Breaking




Thursday, 1 December 2022

প্রাইমারি টেট গণিত পেডাগগি প্র্যাকটিস সেট || Primary TET Mathematics Pedagogy Practice Set

প্রাইমারি টেট গণিত পেডাগগি প্র্যাকটিস সেট || Primary TET Mathematics Pedagogy Practice Set

প্রাইমারি টেট গণিত পেডাগগি প্র্যাকটিস সেট
প্রাইমারি টেট গণিত পেডাগগি প্র্যাকটিস সেট
স্নেহের টেট প্রার্থী ......
তোমাদের পরীক্ষা আর মাত্র কয়েকটা দিন বাকি। তাই তোমাদের এখন প্রচুর প্রচুর প্রচুর পরিমানে টেট পরীক্ষার বিষয় গুলিকে প্র্যাকটিস করতে হবে এবং নিজেকে উক্ত পরীক্ষার জন্য সঠিক ভাবে গড়ে তুলতে হবে। তাই তোমাদের সেই প্রস্তুতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেবার জন্য আমরা আজ গণিত পেডাগগি প্র্যাকটিস সেট-টি তোমাদের সঙ্গে শেয়ার করছি। 
যে প্র্যাকটিস সেটটিতে CTET পরীক্ষার প্রশ্নপত্রের আদলে গুরুত্বপূর্ণ গণিত পেডাগগি প্রশ্ন গুলি দেওয়া আছে। যে প্রশ্ন গুলি তোমরা মনোযোগ সহকারে প্র্যাকটিস করো এবং নিজেকে সঠিক ভাবে প্রস্তুত করে তোল। 
 গণিত পেডাগগি প্র্যাকটিস সেট

০১. জ্যামিতির কোন অংশটি প্রাথমিক শ্রেণীতে পড়ানো হয় ?
🇦.আনুষ্ঠানিক জ্যামিতি
🇧.অনানুষ্ঠানিক জ্যামিতি 
🇨.বৃত্ত অঙ্কন
🇩.স্কেলের মাপ নির্ধারণ


০২. গণিত কি ?
🇦.গননার বিজ্ঞান
🇧.সংখ্যা ও স্থানের বিজ্ঞান
🇨.প্রণালীবদ্ধ সংগঠন এবং সঠিক বিজ্ঞানের শাখা
🇩.উপরের সবগুলি 


০৩. গণিত শিখনের বিষয়ে কোন বিষয়ের উপর গুরুত্ব নেই ?
🇦.মনোযোগ
🇧.আগ্রহ
🇨.মুখস্ত 
🇩.লেখা


০৪. কোন গাণিতিক বা লেখচিত্র অঙ্কন করতে পারা কোন উদ্দেশ্যের মধ্যে পড়ে ?
🇦.বোধ মূলক
🇧.জ্ঞানমূলক
🇨.দক্ষতামূলক 
🇩.প্রয়োগমূলক


০৫. কিভাবে অংক বিষয়টিকে বর্ণনা করা যেতে পারে ?
🇦.সমস্যা সমাধানের সূচক হিসাবে
🇧.সাধারণীকরণের সূচক হিসেবে
🇨.ব্যবহারযোগ্য বিজ্ঞান হিসেবে
🇩.তার্কিক চিন্তার উপর নির্ভর করা বিজ্ঞান হিসেবে 


০৬. অংকের ক্ষেত্রে পুনর্মূল্যায়ন করা নির্ভর করে কিসের উপর ?
🇦.প্রয়োগকুশলতার মাধ্যমে
🇧.বিষয়বস্তু উন্নতি সাধনের মাধ্যমে
🇨.বিষয়বস্তুর গ্রহণযোগ্যতা এবং ত্রুটির ওপর নির্ভর করে
🇩.উপরের সবকটি 


০৭. চিন্তার বৃদ্ধি এবং গাণিতিক ধারণার বিকাশের মধ্যে কিসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে প্রতিষ্ঠিত হয় ?
🇦.হস্তক্ষেপ
🇧.প্রদর্শন
🇨.তত্ত্ব
🇩.গবেষণা 


