কলকাতা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি,সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ
![]() |
কলকাতা শহর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি,সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ |
ডিয়ার চাকরী প্রার্থী .....
ইতিমধ্যে ১৯শে জানুয়ারি প্রকাশিত হয়েছে NUHM Kolkata Recruitment 2023 Notification-টি। যে Notification টিতে বলা হয়েছে, কলকাতা শহর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মেডিক্যাল অফিসার পদে নিয়োগ করা হবে। তাই আমরা আজকে এই পদে আবেদনের সমস্থ গুরুত্বপূর্ণ তথ্য গুলি সংক্ষিপ্ত আকারে এবং সহজ ভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি।
তোমরা অবশ্যই একবার হলেও পোস্টটি মনোযোগ সহকারে দেখে নাও এবং উল্লেখিত নিময় অনুযায়ী আবেদন করে দাও।
পদের নাম ➦ Medical Officer
মোট শূন্যপদ ➦ ৫৫টি
শিক্ষাগত যোগ্যতা ➦
- আবেদনকারীকে অবশ্যই MCI স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে MBBS পাশ করা থাকতে হবে।
- কমপক্ষে ১ বছর ইন্ট্রানশিপ করা থাকতে হবে।
- ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল দ্বারা রেজিস্টার্ড হতে হবে।
বয়সসীমা ➦ ১লা ফেব্রুয়ারি ২০২৩ তারিখের মধ্যে প্রার্থীর বয়স ৬২ বছর বয়স পর্যন্ত হতে হবে।
আবেদন পদ্ধতি ➦ আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
নিয়োগ পদ্ধতি ➦ নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদনের নিয়ম ➦
প্রথমে আবেদন পত্রটি সংগ্রহ করে প্রিন্ট আউট করতে হবে, তারপর সঠিক ভাবে আবেদন পত্রটি পূর্ণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি যুক্ত করে একটি মুখ বন্ধ খামে দিয়ে উল্লেখিত তারিখে ইন্টারভিউ দিতে যেতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ➦
- ইন্টারভিউয়ের তারিখঃ ১লা ফেব্রুয়ারি ২০২৩
- ইন্টারভিউয়ের সময়ঃ ১১:৩০ AM
- ইন্টারভিউয়ের স্থানঃ Room No. 254, 2nd Floor, PMU, Kolkata City NUHM Society, 5, S.N.Banerjee Road, Kolkata-700013
গুরুত্বপূর্ণ লিংক ➦
Official | Link |
---|---|
অফিশিয়াল নোটিফিকেশন | Download Now |
আবেদন পত্র | Download Now |
অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
No comments:
Post a Comment