ভারতীয় সংবিধান প্রশ্ন উত্তর PDF || Indian Constitution Question Answers PDF
নমস্কার বন্ধুরা,
তোমাদের জন্য আমরা নিয়ে হাজির হয়েছি সমস্থ রকম চাকরীর পরীক্ষার একটি খুবই দারকারি পোস্ট নিয়ে। আজকে আমরা যে পোস্টটি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা অবশ্যই এই পোস্টটি মনোযোগ সহকারে দেখে রাখবে কেনোনা এই পোস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট সকল চাকরীর পরীক্ষা গুলির জন্য।
আমাদের আজকের সেই গুরুত্বপূর্ণ পোস্টটি হল, ভারতীয় সংবিধান সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF আমরা এই পোস্টটির মধ্যে ভারতীয় সংবিধান সম্পর্কে কিছু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি, যে প্রশ্ন গুলি তোমাদের দারুন ভাবে কাজে আসবে। আমরা এই প্রশ্ন গুলি MCQ ফরম্যাটে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাতে তোমাদের সমস্থ রকম দিক থেকে সুবিধা হয়।
সুতরাং বন্ধুরা তোমরা আর কোনো রকম সময় নষ্ট না করে অবিলম্বে নীচের দেওয়া প্রশ্ন গুলি খুব মনোযোগ সহকারে পড়ে নাও এবং তারপর যদি মনে হয় অবশ্যই PDF-টি সংগ্রহ করে নাও।
ভারতীয় সংবিধান প্রশ্ন উত্তর
◩ লোকসভার প্রথম কত সালে গঠিত হয় ?
[A] 1952 সালে ✔️
[B] 1951 সালে
[C] 1953 সালে
[D] 1950 সালে
◩ পঞ্চায়েত গুলি কেবল-
[A] কর ধার্য করতে পারে
[B] কোন কর ধার্য করতে পারে না
[C] কেবল সরকারি অনুদান পায়
[D] কর শুল্ক ধার্য এবং আদায় করতে পারে ✔️
◩ লোকসভার অধ্যক্ষ অপসারণের জন্য কতদিনের নোটিশ দিয়ে কক্ষেপেশ করাতে হয় ?
[A] 15 দিনের
[B] 14 দিনের ✔️
[C] 30 দিনের
[D] 6 মাসে
◩ লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চল গুলি থেকে সর্বাধিক কতজন সদস্য নির্বাচিত হতে পারেন ?
[A] 550 জন
[B] 20 জন ✔️
[C] 25 জন
[D] 2 জন
◩ ভারতের রাজ্য পুনর্গঠন সংক্রান্ত আইন চালু হয় ?
[A] 1973 সালে
[B] 1957 সালে
[C] 1956 সালে ✔️
[D] 1961 সালে
◩ সর্বাধিক কত দিনের জন্য প্রাথমিকভাবে রাষ্ট্রপতি শাসন আরোপিত হতে ?
[A] 3 মাস
[B] 6 মাস ✔️
[C] পরবর্তী নির্বাচন অবধি
[D] রাষ্ট্রপতির ইচ্ছের উপর নির্ভরশীল
◩ ভারতীয় সংবিধান অনুযায়ী কৃষি ক্ষেত্র হলো ?
[A] কেন্দ্রীয় সরকারের বিষয়ে
[B] অঙ্গরাজ্যের বিষয়ে ✔️
[C] কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ বিষয়ে
[D] ওপরের কোনোটিই নয়
◩ নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি যুগ্ম তালিকাভুক্ত ?
[A] কৃষি ✔️
[B] শ্রমিক কল্যাণ
[C] জন স্বাস্থ্য
[D] বীমা ব্যবস্থা
◩ ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি তৎকালীন ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য পদে ছিলেন না তিনি হলেন ?
[A] চরণ সিংহ
[B] বিশ্বনাথ প্রতাপ সিংহ
[C] চন্দ্রশেখর সিংহ
[D] মোরারজি দেশাই ✔️
◩ ভারতের যে রাজ্যটির ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয় ?
[A] অন্ধ্রপ্রদেশ ✔️
[B] গুজরাট
[C] হরিয়ানা
[D] কেরল
◩ রাজ্যসভার কোন সদস্য তার ইস্তফা পত্র জমা দেন ?
[A] দলীয় প্রধানকে
[B] স্পিকারকে
[C] রাজ্যসভার চেয়ারম্যান কে ✔️
[D] প্রধানমন্ত্রী কে
◩ 6 থেকে 14 বছরের সকল শিশুদের শিক্ষার অধিকার কোন সংশোধনীতে মৌলিক কর্তব্য হিসেবে অন্তর্ভুক্ত হয় ?
[A] 82 তম
[B] 83 তম
[C] 85 তম
[D] 86 তম ✔️
◩ কোন রাজ্য বিধানসভায় সর্বাধিক সদস্য পদ আছে ?
[A] বিহার
[B] উত্তরপ্রদেশ ✔️
[C] মধ্যপ্রদেশ
[D] মহারাষ্ট্র
◩ ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম ?
[A] এম হেদায়েতুল্লাহ
[B] ডক্টর জাকির হোসেন ✔️
[C] মৌলানা আবদুল কালাম আজাদ
[D] পি এম সঈদ
◩ রাজ্যপালের স্বাভাবিক কার্যকাল কত বছর ?
[A] 5 ✔️
[B] 6
[C] 4
[D] 3
◩ রাজ্যপালের অতিগুরুত্বপূর্ণ আইন সংক্রান্ত ক্ষমতা হলো ?
