Breaking




Thursday, 23 February 2023

সরাসরি ইন্টারভিউর মাধ্যমে দক্ষিণ দিনাজপুরের সরকারি হসপিটালে নিয়োগেরে বিজ্ঞপ্তি

সরাসরি ইন্টারভিউর মাধ্যমে দক্ষিণ দিনাজপুরের সরকারি হসপিটালে নিয়োগেরে বিজ্ঞপ্তি

Balurghat District Hospital Recruitment 2023
Balurghat District Hospital Recruitment 2023
তোমরা যারা দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা তোমরা অবশ্যই এই পোস্টটি মনোযোগ সহকারে দেখেনাও। আমরা আজকে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে দক্ষিণ দিনাজপুরের সরকারি হসপিটালে নিয়োগেরে বিজ্ঞপ্তি এই পোস্টটিতে আমরা এই পদে আবেদনের সমস্থ গুরুত্বপূর্ণ তথ্য গুলি খুবই সহজ ভাষায় তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যে তথ্য গুলি পড়লে তোমাদের আশাকরছি কোনো রকম সমস্যায় পড়তে হবেনা। 

পদের নাম ➥ House-Staff

মোট শূন্যপদ ➥ ১০টি 

শিক্ষাগত যোগ্যতা ➥ উক্ত পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS পাশ করে থাকতে হবে।

আবেদন পদ্ধতি ➥ এই পদের জন্য কোনো রকম আবেদন করতে হবেনা। 

নিয়োগ পদ্ধতি ➥ ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

ইন্টারভিউ দেবার দিন কি করবে ➥ প্রথমে আবেদন পত্রটি প্রিন্ট আউট করতে হবে, যার লিংক নীচে দেওয়া আছে। তারপর সঠিক ভাবে আবেদন পত্রটি পূর্ণ করতে হবে সঙ্গে উল্লেখিত ডকুমেন্ট গুলি যুক্ত করে ইন্টারভিউ দিতে যেতে হবে। 

ইন্টারভিউর তারিখ ১০ই মার্চ ২০২৩ [দুপুর ১২ টা]
ইন্টারভিউর ঠিকানা 1st floor Seminar Room of Super Specialty Building
অফিশিয়াল নোটিফিকেশন/আবেদন পত্র Download Now
অফিশিয়াল ওয়েব সাইট Click Here

No comments:

Post a Comment