Breaking




Saturday, 9 November 2024

ভারতীয় সংবিধানে উল্লেখিত বয়স সীমা তালিকা PDF

ভারতীয় সংবিধানে উল্লেখিত বয়স সীমা তালিকা PDF |-| Age Limits in Indian Constitution

ভারতীয় সংবিধানে উল্লেখিত বয়স সীমা
ভারতীয় সংবিধানে উল্লেখিত বয়স সীমা
ডিয়ার ভারতবাসী,
তোমাদেরকে আজকে আমরা একটি দারুন টপিকের পোস্ট শেয়ার করছি। যে টপিকটি তোমাদের সাধারন জ্ঞানের জন্য দারুন কাজে আসবে। আমরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি সংবিধানে উল্লেখিত বয়স সীমা PDF এই পোস্টটি। 
আশাকরছি তোমরা পোস্টের নাম দেখেই বুঝতে পেরেছো এই পোস্টটি তোমাদের কতটা এবং কীভাবে কাজে আসতে চলেছে। তাই তোমরা মনোযোগ সহকারে নীচে দেওয়া প্রশ্ন আকারে দেওয়া সমস্থ তথ্য গুলি দেখে নাও এবং PDF-টির মধ্যে তালিকা আকারে দেওয়ে আছে যাতে তোমাদের সমস্থ রকম দিক থেকে পড়তে সুবিধা হয়। 

ভারতীয় সংবিধানে উল্লেখিত বয়স সীমা

🔥রাষ্ট্রপতি হওয়ার নূন্যতম বয়স কত ? 
➦ ৩৫ বছর (সর্বোচ্চ বয়স - সীমা নেই)

🔥উপরাষ্ট্রপতি হওয়ার নূন্যতম বয়স কত ? 
➦ ৩৫ বছর (সর্বোচ্চ বয়স - সীমা নেই)

🔥রাজ্যপাল হওয়ার নূন্যতম বয়স কত ? 
➦ ৩৫ বছর (সর্বোচ্চ বয়স - সীমা নেই)

🔥মুখ্যমন্ত্রী হওয়ার নূন্যতম বয়স কত ? 
➦ ২৫ বছর (সর্বোচ্চ বয়স - সীমা নেই)

🔥লোকসভার স্পিকার হওয়ার নূন্যতম বয়স কত ? 
➦ ২৫ বছর (সর্বোচ্চ বয়স - সীমা নেই)

🔥লোকসভার সদস্য হওয়ার নূন্যতম বয়স কত ? 
➦ ২৫ বছর (সর্বোচ্চ বয়স - সীমা নেই)

🔥রাজ্যসভার সদস্য হওয়ার নূন্যতম বয়স কত ? 
➦ ৩০ বছর (সর্বোচ্চ বয়স - সীমা নেই)

🔥MLA হওয়ার নূন্যতম বয়স কত ? 
➦ ২৫ বছর (সর্বোচ্চ বয়স - সীমা নেই)

🔥MLC হওয়ার নূন্যতম বয়স কত ?
➦ ৩০ বছর (সর্বোচ্চ বয়স - সীমা নেই)

🔥পঞ্চায়েত সদস্য হওয়ার নূন্যতম বয়স কত ? 
➦ ২১ বছর (সর্বোচ্চ বয়স - সীমা নেই)

🔥পৌরসভার সদস্য হওয়ার নূন্যতম বয়স কত ? 
➦ ২১ বছর (সর্বোচ্চ বয়স - সীমা নেই)

🔥কারখানায় কাজ করার নূন্যতম বয়স কত ? 
➦ ১৪ বছর (সর্বোচ্চ বয়স - সীমা নেই)

🔥ভোটদান করার নূন্যতম বয়স কত ? 
➦ ১৮ বছর (সর্বোচ্চ বয়স - সীমা নেই)

🔥সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হওয়ার সর্বোচ্চ বয়স কত ? 
➦ ৬৫ বছর (নূন্যতম বয়স - সীমা নেই)

🔥সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতি হওয়ার সর্বোচ্চ বয়স কত ? 
 ➦ ৬৫ বছর

🔥হাইকোর্টের প্রধান বিচারপতি হওয়ার সর্বোচ্চ বয়স কত ? 
➦ ৬২ বছর (নূন্যতম বয়স - সীমা নেই)

🔥হাইকোর্টের অন্যান্য বিচারপতি হওয়ার সর্বোচ্চ বয়স কত ? 
➦ ৬২ বছর (নূন্যতম বয়স - সীমা নেই)

🔥অ্যাটর্নি জেনারেল হওয়ার সর্বোচ্চ বয়স কত ? 
➦ ৬৫ বছর (নূন্যতম বয়স - সীমা নেই)

🔥CAG হওয়ার সর্বোচ্চ বয়স কত ? 
➦ ৬৫ বছর (নূন্যতম বয়স - সীমা নেই)

🔥UPSC চেয়ারম্যান হওয়ার সর্বোচ্চ বয়স কত ? 
➦ ৬৫ বছর (নূন্যতম বয়স - সীমা নেই)

🔥UPSC সদস্য হওয়ার সর্বোচ্চ বয়স কত ? 
➦ ৬৫ বছর (নূন্যতম বয়স - সীমা নেই)

🔥অ্যাডভোকেট জেনারেল হওয়ার সর্বোচ্চ বয়স কত ? 
➦ ৬২ বছর (নূন্যতম বয়স - সীমা নেই)

ভারতীয় সংবিধানে বয়স সীমা PDF  টি সংগ্রহ করতে নীচের Download Now -লেখায় ক্লিক করো 

File Details ::

File Name: ভারতীয় সংবিধানে উল্লেখিত বয়স সীমা

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  150 KB 


No comments:

Post a Comment