Breaking




Sunday, 11 August 2024

জেনারেল সাইন্স MCQ প্রশ্ন উত্তর PDF | General Science MCQ Questions Answers PDF

জেনারেল সাইন্স MCQ প্রশ্ন উত্তর PDF | General Science MCQ Questions Answers PDF

জেনারেল সাইন্স MCQ প্রশ্ন উত্তর
জেনারেল সাইন্স MCQ প্রশ্ন উত্তর PDF
ডিয়ার স্টুডেন্টস তোমাদের জন্য আমরা আজকে নিয়ে হাজির হয়েছি General Science MCQ Questions Answers PDF এই পোস্টটি নিয়ে। যে পোস্টটির মধ্যে দারুন ইম্পর্টেন্ট কিছু জেনারেল সাইন্স প্রশ্ন উত্তর যে প্রশ্ন গুলি আগত Kolkata Police, WBP,  ANM & GNM, SSC MTS, Food SI, WB Jail Police এবং আরও অন্যান্য পরীক্ষায় দারুন ভাবে কাজে আসবে। কারন আমরা এই প্রশ্ন গুলি সেই সমস্থ পরীক্ষার উপর ভিত্তি করেই বানিয়েছি,যাতে তোমাদের সুবিধা হয় এবং তোমাদের পরীক্ষার জন্য সুবিধা হয়। 
তাই তোমরা অবশ্যই এবং অবিলম্বে নীচের প্রশ্ন গুলি পড়া শুরু করে দাও এবং যদি মনে হয় অবশ্যই PDF টি সংগ্রহ করে রাখতে পারো। 

জেনারেল সাইন্স MCQ প্রশ্ন উত্তর

01. উলের জামাকাপড় শরীর গরম রাখতে সাহায্য করে কেন ?
(A) তাপের সুপরিবাহী নয় ✓
(B) শরীরের তাপমাত্রা বৃদ্ধিতে সাহায্য করে
(C) শরীরের তাপমাত্রা কমিয়ে দেয়
(D) উপরের সবগুলি

02. রকেট কোন সূত্র অনুযায়ী গতিশীল হয় ?
(A) ভর
(B) শক্তি
(C) রৈখিক ভরবেগ
(D) কৌণিক ভরবেগ ✓

03. কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় ?
(A) ম্যানোমিটার
(B) ফ্যাদোমিটার ✓
(C) আলটিমিটার
(D) হাইড্রোমিটার

04. টিভি তরঙ্গ কে অন্য কি নামে চেনা যায় ?
(A) রেডিও তরঙ্গ
(B) কসমিক তরঙ্গ
(C) মাইক্রো তরঙ্গ ✓
(D) অতিবেগুনি রশ্মি

05. সাইক্লোট্রন যন্ত্র দ্বারা দ্রুতগতির আয়ন সৃষ্টি করার পদ্ধতি আবিষ্কার করেন ?
(A) লরেন্স ও লিভিংস্টোন ✓
(B) ফ্যারাডে
(C) নিউটন
(D) এদের মধ্যে কেউ না

06. প্রতিসরাঙ্কের নিখুঁত মান নির্ণয় করার যন্ত্র ?
(A) ফটো মেকার
(B) স্পেকট্রোমিটার ✓
(C) মাইক্রোমিটার
(D) স্ফেরোমিটার

07. চুম্বক দ্বারা বিকর্ষিত বস্তু কে কি বলা হয় ?
(A) প্যারাম্যাগনেটিক
(B) ডায়া ম্যাগনেটিক ✓
(C) ফেরোম্যাগনেটিক
(D) কোনোটিই নয়

08. একটি লাল বস্তু নীল কাচের ভিতর খুলে দেখাবে ?
(A) লাল
(B) নীল
(C) সবুজ
(D) কালো ✓

09. পরম স্কেল কে প্রবর্তন করেন ?
(A) কেলভিন ✓
(B) রাদারফোর্ড
(C) বোর
(D) আইনস্টাইন

10. আলোকবর্ষ কিসের একক ?
(A) দূরত্ব ✓
(B) সময়
(C) আলোকশক্তি
(D) আলোক তরঙ্গ

11. সবচেয়ে কর্মক্ষম ইঞ্জিন কোনটি ?
(A) পেট্রোল
(B) ডিজেল
(C) ইলেকট্রিক ✓
(D) স্ট্রিম

12. বল পেন কোন নীতির উপর দাঁড়িয়ে আছে ?
(A) সান্দ্রতা
(B) সান্দ্রতা
(C) বয়েলের সূত্র
(D) কৌশিকতা এবং পৃষ্ঠটান ✓

13. কনার তরঙ্গ ধর্মের আবিষ্কর্তা ?
(A) আইনস্টাইন
(B) ডপলার
(C) ডি ব্রগলি ✓
(D) ম্যাক্স ওয়েল

14. আলোকের শূন্য মাধ্যমে গতিবেগ সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পরিমাণ করেন বিজ্ঞানী ?
(A) নিউটন
(B) রোমার ✓
(C) আইনস্টাইন
(D) গ্যালিলিও

15. নিচের কোন মাধ্যমের মধ্যে তাপ বেশি বিকীর্ণ হয় ?
(A) অমসৃণ পৃষ্ঠদেশ
(B) মসৃণ পৃষ্ঠদেশ
(C) কালো অমসৃণ পৃষ্ঠদেশ ✓
(D) কালো মসৃণ পৃষ্ঠদেশ

16. অবতল লেন্স গঠন করে ?
(A) সদ ও অসদ বিম্ব
(B) অসদ ও উল্টো বিম্ব
(C) অসদ সোজা এবং বস্তুর পার্শ্ব বিম্ব ✓
(D) সদ এবং সোজা বিম্ব

