Breaking




Tuesday 27 February 2024

পশ্চিমবঙ্গে EWS সার্টিফিকেটের জন্য আবেদন করার পদ্ধতি

পশ্চিমবঙ্গে EWS সার্টিফিকেটের জন্য আবেদন করার পদ্ধতি || WB EWS Certificate Apply 2023

WB EWS Certificate Apply 2023
WB EWS Certificate Apply 2023
ডিয়ার পশ্চিমবঙ্গবাসী তোমাদের জন্য আজকে নিয়ে হাজির হয়েছি একটি অন্যতম গুরুত্বপূর্ণ খবর না তথ্য বলতে পারো। আমরা আজকে EWS সার্টিফিকেটের জন্য আবেদন করার পদ্ধতি গুলি সম্পর্কে একটি সম্পূর্ণ প্রতিবেদন তোমাদের সঙ্গে শেয়ার করবো। যে প্রতিবেদনটি পড়লে আশাকরছি EWS সার্টিফিকেটে আবেদনের পদ্ধতি গুলি সম্পূর্ণ এবং সঠিক ভাবে বুঝে যাবে। 
সুতরাং তোমরা যারা এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাও অবশ্যই নীচের প্রতিবেদনটি খুব মনোযোগ সাহকারে দেখে নাও এবং বুঝে নাও। 

EWS কোটা সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য -
◪ সমস্ত ভারতে যত সুযোগ সুবিধা আছে তা সবথেকে কম পেয়ে থাকে এই Unreserved (UR) শ্রেণীর মানুষেরা। মনে করা হয় এই শ্রেণীর সমস্ত মানুষই উচ্চবিত্ত বা মধ্যবিত্ত কিন্তু এই শ্রেণীর মানুষদের মধ্যেও অনেক নিম্নবিত্ত মানুষ আছে। 
এই UR শ্রেণীর নিম্নবিত্তদের আর্থিক এবং সরকারি সহায়তা করার জন্য EWS বা Economically Weaker Section [ইকোনমিকালি উইকআর সেকশনের] এর আওতায় কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়। এই EWS কোটার সার্টিফিকেট পেলে সরকারি চাকরি থেকে শুরু করে কলেজ,বিশ্ববিদ্যালয় সব ক্ষেত্রেই ছাড় পাওয়া যায় এবং সরকারের তরফে মোট সীটের ১০% সীট EWS প্রার্থীদের জন্য সংরক্ষণ করা থাকে।
অতএব তোমরা যারা UR শ্রেণীর নিম্নবিত্তদের মধ্যে পরো অবশ্যই তোমরা এই কোটার জন্য আবেদন করো।

EWS সার্টিফিকেটের জন্য শর্তাবলী - 

(১) EWS আবেদনটি SC,ST এবং OBC শ্রেণীর মানুষদের জন্য প্রযোজ্য নয়। 

(২) এখানে আবেদন করতে হলে আপনাকে জেনারেল প্রার্থী হতে হবে।

(৩) আবেদনকারীর পারিবারিক ইনকাম বার্ষিক ৮ (আট) লক্ষ টাকার কম হতে হবে।

(৪) আবেদনকারীর পরিবারের কোনও সদস্যের নামে ৫ একরের বেশি জমি থাকা চলবে না।

(৫) আবেদনকারীর পরিবারের ফ্ল্যাট বা বাড়ি একহাজার স্কয়ার ফুটের বেশি হওয়া যাবে না।

(৬) আবেদনকারীর পরিবারের নিজের মিউনিসিপালিটিতে ১০০ স্কয়ার ইয়ার্ডের বেশি জমি থাকা যাবে না।

(৭) নিজের মিউনিসিপালিটির বাইরে আবেদনকারীর বা তার পরিবারের ২০০ স্কয়ার ইয়ার্ডের জমি থাকা যাবে না।

EWS সার্টিফিকেটের জন্য আবেদন করার পদ্ধতি -

EWS সার্টিফিকেট পাবার জন্য অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য নীচের ধাপগুলি অনুসরণ করতে হবে - 

(১) EWS এর অ্যাপ্লিকেশন ফর্মটি (ANNEXURE- A) ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে।

(২) আবেদনপত্রটি সঠিক ভাবে নিজের সমস্ত ডিটেইলস দিয়ে পূর্ণ করতে হবে।

(৩) নিজের রঙিন পাসপোর্ট সাইজের একটা ছবি আটকে দিতে হবে আবেদনপত্রে।

(৪) এবারে আপনার সমস্ত প্রয়োজনীয় নথির জেরক্স কপি এই আবেদনপত্রের সাথে জুড়ে দিতে হবে।

(৫) সবশেষে একটি মুখবন্ধ খামে ভরে আবেদনপত্র এবং নথিপত্রের কপি জমা দিতে হবে।

EWS সার্টিফিকেটের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট -

(১) আবেদনকারীর ভোটার কার্ড।

(২) নিজের সিটিজেন সার্টিফিকেট অথবা অভিভাবকের সিটিজেন সার্টিফিকেট।

(৩) আবেদনকারীর প্যান কার্ড।

(৪) আবেদনকারীর জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।

(৫) পরিবারের বার্ষিক মোট আয়ের স্লিপ। EWS সার্টিফিকেট রাজ্য সরকারের তরফে ইস্যু করা হয় এবং এই সার্টিফিকেটের মেয়াদ চলতি অর্থবর্ষের শেষ পর্যন্ত থাকে।

EWS সার্টিফিকেটের জন্য আবেদন পত্র কোথায় জমা দিতে হবে -

 আবেদনপত্রটি সঠিক ভাবে পূরণ করে নীচের যে কোনো একজন আধিকারিকের কাছে জমা দিতে হবে - 

(১) ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট।

(২) সাব ডিভিশনাল অফিসার।

(৩) আবেদনকারী যদি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এরিয়া থেকে আবেদন করে থাকেন, তবে DWO,কলকাতা।

EWS সার্টিফিকেটের জন্য ভেরিফিকেশন যে ভাবে হবে -

◪ আবেদন করার পরে প্রার্থীর আবেদন পত্রটি গ্রামের পঞ্চায়েত এবং শহরের মিউনিসিপালিটি অঞ্চলে বসবাস করলে BL এবং LRO দ্বারা যাচাই করা হয়।

◪ এই পর্যায়ে জমি, বাড়ি, সম্পত্তি, বার্ষিক আয় ইত্যাদি যাচাই করা হয়। কলকাতা পৌরসভা এলাকা থেকে আবেদন করলে BL & LRO / Chief Valuer / সার্ভেয়ার এই যাচাইকরণ পদ্ধতিটি করে থাকেন।

◪ যাচাই প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হলে নির্দিষ্ট আধিকারিক অফিসার EWS অ্যাপ্লিকেশন Verify করবে। তারপর আবেদনকারী EWS সার্টিফিকেট তার হাতে পাবে। 

আবেদনপত্র Download

1 comment:

  1. I do not belong to any catagory in central consideration but I do fall in OBC catagory in West Bengal state consideration. Now am I not eligible for EWS in central consideration? Cuz, I'm UR candidate in central exams. Please let me know. Many of us are facing the same problem....


    Thanking you in advance

    ReplyDelete