০৮. কোন বিষয় অংকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রতিপন ?
🇦.দৃশ্য
🇧.শ্রবণ ও দৃশ্য
🇨.শ্রবণ
🇩.শ্রবণ, দৃশ্য এবং লিখিত 


০৯. গণিতের প্রধান বৈশিষ্ট্য কি ?
🇦.ধারণার সংক্ষিপ্ত উপায়
🇧.ভাষা ব্যবহারের সংক্ষিপ্ত উপায় 
🇨.ধারাবাহিক ও বিচ্ছিন্ন
🇩.সামরিক ও নিরবিচ্ছিন্ন


১০. মানব সভ্যতা ও মূল্য গঠন হলো গণিত শিক্ষার একটি -
🇦.উদ্দেশ্য 
🇧.লক্ষ্য
🇨.বৈশিষ্ট্য
🇩.পরিধি


১১. একজন শিক্ষার্থী একটি বর্গক্ষেত্র ও একটি আয়তক্ষেত্র বুঝতে পারে। ভ্যান হিলের চাক্ষুষ চিন্তায় সেই শিক্ষার্থী কোন পর্যায়ে আছে ?
🇦.লেভেল 1 (বিশ্লেষণ)
🇧.লেভেল 2 (সম্পর্ক) 
🇨.লেভেল 3 (ডিডাকশন)
🇩.0 স্তর (স্বীকৃতি)


১২. কখনো দুটি পূর্ণ সংখ্যার যোগফল একটি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার এই সম্পত্তি কোন সম্পত্তি হিসেবে উল্লেখ করা হয় ?
🇦.পরিবর্তনমূলক সম্পত্তি
🇧.ভাগাভাগিযোগ্য সম্পত্তি
🇨.বন্ধ সম্পত্তি 
🇩.সহযোগী সম্পত্তি


১৩. অংক হল মানব সভ্যতার দর্পণ - এল হগবেনের এই উক্তিটি কোন মূল্যবোধের নির্দেশ করে ?
🇦.নিয়মানুবর্তিতা
🇧.সৃজনশীলতা
🇨.সাংস্কৃতিক 
🇩.সামাজিক


১৪. ব্রেন স্টার্মিং পদ্ধতির বৈশিষ্ট্য কি ?
🇦.যুক্তিশক্তির বিকাশ হয় না
🇧.একটি শিশুর যৌক্তিক এবং যুক্তি শক্তি বৃদ্ধি করে 
🇨.শিশুর মনোবল বৃদ্ধি করে
🇩.শিশুর একাগ্রতা বাধাগ্রস্থ হয়


১৫. শিক্ষার্থীর গণিত পরীক্ষায় পাশ করার প্রচেষ্টা কোন চেতনার দ্বারা উদ্ভাবিত হয় ?
🇦.আবেগ
🇧.প্রেষণা 
🇨.প্রশংসা
🇩.কোনোটিই নয়


১৬. গণিতের নৈব্যক্তিক প্রশ্নের মধ্যে কি কি থাকে ?
🇦.যথার্থতা
🇧.নির্ভরযোগ্যতা
🇨.কভারেজ
🇩.উপরের সবকটি 


১৭. গণিতবিদ আর্যভট্ট কত সালে জন্মগ্রহণ করেন ?
🇦.৬৪০ খ্রিস্টাব্দে
🇧.৩৯৬ খ্রিস্টাব্দে
🇨.৮৯৬ খ্রিস্টাব্দে
🇩.৪৭৬ খ্রিস্টাব্দে 


১৮. সাধারণভাবে শিক্ষার্থীরা গণিত শিখতে আগ্রহী হয় না কেন ?
🇦.শিক্ষক জীবনের সাথে বিষয়ের 
🇧.প্রাসঙ্গিকতা দেখাতে ব্যর্থ হন 
🇨.গণিত পড়ানো হয় গাণিতিক ভাষায় শিক্ষার্থীকে শেখার সুযোগ দেওয়া হয়নি।
🇩.কোনোটিই নয়


