কলকাতা পুলিশ কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর PDF || Kolkata Police GK Question Answers PDF In Bengali
![]() |
কলকাতা পুলিশ জিকে প্রশ্ন উত্তর PDF |
ডিয়ার কলকাতা পুলিশ পরীক্ষার্থী,
তোমাদের জন্য আমরা আজ নিয়ে হাজির হয়েছি কলকাতা পুলিশ জিকে প্রশ্ন উত্তর PDF পোস্টটি নিয়ে। যে পোস্টটিতে কিছু গুরুত্বপূর্ণ এবং বাছাই করা জিকে প্রশ্ন উত্তর দেওয়া আছে, যে প্রশ্ন গুলি উক্ত পরীক্ষার জন্য দারুন ভাবে কাজে আসবে।
সুতরাং তোমরা কোনো রকম সময় নষ্ট না করে তাড়াতাড়ি প্রশ্ন গুলি মুখস্থ করে নাও যেতে তোমার নিজেকে উক্ত পরীক্ষার জন্য সঠিক ভাবে প্রস্তুত করে তুলতে পারো।
কলকাতা পুলিশ জিকে প্রশ্ন উত্তর
❖ NHRC এর পুরো নাম কি ?
Ans :: National Human Rights Commission.
❖ পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: মধ্যপ্রদেশ
❖ প্রথম প্রত্যক্ষ পর্যবেক্ষণের মাধ্যমে বিবর্তনবাদের ধারণা দেন কে ?
Ans :: চার্লস ডারউইন
❖ রথযাত্রা কোথায় পালিত হয় ?
Ans :: ওড়িশা
❖ বাসিলিকা অফ বম জেসাস চার্চ কোথায় অবস্থিত ?
Ans :: গোয়া
❖ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হিমবাহের নাম কি ?
Ans :: সিয়াচেন হিমবাহ
❖ কোন ব্যক্তি আলফ্রেড পার্কে নিজেকে গুলি মেরে আত্মহত্যা করেছিলেন ?
Ans :: চন্দ্রশেখর আজাদ
❖ কোন নদীকে বিহারের দুঃখ বলা হয় ?
Ans :: কোশী নদী
❖ কোন সালে ১৪টি ব্যাঙ্কের রাষ্ট্রীয়করণ করা হয়েছিল ?
Ans :: ১৯৬৯ সালে
❖ কোনটির অভাবে ডায়াবেটিস রোগ হয় ?
Ans :: ইনসুলিন
❖ সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি ?
Ans :: ফ্লোরিন
❖ নিম্নোক্ত কোন অরণ্যটি গুজরাটে দেখতে পাওয়া যায় ?
Ans :: গির অরণ্য
❖ কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয় ?
Ans :: স্ফিগমোম্যানোমিটার
❖ নীতি আয়োগ এবং পারমাণবিক শক্তি বিভাগের প্রধান কে ?
Ans :: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
❖ পেট্রোল ও কয়লার দহনে কোন গ্যাস নির্গত হয় ?
Ans :: কার্বন ডাই অক্সাইড
❖ ২০০৫ সালে কোন ভাষা ক্ল্যাসিকাল ল্যাঙ্গুয়েজ এর মর্যাদা পেয়েছে ?
Ans :: সংস্কৃত
❖ Na2So3 এর সাথে HCL এর বিক্রিয়ায় কোন গ্যাস নির্গত হয় ?
Ans :: সালফার ডাই অক্সাইড
❖ প্রিজমের ভিতর দিয়ে পার হওয়ার সময় কোন আলোক রশ্মি সবচেয়ে কম বেঁকে যায় ?
Ans :: লাল
❖ কোন কমিটির সুপারিশে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত হয়েছিল ?
Ans :: সরণ সিং কমিটি
❖ BHEL কবে প্রতিষ্ঠিত হয় ?
Ans :: ১৯৬৪ সালে
❖ ভারতীয় সংবিধানের অষ্টম তফশিলে সিন্ধি ভাষা কবে স্থান পেয়েছিল ?
Ans :: ১৯৬৭ সালে
❖ কোন নদী প্রবাহ জম্মু ও কাশ্মীর হয়ে প্রবাহিত হয় ?
Ans :: সিন্ধু নদী
❖ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ?
Ans :: ১৯৫১ – ১৯৫৬ সাল
❖ Swiss Open Badminton 2022 Women`s Singles খেতাব কে জিতেছেন ?
Ans :: পি. ভি. সিন্ধু
❖ অ্যান্থুরিয়াম ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালিত হয় ?
Ans :: মিজোরাম
❖ বৈজ্ঞানিক অধ্যায়নের জন্য নারায়ণ প্রধান কোন পুরস্কার পেয়েছেন ?
Ans :: 31st GD Birla Award for Scientific Research.
❖ মিতালী রাজ কোন খেলার সঙ্গে যুক্ত ?
Ans :: ক্রিকেট
❖ মৌলিক কর্তব্য কততম সংবিধান সংশোধনী দ্বারা যুক্ত হয়েছে ?
Ans :: সংবিধানের ৪২তম সংশোধনী আইন বলে মৌলিক কর্তব্যগুলি সংবিধানের অন্তর্ভুক্ত হয়
❖ জাতীয় মহিলা কমিশনের বর্তমান চেয়ারপার্সন কে ?
Ans :: রেখা শর্মা
❖ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোনটির ওপর বেশি জোর দেওয়া হয়েছিল ?
Ans :: ভারী শিল্পায়ন
❖ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ করেন ?
Ans :: রাষ্ট্রপতি
❖ নিম্নোক্ত কোনটির প্রতিরোধকতা সর্বাধিক ?
Ans :: নাইক্রোম
❖ ভারতের নামসর্বস্ব শাসক কে ?
Ans :: রাষ্ট্রপতি
❖ মানব শরীরে ইউরিয়াকে ফিল্টার করে কোনটি ?
Ans :: কিডনি
❖ IPL ২০২২ এ মোট কতগুলি দল অংশ গ্রহণ করেছিল ?
Ans :: ১০টি
❖ মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
Ans :: রাশিয়া
❖ রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন সদস্য কে মনোনীত করেন ?
Ans :: ১২ জন
❖ অগ্নিনির্বাপক যন্ত্রে কোন গ্যাস থাকে ?
Ans :: কার্বন ডাই অক্সাইড
❖ গান্ধীজি অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করা হয় ?
Ans :: চৌরিচৌরা ঘটনার জন্য
❖ লবণ সত্যাগ্রহ ভেঙে দিয়ে কোন আন্দোলন শুরু হয়েছিল ?
Ans :: আইন অমান্য আন্দোলন
❖ ইন্দিরা গান্ধী খাল কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত ?
Ans :: পাঞ্জাবে শতদ্রু ও বিয়াস নদীর সংযোগস্থলের কাছে অবস্থিত হারিকে ব্যারেজ থেকে এই ক্যানেল শুরু হয়ে রাজস্থানের থর মরুভূমি অঞ্চলের মোহনগড়ে শেষ হয়েছে
KP জিকে প্রশ্ন উত্তরের PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করো
File Details ::
File Name: কলকাতা পুলিশ কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর
File Format: PDF
No. of Pages: 04
File Size: 215 KB
No comments:
Post a Comment