ভারতীয় সংবিধান Mock Test Episode :: 10
ডিয়ার ভিজিটার, তোমরা ভালোভাবেই জানো যে সমস্থ রকম চাকরীর পরীক্ষা গুলিতে এই টপিকটি থেকে অর্থাৎ ভারতীয় সংবিধান থেকে প্রায় অনেক গুলোই প্রশ্ন আসে। তাই তোমাদের কাজ হবে এই বিষয়টিকে একটু ভালোভাবে লক্ষ্য দেওয়া এবং বার বার এই বিষয়টিকে প্র্যাকটিস করা। তাই আমরা তোমাদের যাতে সুবিধা হয় সেই জন্য সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী ৩০টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে বানানো, ভারতীয় সংবিধান জিকে মক টেস্ট পর্ব : 10 এই পোস্টটি তোমাদের জন্য বানিয়েছি।
তাই তোমরা কোনো রকম বিলম্ব না করে অবিলম্বে কুইজটিতে অংশগ্রহণ করে নাও এবং নিজেকে এই বিষয়ে একটু একটু করে সঠিক ভাবে প্রস্তুত করে তোল।
ভারতীয় সংবিধান মক টেস্ট
বিষয় | ভারতের সংবিধান |
পর্ব | 10 |
প্রশ্ন সংখ্যা | 30 |
পূর্ণমান | 30 |
সময় | 60 সেকেন্ড / প্রশ্ন |
আমাদের সহযোগিতা তোমাদের সাফল্য
Time's Up
score:
No comments:
Post a Comment