১৯. প্রাথমিক স্তরে শিশুদের গণিত শিক্ষণ কৌশল হিসাবে কোন বিষয়টি একেবারেই গ্রহণযোগ্য নয় ?
🇦.সিম্পসিয়াম 
🇧.প্রশ্ন করা
🇨.অনুধাবন করা
🇩.ব্যাখ্যাদান


২০. কোন বিষয়টি শিশুদের ভগ্নাংশ ধারণা শেখার জন্য সবচেয়ে উপযুক্ত ?
🇦.কুইজনার রড 
🇧.জিওবোর্ড
🇨.অ্যাবাকাস
🇩.সংখ্যা চার্ট


২১. গণিত মূল্যায়নের জন্য একজন শিক্ষকের কি ধরনের প্রশ্ন করা উচিত ?
🇦.মৌখিক প্রশ্ন
🇧.রচনাধর্মী প্রশ্ন
🇨.সংক্ষিপ্ত প্রশ্ন
🇩.উপরের সবকয়টি 


২২. কোন বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কোন ছোট অঞ্চলের মধ্যে জীব বৈচিত্র্য কে বোঝায় ?
🇦.আলফা বৈচিত্র্য 
🇧.বিটা বৈচিত্র্য
🇨.গামা বৈচিত্র্য
🇩.ফাই বৈচিত্র্য


২৩. কোন একটি ছাত্র একটি অংক করতে পারছে না সে ক্ষেত্রে শিক্ষক হিসাবে আপনি কি করবেন ?
🇦.তাকে বকুনি দেবেন
🇧.ধৈর্য ধরে তাকে বোঝাবেন 
🇨.বাড়ির কাজ হিসেবে অংকটি দেবেন
🇩.পরের অংক করবেন


২৪. গণিতের শিক্ষাদান পদ্ধতির এর ক্ষেত্রে আমরা প্রধানত কোন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে থাকি ?
🇦.আরোহী পদ্ধতি
🇧.অবরোহী পদ্ধতি
🇨.উভয় 
🇩.কোনোটিই নয়


২৫. গণিত বইয়ের পাঠ্যসূচি কি অনুসারে হওয়া দরকার ?
🇦.যৌক্তিক ক্রমানুসারে 
🇧.অনুশীলনীর ক্রমানুসারে
🇨.সমস্যার ক্রমানুসারে
🇩.উপরের সবকয়টি


২৬. কাকে ডেমনস্ট্রেটিভ জ্যামিতির জনক বলা হয় ?
🇦.পি স্যামুয়েল
🇧.ইউক্লিড 
🇨.আর্যভট্ট
🇩.বি রাসেল


২৭. দুর্বলতা নির্ণয়ের শিক্ষণের বৈশিষ্ট্য কি ?
🇦.দুর্বল শিক্ষার্থীদের নির্বাচন করা
🇧.দুর্বলতার দিকগুলি নির্বাচন করা
🇨.শিক্ষণ পদ্ধতির সাহায্য নেওয়া
🇩.উপরের সবকটি 


২৮. NCF 2005 অনুযায়ী কোন বিষয় প্রাথমিক বিদ্যালয় এর গণিত পাঠক্রমের অংশ নয় ?
🇦.প্রতিসাম্য
🇧.টেসেলেসন
🇨.নিদর্শন
🇩.অনুপাত 


২৯. Mathepetics is the mirror of civilization - উক্তিটি কার ?
🇦.এল হগবেন 
🇧.আর্যভট্ট
🇨.বেঞ্জামিন ব্লুম
🇩.জন ম্যাথই


৩০. গণিত শিক্ষার একমাত্র উদ্দেশ্য কি ?
🇦.সৃজনশক্তির বিকাশ
🇧.স্মৃতিশক্তির বিকাশ
🇨.অর্জিত জ্ঞানকে বাস্তবে কাজে লাগানো
🇩.বৌদ্ধিক ক্ষমতাগুলি বিকাশ 


গণিত পেডাগগি প্র্যাকটিস সেটি PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করো

File Details :: 

File Name: প্রাইমারি টেট গণিত পেডাগগি প্র্যাকটিস সেট

File Format:  PDF

No. of Pages:  06

File Size:  320 KB  


No comments:

Post a Comment