Breaking




Wednesday, 25 December 2024

বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার নাম pdf

বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার নাম pdf || Names of intelligence agencies of different countries

বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার নাম pdf
বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার নাম pdf
নমস্কার বন্ধুরা,
তোমাদের জন্য আমরা আজকে নিয়ে হাজির হয়েছি বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার নাম তালিকা pdf-টি নিয়ে যে পোস্টটিতে আমরা কিছু গুরুত্বপূর্ণ দেশের নাম এবং সেই দেশের গোয়েন্দা বাহিনীর নাম প্রশ্ন আকারে এবং তালিকা আকারে শেয়ার করছি। যাতে তোমাদের সমস্থ রকম ভাবে পড়ার একটা অভিজ্ঞতা তৈরি হয় এবং যাতে প্রশ্নের ধরন সম্পর্কে একটি ধারনা তৈরি হয় তোমাদের। 
তাই তোমরা প্রথমে নীচে দেওয়া প্রশ্ন গুলি ভালো ভাবে মুখস্থ করে নেবে এবং PDF-টি সংগ্রহ করে রাখবে যাতে পরে অসময়ে অফলাইনে তাড়াতাড়ি পড়ে নিতে পারো। 

বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার নাম তালিকা 

📚 ভারতের গোয়েন্দা সংস্থার নাম কি ?
 RAW, IB, CBI, DIA

📚 পাকিস্তানের গোয়েন্দা সংস্থার নাম কি ?
 ISI, FIA, MI, IB

📚 বাংলাদেশের গোয়েন্দা সংস্থার নাম কি ?
 NSI, DGFI, CID

📚 নেপালের গোয়েন্দা সংস্থার নাম কি ?
 NID

📚 মায়ানমারের গোয়েন্দা সংস্থার নাম কি ?
 BSI, MI

📚 চীনের গোয়েন্দা সংস্থার নাম কি ?
 MSS

📚 সুইজারল্যান্ডের গোয়েন্দা সংস্থার নাম কি ?
 SND

📚 আমেরিকার গোয়েন্দা সংস্থার নাম কি ?
 CIA, FBI, DIA, INR, NSA

📚 ফ্রান্সের গোয়েন্দা সংস্থার নাম কি ?
 DGSE, DGSI, UPSD

📚 আফগানিস্তানের গোয়েন্দা সংস্থার নাম কি ?
 NDS

📚 অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থার নাম কি ?
 ASIS, ASIO, DIO, ONA

📚 ইরাকের গোয়েন্দা সংস্থার নাম কি ?
 GSD, INIS

📚 ইরানের গোয়েন্দা সংস্থার নাম কি ?
 SAVAK, MOLS

📚 দক্ষিণ আফ্রিকার গোয়েন্দা সংস্থার নাম কি ?
 BOSS, SCA, SANDFID

📚 আর্জেন্টিনার গোয়েন্দা সংস্থার নাম কি ?
 AFI, ENI

📚 থাইল্যান্ডের গোয়েন্দা সংস্থার নাম কি ?
 NICC

📚 ব্রিটেনের গোয়েন্দা সংস্থার নাম কি ?
 MI-5, MI-6, SIS, JIO, DI, NCA

📚 ডেনমার্কের গোয়েন্দা সংস্থার নাম কি ?
 DSIS

📚 ইতালির গোয়েন্দা সংস্থার নাম কি ?
 DIS, AISI, AISE

📚 নেদারল্যান্ডের গোয়েন্দা সংস্থার নাম কি ?
 AIVD, MIVD

📚 রাশিয়ার গোয়েন্দা সংস্থার নাম কি ?
 FSB, GRU, SVR, FSO

📚 নরওয়ের গোয়েন্দা সংস্থার নাম কি ?
 NIS, NORDSS

📚 কানাডার গোয়েন্দা সংস্থার নাম কি ?
 CSIS

📚 ইজিপ্টের গোয়েন্দা সংস্থার নাম কি ?
 Mukhabarat

📚 জাপানের গোয়েন্দা সংস্থার নাম কি ?
 PSIA, DDI, CSICE

📚 ফিনল্যান্ডের গোয়েন্দা সংস্থার নাম কি ?
 FDIA

📚 ইউক্রেনের গোয়েন্দা সংস্থার নাম কি ?
 NBI

📚 জিম্বাবুয়ের গোয়েন্দা সংস্থার নাম কি ?
 CIO

📚 জার্মানির গোয়েন্দা সংস্থার নাম কি ?
 BND

📚 ভেনেজুয়েলার গোয়েন্দা সংস্থার নাম কি ?
 DGCIM

📚 পেরুর গোয়েন্দা সংস্থার নাম কি ?
DINI
গোয়েন্দা সংস্থার নাম PDF  টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details ::

File Name:  বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার নাম

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  160 KB


No comments:

Post a Comment