ইংরেজি পেডাগজি কুইজ পর্ব-০২ || Online English Pedagogy Mock Test Episode - 02
স্নেহের টেট পরীক্ষার্থী .......
তোমাদের জন্য আমরা আজ একটি দারুন বিষয়ের কুইজ নিয়ে হাজির হয়েছি এবং যে কুইজটি অন্যান্য বিষয়ের থেকে একটু আলাদা রকমের একটি কুইজ, যে কুইজটিতে অংশগ্রহন করলেই তোমারা বুঝতে পারবে। আমরা আজ প্রাইমারি টেট পরীক্ষার জন্য CTET পরীক্ষার আদলে ইংরেজি পেডাগজি কুইজ পর্ব-০২ টি শেয়ার করছি। যে কুইজটিতে খুবি গুরুত্বপূর্ণ এবং বাছাই করা ২০টি প্রশ্ন আছে, যে প্রশ্ন গুলি প্র্যাকটিস করলেই তোমরা বুঝতে পারবে কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে।
সুতরাং তোমরা আর বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি কুইজটিতে অংশগ্রহন করে নাও এবং নিজেকে উক্ত পরীক্ষার জন্য নিজেকে আরও শক্তিশালী করে তোলো।
তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস,
সেটি হচ্ছে অজুহাত !
যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে,
সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না,
সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে।
প্রাইমারি টেট স্পেশাল ইংরেজি পেডাগজি কুইজ
Sohojogita.. | প্রস্তুতি |
---|---|
পরীক্ষা | WB প্রাইমারী টেট |
বিষয় | ইংরেজি পেডাগগি |
Episode | ০২ |
পূর্ণমান | ২০ |
প্রশ্ন সংখ্যা | ২০ |
সময় | ৬০ সেকেন্ড / প্রশ্ন |
আমাদের সহযোগিতা তোমাদের সাফল্য
Time's Up
score:
No comments:
Post a Comment