদি প্রশ্ন গুলি ভালো লেগে থাকে অবশ্যই PDF-টি সংগ্রহ করে রাখবে, যাতে পরবর্তী সময়ে অফলাইনে পড়তে পারো। 

বন সহায়ক ইন্টারভিউ জিকে প্রশ্ন উত্তর

০১. কত সালে অলিম্পিক গেমসে ক্রিকেট খেলা কে অন্তর্ভুক্ত করা হবে বলে ঠিক করা হয়েছে ?
Ans :- 2028

০২. প্রাণীদেহের দীর্ঘতম কোশ কোনটি - ?
Ans :- স্নায়ু কোশ

০৩. India Of My Dreams - গ্রন্থটির প্রণেতা কে ?
Ans :- এম কে গান্ধী

০৪. আইন-ই-আকবরি গ্রন্থের লেখক হলেন - ?
Ans :- আবুল ফজল

০৫. বনলতা সেন - কাব্যগ্রন্থ টি কার লেখা ?
Ans :- জীবনানন্দ দাশ

০৬. ভারতীয় নাগরিকদের বেকারভাতা, বার্ধক্যজনিত অসুস্থতা ও অক্ষমতার কারণে সরকারি সহায়তা লাভ করা একটি - ?
Ans :- নির্দেশমূলক নীতি

০৭. নিম্নের কোনটি হলো একটি ক্ষার ধাতু - ?
Ans :- পটাশিয়াম

০৮. কতজন সদস্য নিয়ে লোকসভা গঠিত হয় - ?
Ans :- 552 জন

০৯. I do What I do - বইটির লেখক হলেন ?
Ans :- রঘুরাম রাজন

১০. মূর্তি পূজার নিদর্শন পাওয়া যায় কোন যুগে - ?
Ans :- প্রাক আর্য যুগে

১১. ভারতের প্রথম কোন মহিলা কোনো পাবলিক সেক্টর ব্যাংক এর চেয়ারম্যান হন ?
Ans :- অরুন্ধতী ভট্টাচার্য

১২. নিম্নে উল্লেখিত ভারতের কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয় ?
Ans :- অন্ধ্রপ্রদেশ

১৩. গুপ্তযুগের নিউটন কাকে বলা হয় - ?
Ans :- আর্যভট্ট কে

১৪. নিম্নের কোনটি দিয়ে হীরের উপর দাগ কাটা যায় ?
Ans :- বোরণ কার্বাইড

১৫. বিশ্বের সর্বপ্রথম কার্টুন প্রোগ্রামের নাম কি - ?
Ans :- FANTASMAGORIE

১৬. শিবকুমার শর্মা নিম্নের কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত ছিলেন - ?
Ans :- সন্তুর

১৭. কপিলধারা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত - ?
Ans :- নর্মদা

১৮. গোয়ার রাজধানী পানাজি কোন নদীর তীরে গড়ে উঠেছে ?
Ans :- মান্ডভী

১৯. ভারতের কোন রাজ্যে কৃষির জন্য প্রতিটি বাড়িতে বৃষ্টির জল সংরক্ষণ করা বাধ্যতামূলক - ?
Ans :- তামিলনাড়ু

২০. বন্দিপুর টাইগার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত - ?
Ans :- কর্ণাটক

২১. কোন রাজ্যে মুরিয়া উপজাতি দেখা যায় ?
Ans :- কেরল

২২. ভারতে কত সালে কয়লা খনিগুলির জাতীয়করণ করা হয় - ?
Ans :- 1972 সালে

২৩. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল বিষয় ছিল স্বনির্ভরতা - ?
Ans :- ষষ্ঠ পরিকল্পনা

২৪. বিশ্বের গভীরতম বন্দর কোনটি - ?
Ans :- গোয়াদর (GWADOR) পোর্ট

২৫. নিম্নলিখিতের মধ্যে দিল্লির কোন ঐতিহাসিক স্থান ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত নয় ?
Ans :- যন্তরমন্তর

২৬. নিম্নের কোন আফ্রিকান দেশ OPEC সংস্থার সদস্য নয় - ?
Ans :- দক্ষিণ আফ্রিকা

২৭. LED এর অর্থ হলো - ?
Ans :- আলো নি:সরণকারী ডায়োড

২৮. বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন ?
Ans :- মুর্শিদকুলি খাঁ

২৯. বিশ্বের সর্বোচ্চ নির্বিঘ্ন জলপ্রপাত কোন দেশে অবস্থিত ?
Ans :- ভেনেজুয়েলা

৩০. কোন স্বাধীনতা সংগ্রামী লোকনায়ক হিসেবে পরিচিত - ?
Ans :- জয়প্রকাশ নারায়ণ

৩১. নিম্নের কোন মহিলা বেদের কিছু স্তোত্র রচনা করেছিলেন - ?
Ans :- গার্গী

৩২. নিম্নের কে রাজ্যসভার সভাপতিত্ব করেন ?
Ans :- উপরাষ্ট্রপতি

৩৩. রাজ্যপালের দ্বারা পাস করা কোনো অর্ডিন্যান্স রাজ্য আইনসভার সম্মতি ছাড়া কতদিন বৈধ থাকতে পারে - ?
Ans :- 6 মাস

৩৪. গণপরিষদের মোট কতগুলি অধিবেশন হয়েছিল - ?
Ans :- 11 টি

৩৫. ভারতে কৃষকের আত্মহত্যার কারণ হিসেবে নিম্নের কোনটিকে বিবেচনা করা যেতে পারে ?
Ans :- কৃষিক্ষেত্রে দুরবস্থা

৩৬. The World beneath his feet - নিম্নের কার আত্মজীবনী ?
Ans :- পুলেল্লা গোপীচাঁদ

৩৭. আন্তর্জাতিক শিক্ষক দিবস কবে পালিত হয় - ?
Ans :- 5 অক্টোবর

৩৮. স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন - ?
Ans :- ডেভিড হেয়ার

৩৯. শিবাজী তার শাসনকালে মুসলিমদের কাছ থেকে যে কর আদায় করতেন তার নাম কি ?
Ans :- জাকাত

৪০. ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা টি হলো - ?
Ans :- আরাবল্লী

বন সহায়ক ইন্টারভিউ জিকে প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো

File Details :: 

File Name: বন সহায়ক ইন্টারভিউ জিকে প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  222 KB 



No comments:

Post a Comment