Breaking




Thursday, 10 November 2022

শিশুমনস্তত্ত্ব ও উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন তত্ত্বের প্রবক্তা তালিকা PDF

শিশুমনস্তত্ত্ব ও উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন তত্ত্বের প্রবক্তা তালিকা PDF 

শিশুমনস্তত্ত্ব ও উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন তত্ত্বের প্রবক্তা তালিকা PDF
শিশুমনস্তত্ত্ব ও উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন তত্ত্বের প্রবক্তা তালিকা PDF 
প্রিয় ছাত্রছাত্রীরা .......
তোমাদের আজ আমরা খুবি গুরুত্বপূর্ণ একটি পোস্ট শেয়ার করছি, যে পোস্টটি তোমাদের প্রাইমারি টেট ক্ষেত্রে বিশেষ করে এবং আরও অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে দারুন ভাবে কাজে আসবে। আমরা আজ বিভিন্ন তত্ত্বের প্রবক্তা তালিকা PDF or বিভিন্ন তত্ত্ব ও তার প্রবক্তা তালিকা PDF-এই পোস্টটি তোমাদের শেয়ার করছি। আশা করছি তোমরা পোস্টটির টাইটেল পড়েই বুঝতে পেরেছি পোস্টটির মধ্যে কি কি থাকছে এবং পোস্টটি কতটা গুরুত্বপূর্ণ একটি পোস্ট । 
আমরা পোস্টটি দু'রকম ভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি। সবার প্রথমে প্রশ্ন আকারে সমস্থ তত্ত্ব গুলির নাম এবং তাদের প্রবক্তার নাম দেওয়া থাকছে, এবং তারপর পোস্টটির নীচে PDF-টি তালিকা আকারে দেওয়া থাকবে। 
অতএব তোমরা দুরকম ভাবে পড়ার সুবিধা পাচ্ছো। প্রথমত প্রশ্ন আকারে পোস্টটি পড়লে তোমাদের মনে রাখতে এবং প্রশ্নের ধরন সম্পর্কে একটি স্বচ্ছ ধারনা আসবে এবং পরে অসময়ে পড়ার জন্য সংক্ষিপ্ত তালিকা আকারে PDF-টিও পেয়ে যাচ্ছো। 

চলার পথে বাঁধা আছে তার মধ্যে সবাই  ক্ষতবিক্ষত হয়ে যায়, 
সেখান থেকে তুমি কেনো রেহাই পাবে, 
একদিন সবকিছু সেরে উঠবে যদি না পথ চলা বন্ধ না করো।

 বিভিন্ন তত্ত্ব ও তার প্রবক্তা তালিকা

📚 জ্ঞানমূলক বিকাশ তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর ➺ পিঁয়াজে

📚 বহুমুখী বুদ্ধি তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর ➺ গার্ডনার

📚 বহু উপাদান তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর ➺ থর্নডাইক

📚 সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর ➺ স্কিনার

📚 নৈতিক বিকাশের তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর ➺ কোহলবার্গ

📚 বুদ্ধির সংগঠন তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর ➺ গিলফোর্ড

📚 প্রচেষ্টা ও ভুলের তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর ➺ থর্নডাইক

📚 বুদ্ধির বাছাই তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর ➺ থম্পসন

📚 বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর ➺ স্পিয়ারম্যান

📚 মনোসামাজিক বিকাশ তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর ➺ এরিকসন

📚 প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর ➺ প্যাভলভ

📚 দলগত উপাদান তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর ➺ থাস্টোন

📚 ভাষা বিকাশের তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর ➺ ভাইগটস্কি

📚 সামাজিক নির্মিতিবাদ তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর ➺ ভাইগটস্কি

📚 ত্রিমাত্রিক তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর ➺ গিলফোর্ড

📚 তথ্য প্রক্রিয়াকরণ তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর ➺ স্টার্নবার্গ

📚 বুদ্ধির একক উপাদান তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর ➺ স্টার্ন
বিভিন্ন তত্ত্বের প্রবক্তার PDF টি সংগ্রহ করতে নীচের Download Now- লেখায় ক্লিক করো

File Details ::

File Name: বিভিন্ন তত্ত্বের প্রবক্তা

File Format:  PDF

No. of Pages:  01

File Size:  105 KB 


No comments:

Post a Comment