![]() |
LIC-তে এপ্রেন্টিস ডেভেলাপমেন্ট অফিসার্স পদে নিয়োগের বিজ্ঞপ্তি |
স্নেহের ছাত্রছাত্রী ....
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি গ্র্যাজুয়েশন পাশে LIC-তে এপ্রেন্টিস ডেভেলাপমেন্ট অফিসার্স পদে নিয়োগের বিজ্ঞপ্তি টি নিয়ে বিস্তারিত ভাবে আমরা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা যারা এই পদে আবেদনের জন্য ইচ্ছা হচ্ছে তোমরা অবশ্যই আমাদের দেওয়া গুরুত্বপূর্ণ তথ্য গুলি ভালোভাবে দেখে নাও এবং উল্লেখিত সমস্যের মধ্যে আবেদন করে দাও।
পদের নাম ➥ Apprentice Development Officer
মোট শূন্যপদ ➥ ১০৪৯ টি
বয়সসীমা ➥ ১লা জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণিদের বয়সের ছাড় আছে
শিক্ষাগত যোগ্যতা ➥ আবেদন করার জন্য প্রার্থীকে যে কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Bachelor’s Degree করা থাকতে হবে।
মাসিক বেতন ➥ নোটিশটিতে বেতনের কথা উল্লেখ নেই।
আবেদন শুরু ➜ ২১শে জানুয়ারি ২০২৩
আবেদন শেষ ➜ ১০ই ফেব্রুয়ারি ২০২৩
আবেদন পদ্ধতি ➥ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগ পদ্ধতি ➥ প্রার্থীদের লিখিত পরীক্ষা (Preliminary & Main Exam)-এর মাধ্যমে নিয়োগ করা হবে।
পরিক্ষার তারিখ ➥
Preliminary Exam : ১২ই মার্চ ২০২৩
Mains Exam : ৮ই এপ্রিল ২০২৩
আবেদন মূল্য ➥
- Unreserved প্রার্থীদের জন্য ৭০০ টাকা।
- SC/ ST/ PWD প্রার্থীদের জন্য ৮৫ টাকা।
গুরুত্বপূর্ণ লিংক ➥
Official | Link |
---|---|
অফিশিয়াল নোটিফিকেশন | Download Now |
আবেদন করার লিংক | Click Here |
No comments:
Post a Comment