সরাসরি ইন্টারভিউর মাধ্যমে দক্ষিণ দিনাজপুরের সরকারি হসপিটালে নিয়োগেরে বিজ্ঞপ্তি
![]() |
Balurghat District Hospital Recruitment 2023 |
পদের নাম ➥ House-Staff
মোট শূন্যপদ ➥ ১০টি
শিক্ষাগত যোগ্যতা ➥ উক্ত পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS পাশ করে থাকতে হবে।
আবেদন পদ্ধতি ➥ এই পদের জন্য কোনো রকম আবেদন করতে হবেনা।
নিয়োগ পদ্ধতি ➥ ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউ দেবার দিন কি করবে ➥ প্রথমে আবেদন পত্রটি প্রিন্ট আউট করতে হবে, যার লিংক নীচে দেওয়া আছে। তারপর সঠিক ভাবে আবেদন পত্রটি পূর্ণ করতে হবে সঙ্গে উল্লেখিত ডকুমেন্ট গুলি যুক্ত করে ইন্টারভিউ দিতে যেতে হবে।
ইন্টারভিউর তারিখ | ১০ই মার্চ ২০২৩ [দুপুর ১২ টা] |
ইন্টারভিউর ঠিকানা | 1st floor Seminar Room of Super Specialty Building |
অফিশিয়াল নোটিফিকেশন/আবেদন পত্র | Download Now |
অফিশিয়াল ওয়েব সাইট | Click Here |
No comments:
Post a Comment