কলকাতা পুলিশ কনস্টেবল গণিত প্র্যাকটিস সেট || Kolkata Police Constable Math Practice Set
ডিয়ার কলকাতা পুলিশ পরীক্ষার্থী,
আজকে তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি এই পরীক্ষার একটি অন্যতম বিষয়ের প্র্যাকটিস সেট নিয়ে। যে বিষয়টি তোমাদের খুবই কাজে আসতে চলেছে এবং যে বিষয়টি এই পরীক্ষার অন্যতম কঠিন একটি বিষয়। আমরা আজকে শেয়ার করছি কলকাতা পুলিশ কনস্টেবল গণিত প্র্যাকটিস সেট এই পোস্টটি। তোমরা হয়তো এতক্ষণে বুঝে পোস্টটির টাইটেল দেখেই বুঝে গেছো আজকের পোস্টটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।
তাই তোমরা আর দেরি না করে অবিলম্বে নীচের প্রশ্ন গুলি মনোযোগ সহকারে প্র্যাকটিস করে নাও কেনোনা তোমাদের হাতে এই পরীক্ষার জন্য সময় আর মাত্র কয়েকটা দিন বাকি।
কলকাতা পুলিশ কনস্টেবল গণিত প্র্যাকটিস সেট
০১. দুটি বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা কত ?
[A] 1 টি
[B] 2 টি
[C] 3 টি
[D] 4 টি
০২. A,B ও C –এর একটি যৌথ ব্যবসায় মূলধনের অনুপাত 5:2:6 এবং লগ্নিকৃত সময়ের অনুপাত 4:3:2 হলে,তাদের লাভের অনুপাত হবে কত হবে ?
[A] 3:6:10
[B] 10:3:6
[C] 6:10:3
[D] 3:10:6
০৩. দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের অনুরূপ কোণগুলি __ হয় ?
[A] সমান হয়
[B] সমানুপাতী হয়
[C] সর্বসম
[D] অসমান
০৪. ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। BA বাহুকে F পর্যন্ত বর্ধিত করা হল। AE || CD এবং কোণ ABC = 92°, কোণ FAE = 20° হলে কোণ BCD -এর মান নির্ণয় করো।
[A] 85°
[B] 92°
[C] 72°
[D] 45°
০৫. দুটি গোলোকের ব্যাসার্ধের পার্থক্য 10 সেমি. এবং তাদের আয়তনের পার্থক্য 8800 ঘন সেমি. হলে, তাদের ব্যাসার্ধদ্বয়ের গুনফল কত হবে ?
[A] 36 পূর্ণ 2/3 বর্গ সেমি.
[B] 110 বর্গ সেমি.
[C] 26 পূর্ণ 1/3 বর্গ সেমি.
[D] 79 বর্গ সেমি.
০৬. সরল সুদের ক্ষেত্রে সর্বদা অপরিবর্তিত থাকে –
[A] মূলধন
[B] সময়কাল
[C] বার্ষিক সুদের হার
[D] সবৃদ্ধি মূল
০৭. কোনো একটি ব্যবসায় সুজান ও সাহেব যথাক্রমে 240000 এবং 300000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন,তাদের লভ্যাংশ যে অনুপাতে বছরের শেষে বিভক্ত হবে তা হল –
[A] 1:2
[B] 2:3
[C] 4:5
[D] 2:1
০৮. একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা 36 মিটার হলে,2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল ?
[A] 25 মিটার
[B] 30 মিটার
[C] 40 মিটার
[D] 32 মিটার
০৯. O কেন্দ্রীয় বৃত্তে AB ব্যাস এবং C বৃত্তের ওপর যে- কোনো একটি বিন্দু। কোণ OAC = 45 হলে কোণ OCB হবে কত ডিগ্রি ?
[A] 90°
[B] 45°
[C] 60°
[D] 30°
১০. 5 বছরের মোট সুদ আসলের 1/5 অংশ হলে,বার্ষিক সরল সুদের হার কত ?
[A] 4%
[B] 5%
[C] 10%
[D] 25%
১১. ABCD বৃত্তস্থ চতুর্ভুজের কোণ BAC = 80 হলে,কোণ BDC –এর মান কত হবে ?
[A] 50°
[B] 120°
[C] 75°
[D] 80°
১২. কোনো মূলধন 10 বছরে দ্বিগুন হলে,বার্ষিক সরল সুদের হার কত ?
[A] 5%
[B] 10%
[C] 15%
[D] 20%
১৩. দুটি ঘনকের আয়তনের অনুপাত 1 : 27 হলে,ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত ?
[A] 1:3
[B] 1:8
[C] 1:9
[D] 1:18
১৪. 2a = 3b = 4c হলে,a:b:c হবে -
[A] 3:4:6
[B] 4:3:6
[C] 3:6:4
[D] 6:4:3
১৫. এক ব্যাক্তি একটি ব্যাঙ্কে 100 টাকা জমা রেখে,2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার
[A] 10%
[B] 20%
[C] 5%
[D] 10½ %
১৬. একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুন হলে,চোংটির আয়তন একটি পূর্ব চোঙের আয়তনের
[A] সমান
[B] দ্বিগুন
[C] অর্ধেক
[D] চার গুন
১৭. দুটি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে,তাদের আয়তনের অনুপাত
[A] 1:64
[B] 1:8
[C] 1:27
[D] 3:4
১৮. একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতা প্রত্যেকটি দ্বিগুন করলে,শঙ্কুর আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের কত গুন ?
[A] 3 গুন
[B] 4 গুন
[C] 6 গুন
[D] 8 গুন
১৯. কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3 টি কলম বেশি পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো।
[A] 25 টাকা
[B] 27 টাকা
[C] 24 টাকা
[D] 30 টাকা
২০. এক ব্যক্তির নৌকায় স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে, স্রোতের অনুকূলে একই সময়ে তার তিনগুণ দূরত্ব অতিক্রম করে, নদীর স্রোতের বেগ পাঁচ কিলোমিটার/ ঘন্টা হলে। স্থির জলে নৌকার বেগ কত ?
[A] 10 কিমি /ঘন্টা
[B] 11 কিমি/ ঘন্টা
[C] 13 কিমি /ঘন্টা
[D] 20 কিমি/ঘন্টা
বিঃ দ্রঃ- প্রশ্ন গুলি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং আমাদের দেওয়া পোস্ট গুলি সবার আগে আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও।
No comments:
Post a Comment