পুরুলিয়া জেলায় শিশু সুরক্ষা দপ্তরে ডিসট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি
ডিয়ার পুরুলিয়া বাসী ......
তোমাদের জন্য আমরা নিয়ে হাজির হয়েছি Purulia DM Office Recruitment 2022 Notification এই পোস্টটি নিয়ে। যে পোস্টটিতে আমরা খুব সুন্দর ভাবে এই বিজ্ঞপ্তিতে আবেদনের সমস্থ গুরুত্বপূর্ণ তথ্য গুলি সহজ এবং সরল ভাষায় তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে তথ্য গুলি তোমরা পড়লেই বুঝতে পারবে এই পদে আবেদনের জন্য কি কি যোগ্যতা এবং কি কি নিয়মাবলী তোমাদের মেনে চলতে হবে।
পদের নাম ➦
- District Child Protection Officer
- Data Analyst
মোট শূন্যপদ ➦
- DCPO- ০১ টি
- Data Analyst- ০১ টি
শিক্ষাগত যোগ্যতা ➦
- DCPO - এই পদে আবেদনের জন্য প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার নলেজ থাকতে হবে।
- Data Analyst- এই পদে আবেদনের জন্য প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক হতে হবে এবং কম্পিউটারে যথেষ্ট দক্ষতা থাকতে হবে।
মাসিক বেতন ➦
- DCPO- ৪৪,০২৩ টাকা
- Data Analyst- ১৮,৫৩৬ টাকা
বয়সসীমা ➦
- ১লা জানুয়ারী ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স,
- DCPO- পদের জন্য প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৪৫ বছরের মধ্যে বয়স হতে হবে।
- Data Analyst- পদের জন্য প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে।
আবেদন শুরু ➜ ৩১শে জানুয়ারী ২০২৩
আবেদন শেষ ➜ ২০শে জানুয়ারী ২০২৩
আবেদন পদ্ধতি ➦ ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
নিয়োগ পদ্ধতি ➦ লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ লিংক ➦
No comments:
Post a Comment