Breaking




Thursday, 16 March 2023

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অবসরপ্রাপ্ত কর্মী নিয়োগ, মাসিক বেতন ৪০,০০০ টাকা

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অবসরপ্রাপ্ত কর্মী নিয়োগ, মাসিক বেতন ৪০,০০০ টাকা

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অবসরপ্রাপ্ত কর্মী নিয়োগ
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অবসরপ্রাপ্ত কর্মী নিয়োগ
ডিয়ার ছাত্র ছাত্রীরা তোমাদের যারা ব্যাঙ্কের একটি ভালো চাকরীর অপেক্ষা করছিলে, তোমাদের জন্য আজকের এই পোস্টটি। আমরা আজকে শেয়ার করছি SBI Retired Officer Recruitment 2023 এই বিজ্ঞপ্তিটি নিয়ে। যে বিজ্ঞপ্তিটির মধ্যে এই পদে আবেদনের সমস্ত তথ্য গুলি খুব নিখুত এবং খুব  সুন্দর ভাবে সাজিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা অবশ্যই ভালোভাবে নীচের বিজ্ঞপ্তিটি দেখে নাও এবং উল্লেখিত নিয়ম অনুযায়ী ভালোভাবে আবেদন করে দাও। 

পদের নাম ➥ Business Correspondent Facilitator

মোট শূন্যপদ ➥ ৮৬৮ টি

শূন্যপদ বিন্যাস ➥ UR-৩৭৯ টি, SC-১৩৬ টি, ST-৫৭ টি, OBC-২১৬ টি, EWS-৮০ টি 

মাসিক বেতন ➥ ৪০,০০০ টাকা 

বয়সসীমা  ➥ প্রার্থীর বয়স ১০ই মার্চ ২০২৩ তারিখের মধ্যে ৬৫ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা ➥ কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, যেহেতু আবেদনকারীরা SBI, e-ABs & Other PSB -এর অবসরপ্রাপ্ত অফিসার।

অন্যান্য যোগ্যতা ➥ অবসরপ্রাপ্ত কর্মীদের প্রাসঙ্গিক এলাকায় পর্যাপ্ত কাজের অভিজ্ঞতা এবং সামগ্রিক পেশাদার দক্ষতা থাকতে হবে। 
পদের প্রয়োজন অনুযায়ী অবসরপ্রাপ্ত কর্মীদের বিশেষ দক্ষতা/ যোগ্যতা/ গুণমান থাকতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু ১০ই মার্চ ২০২৩
আবেদন শেষ ৩১শে মার্চ ২০২৩

আবেদন পদ্ধতি ➥ প্রার্থীরা কেবল অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।

নিয়োগ পদ্ধতি ➥ প্রার্থীদের নিয়োগ করা হবে Shortlisting, Interview, Merit list -এর মাধ্যমে 

আবেদন মূল্য ➥ এই পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না।

বিঃ দ্রঃ - আরও বিস্তারিত ভাবে এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে জানতে নীচের অফিশিয়াল নোটিফিকেশনটি সংগ্রহ করে দেখে নাও।

গুরুত্বপূর্ণ লিংক ➥ 

অফিশিয়াল নোটিফিকেশন Download Now
আবেদন করার লঙ্ক Click Here

No comments:

Post a Comment