17. পারমানবিক বোমা কোন নীতির উপর নির্ভরশীল ?
(A) নিউক্লিয় বিভাজন ✓
(B) নিউক্লিয় সংযোজন
(C) রাসায়নিক বিক্রিয়া
(D) কৃত্রিম তেজস্ক্রিয়তা

18. রামধনুর বহিরাংশে রং কি ?
(A) নীল
(B) লাল ✓
(C) বেগুনি
(D) হলুদ

19. রেডিও ডিটেকশন এন্ড রেঞ্জিং (রেডার)এর আবিষ্কর্তা ?
(A) রবার্ট ওয়াটসন ✓
(B) ম্যাক্স ব্ল্যাঙ্ক
(C) হামফ্রে ডেভি
(D) হেনরি বেকারের

20. মেসনের উপস্থিতির গাণিতিক পূর্বাভাস দেন ?
(A) এইচ ইউকাওয়া ✓
(B) কেপলার
(C) এডিশন
(D) কেউই না

21. ক্লোরিনের নিউট্রন সংখ্যা কত ?
(A) 17
(B) 18 ✓
(C) 35
(D) 52

22. যে সমস্ত মৌলের পারমাণবিক গুরুত্ব এবং ভর সংখ্যা সমান তাদের কোনটি থাকে না ?
(A) আইসোটোপ ✓
(B) আইসোটোন
(C) আইসোবার
(D) কোনোটিই নয়

23. ডয়টেরিয়াম এর এর সংকেত কি ?
(A) 1H2 ✓
(B) 2H2
(C) 2H1
(D) একটিও না

24. মৌলের পরমাণুতে ইলেকট্রন গুলিকে নিউক্লিয়াসে ঘিরে যে কক্ষপথে আবর্তন করে তারা আকার কেমন ?
(A) বৃত্তাকার
(B) উপবৃত্তাকার
(C) দুটোই ✓
(D) কোনোটিই নয়

25. ইউরেনিয়ামের নিউটন এবং প্রোটনের সংখ্যার অনুপাত কত ?
(A) 1.5 এর কম
(B) 1.5
(C) 1
(D) 1.5 এর বেশি ✓

26. 1H3 2H4 পরামানু দুটিকে কে কি বলে ?
(A) আইসোটোপ
(B) আইসোটোন ✓
(C) আইসোবার
(D) কোনোটিই নয়

27. 29 Cu 63 এর পরমাণু ক্রমাঙ্ক কত ?
(A) 29 ✓
(B) 34
(C) 63
(D) 92

28. কোন পরমাণুর ইলেকট্রন সংখ্যা কিসের সমান হয় ?
(A) প্রোটন সংখ্যা ✓
(B) নিউট্রন সংখ্যার
(C) ভর সংখ্যা
(D) সবগুলি

29. কোন ব্যক্তির স্বল্প দৃষ্টি বা মায়োপিয়া ত্রুটি দূর করা যায় কোনটি ব্যবহার করে ?
(A) উত্তল লেন্স
(B) অবতল লেন্স ✓
(C) সিলিন্ড্রিক্যাল লেন্স
(D) দুই ফোকাস লেন্স

30. 20Ca40 & 18Ar40 পরমে দুটিকে পরস্পরের পরস্পরকে কি বলে ?
(A) আইসোটোপ
(B) আইসোটোন
(C) আইসোবার ✓
(D) কোনোটিই নয়

31. পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত নিউটন ও প্রোটন কণার মধ্যে কোন কোন কাজ করে ?
(A) ভ্যানডার ওয়ালস বল
(B) সমসং জোক বল
(C) নিউক্লিয় বল ✓
(D) সবগুলি

32. নিচের কোন মৌলের পরমাণুতে কোন নিউট্রন নেই ?
(A) হাইড্রোজেন ✓
(B) অক্সিজেন
(C) নাইট্রোজেন
(D) ক্লোরিন

33. আলফা কণার ভর কত ?
(A) 1
(B) 2
(C) 3
(D) 4 ✓

34. 1H1 দ্বারা কোন কণা কে প্রকাশ করা হয় ?
(A) ইলেকট্রন
(B) প্রোটন ✓
(C) নিউট্রন
(D) মেশন

35. 90 A 230 পরমাণুর নিউট্রন সংখ্যা 2 বৃদ্ধি পেলে নতুন সংকেত কি হবে ?
(A) 92 A 230
(B) 90 A 232 ✓
(C) 92 A 232
(D) 88 A 230

36. ক্রিপটন শেষ কক্ষে কয়টি ইলেকট্রন থাকে ?
(A) দুটি
(B) চারটি ✓
(C) ছয়টি
(D) আটটি

37. কোন মৌলের একটি পরমাণুর ভর কে কোন একক দ্বারা প্রকাশ করা হয় ?
(A) PPM
(B) AMU ✓
(C) গ্রাম মোল
(D) কোনোটিই নয়

38. হাইড্রোজেনের কয়টি আইসোটোপ পাওয়া যায় ?
(A) 2
(B) 3 ✓
(C) 5
(D) 4

39. নিউট্রন কে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় ?
(A) 0N0
(B) 1N1 ✓
(C) 1N2
(D) 1N0

40. নিচের কোন মৌলের ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা সমান হয় ?
(A) হাইড্রোজেন ✓
(B) নাইট্রোজেন
(C) ইউরেনিয়াম
(D) নিয়ম
জেনারেল সাইন্স MCQ প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন

 File Details ::

File Name: জেনারেল সাইন্স MCQ প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  05

File Size:  245 KB


No comments:

Post a Comment