পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
স্নেহের ছাত্র ছাত্রী .....
তোমাদের সঙ্গে আজকে আমরা শেয়ার করছি স্বাস্থ্য বিভাগের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরীর খবর আমরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের তরফে রাজ্যে সরকারি নার্সিং কলেজে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিটি নিয়ে। তোমরা যারা নার্সিং এ M.Sc/ P hD/ M. Phil করেছো তোমরা অবশ্যই এই বিজ্ঞপ্তিটিতে আবেদন করে দাও।
পদের নাম ➥ Reader
মোট শূন্যপদ ➥ ১৪ টি
শিক্ষাগত যোগ্যতা ➥ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫৫ শতাংশ নম্বর নিয়ে Nursing -এ M.Sc/ P hD/ M. Phil করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়সসীমা ➥ ১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৫৫ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন ➥ ৬৭,৩০০ টাকা থেকে ১,৭৩,২০০ টাকা।
আবেদন শুরু ➜ ২৮শে ডিসেম্বর ২০২২
আবেদন শেষ ➜ ২০শে জানুয়ারি ২০২৩
আবেদন পদ্ধতি ➥ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগ পদ্ধতি ➥ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার নাম্বারের শতাংশ, কাজের অভিজ্ঞতা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন মুল্য ➥
- Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ২১০ টাকা।
- SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে কোন রকম আবেদন ফি লাগবে না।
গুরুত্বপূর্ণ লিংক ➥
Official | Link |
---|---|
অফিশিয়াল নোটিফিকেশন | Download Now |
আবেদন করার লিংক | Click Here |
No comments:
Post a Comment