[A] বিধানসভায় সদস্যদের মনোনয়ন
[B] অ্যার্ডিন্যান্স জারি করা
[C] বিধানসভায় পাস বিলে সম্মতি জানালো
[D] বিধানসভা ভেঙে দেওয়া ✔️
◩ কোন বিধানসভার সর্বাধিক সদস্য সংখ্যা হতে পারে কত ?
[A] 500 জন ✔️
[B] 550 জন
[C] 60 জন
[D] 250 জন
◩ লোকসভা বা বিধানসভার প্রার্থী হতে গেলে বয়স কমপক্ষে কত হওয়া প্রয়োজন ?
[A] 30 বছর
[B] 25 বছর ✔️
[C] 30 বছর
[D] 35 বছর
◩ নিম্নলিখিত কমিটির মধ্যে কোনটি সরকারি ব্যয় নিয়মমাফিক হয়েছে কিনা তা দেখে ?
[A] পাবলিক একাউন্টস কমিটি ✔️
[B] এস্টিমেট কমিটি
[C] পাবলিক আন্ডারটেকিং সংক্রান্ত কমিটি
[D] উপরের সবগুলি
◩ লোকসভার কোন সদস্য তার ইস্তফা পত্র জমা দেন ?
[A] দলীয় প্রধানকে
[B] স্পিকারকে ✔️
[C] রাষ্ট্রপতি কে
[D] প্রধানমন্ত্রী কে
◩ হাইকোর্টের একজন বিচারপতি কত বছর বয়স পর্যন্ত তার পদে অধিষ্ঠিত ?
[A] 65 বছর
[B] 60 বছর
[C] 62 বছর ✔️
[D] 58 বছর
◩ রাজ্যপালের স্বাভাবিক কার্যকাল কত বছর ?
[A] রাজ্যপাল ✔️
[B] রাষ্ট্রপতি
[C] সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি
[D] মুখ্যমন্ত্রী
◩ কোন সংসদের ও যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে তার চূড়ান্ত মীমাংসা করেন ?
[A] স্পিকার
[B] রাজ্যসভার চেয়ারম্যান
[C] নির্বাচন কমিশনার
[D] রাষ্ট্রপতি ✔️
◩ শিক্ষা কোন তালিকাভুক্ত ?
[A] কেন্দ্র তালিকা
[B] রাজ্য তালিকা
[C] যৌথ তালিকা ✔️
[D] এদের কোনোটিই নয়
◩ সংবিধানের কোন ধারায় CAG সম্পর্কিত বিধান সমূহ উল্লেখ আছে ?
[A] 148 নম্বর ✔️
[B] 117 নম্বর
[C] 135 নম্বর
[D] 152 নম্বর
◩ ভারতের সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার অভিভাবক হলো ?
[A] কেন্দ্রীয় মন্ত্রিসভা
[B] রাষ্ট্রপতি
[C] সংসদ
[D] সুপ্রিম কোর্ট ✔️
◩ রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হতে পারে কত ?
[A] 500 জন
[B] 60 জন
[C] 250 জন ✔️
[D] 300 জন
◩ ভারতের প্রথম লোকসভার স্পিকার হলেন ?
[A] বলরাম জাফর
[B] রুবি রায়
[C] গণেশ বাসুদেব মাভলঙ্কার ✔️
[D] স্যার আশুতোষ মুখার্জী
◩ রাজ্যসভার সাধারন স্থায়িত্বকাল ?
[A] পাঁচ বছর
[B] ছয় বছর
[C] দুই বছর
[D] নির্দিষ্ট সময়সীমা নেই ✔️
◩ ভারতের সংবিধান সংশোধন করার ধারণা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে ?
[A] আমেরিকা
[B] কানাডা
[C] আয়ারল্যান্ড
[D] দক্ষিণ আফ্রিকা ✔️
◩ মৌলিক অধিকারসমূহ বাধ্যতামূলক করা যেতে পারে কোন লেখ জারি করে ?
[A] ম্যান্ডামাস
[B] প্রহিবিশন
[C] হেবিয়াস কর্পাস ✔️
[D] কুয়ো ওয়ারান্টো
◩ সংবিধান অনুসারে প্রথম সাধারণ নির্বাচন কবে হয় ?
[A] 1951-52 সালে ✔️
[B] 1952 সালে
[C] 1952 সালে
[D] 1961 সালে
◩ রাজ্যসভার সদস্য হওয়ার জন্য নূন্যতম বয়স কত প্রয়োজন ?
[A] 30 বছর ✔️
[B] 25 বছর
[C] 35 বছর
[D] 50 বছর
◩ ভারতীয় সংবিধানের 24 তম ধারায় কোন কারখানায় শিশুদের নিয়োগ নিষিদ্ধ যদি তাদের বয়স হয় ?
[A] 14 বছরের কম ✔️
[B] 12 বছরের কম
[C] 7 বছরের কম
[D] 15 বছরের কম
◩ বিধানসভায় সাধারণভাবে সর্বনিম্ন সদস্য হতে পারে ?
[A] 50 জন
[B] 40 জন
[C] 60 জন ✔️
[D] 30 জন
◩ রাজ্যের মন্ত্রীদের বেতন সমূহ নির্ধারণ করে ?
[A] সংসদ
[B] সংবিধান ✔️
[C] রাজ্য আইনসভা
[D] রাজ্যপাল
সংবিধানের MCQ প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো
File Details ::
File Name: ভারতীয় সংবিধান MCQ প্রশ্ন উত্তর
File Format: PDF
No. of Pages: 06
File Size: 275 KB
No comments:
Post a Comment