কেন্দ্রীয় কৃষি দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ, মাসিক বেতন ১,৭৭,৫০০ টাকা
![]() |
ASRB Recruitment 2023 |
ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সঙ্গে আজকে যে চাকরীর খবরটির সম্পর্কে আলোচনা করবো, সেই খবরটি একটু অন্যরকম খবর এবং এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা একটু বেশি লাগবে। আমরা আজকে ASRB Recruitment 2023 এই বিজ্ঞপ্তিটির সম্পর্কে সম্পর্কে আলোচনা করবো।
প্রথমেই বলে রাখি এটি হল, কেন্দ্রীয় কৃষি দপ্তর সংস্থা, ASRB-এর সম্পূর্ণ নাম হল Agricultural Scientists Recruitment Board। তোমরা যারা এই বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে চাও অবশ্যই খুব ভালোভাবে মনোযোগ সহকারে নীচে দেওয়া প্রতিবেদনটি পড়ে নাও। আমরা স্টেপ বাই স্টেপ খুব সহজ ভাবে তোমাদের জন্য বিষয়টি তুলে ধরলাম।
📚 পদের নাম ➥
- Subject Matter Specialist (SMS) (T-6)
- Senior Technical Officer (STO)
📚 মোট শূন্যপদ ➥ ১৯৫ টি
📚 শূন্যপদের বিন্যাস ➥
Subject Matter Specialist (SMS) (T-6) | ১৬৩ টি |
Senior Technical Officer (STO) | ৩২ টি |
📚 মাসিক বেতন ➥
Subject Matter Specialist (SMS) (T-6) | ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকার মধ্যে |
Senior Technical Officer (STO) | ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকার মধ্যে |
📚 বয়সসীমা ➥ ১০ই এপ্রিল ২০২৩ তারিখের মধ্যে দুই পদের জন্য প্রার্থীর বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
📚 শিক্ষাগত যোগ্যতা ➥ এই পদে আবেদনের জন্য প্রার্থীকে যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Master’s Degree বা সমমান যে Degree অর্জন করতে হবে।
📚 আবেদন পদ্ধতি ➥ এই বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে।
📚 নিয়োগ পদ্ধতি ➥ Written Exam, Personal Interview এই দুই পদ্ধতির মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।
📚 আবেদন মূল্য ➥
UR | ১০০০ টাকা |
EWS | ৫০০ টাকা |
SC,ST | ২৫০ টাকা |
📚 গুরুত্বপূর্ণ তারিখ ➥
আবেদন শুরু | ২২শে মার্চ ২০২৩ |
আবেদন শেষ | ১০ই এপ্রিল ২০২৩ |
📚 গুরুত্বপূর্ণ লিংক ➥
অফিশিয়াল নোটিফিকেশন | Download Now |
আবেদন করার লিংক | Click Here |
No comments:
Post a Comment