সরাসরি ইন্টারভিউর মাধ্যমে দক্ষিণ দিনাজপুরের সরকারি হসপিটালে নিয়োগেরে বিজ্ঞপ্তি
![]() |
| Balurghat District Hospital Recruitment 2023 |
পদের নাম ➥ House-Staff
মোট শূন্যপদ ➥ ১০টি
শিক্ষাগত যোগ্যতা ➥ উক্ত পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS পাশ করে থাকতে হবে।
আবেদন পদ্ধতি ➥ এই পদের জন্য কোনো রকম আবেদন করতে হবেনা।
নিয়োগ পদ্ধতি ➥ ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউ দেবার দিন কি করবে ➥ প্রথমে আবেদন পত্রটি প্রিন্ট আউট করতে হবে, যার লিংক নীচে দেওয়া আছে। তারপর সঠিক ভাবে আবেদন পত্রটি পূর্ণ করতে হবে সঙ্গে উল্লেখিত ডকুমেন্ট গুলি যুক্ত করে ইন্টারভিউ দিতে যেতে হবে।
| ইন্টারভিউর তারিখ | ১০ই মার্চ ২০২৩ [দুপুর ১২ টা] |
| ইন্টারভিউর ঠিকানা | 1st floor Seminar Room of Super Specialty Building |
| অফিশিয়াল নোটিফিকেশন/আবেদন পত্র | Download Now |
| অফিশিয়াল ওয়েব সাইট | Click Here |

No comments:
Post a Comment