Breaking




Tuesday 23 May 2023

কলকাতা পুলিশ জিকে প্রশ্ন উত্তর PDF || Kolkata Police GK Question Answers PDF

কলকাতা পুলিশ জিকে প্রশ্ন উত্তর PDF || Kolkata Police GK Question Answers PDF

কলকাতা পুলিশ জিকে প্রশ্ন উত্তর PDF || Kolkata Police GK Question Answers PDF
কলকাতা পুলিশ জিকে প্রশ্ন উত্তর PDF || Kolkata Police GK Question Answers PDF
ডিয়ার কলকাতা পুলিশ পরীক্ষার্থী,
তোমরা ভালভাবেই জানো যে কলকাতা পুলিশ পরীক্ষার ডেট যে কোনো মুহূর্তে ঘোষণা করতে পারে। তাই তোমরা যারা উক্ত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো অবশ্যই নিজেকে সঠিক ভাবে প্রস্তুত করো। পরীক্ষার ডেট ঘোষণা করেনি বলে প্র্যাকটিস করবেনা সেরকমটা ভাবা ভুল হবে। 
তাই তোমরা যারা উক্ত পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছো তোমাদের জন্য আমরা আজ কলকাতা পুলিশ জিকে প্রশ্ন উত্তর PDF-টি তোমাদের সঙ্গের শেয়ার করলাম। এই PDF-টিতে আছে সিলেবাস অনুযায়ী এবং উক্ত পরীক্ষার জন্য দারুন উপযোগী জিকে প্রশ্ন উত্তর আমরা এই প্রশ্ন গুলি বিভিন্ন বিষয় থেকে বেছে বেছে নিয়েছি। 
সুতরাং তোমরা কোনো রকম ভাবনা চিন্তা না করে তাড়াতাড়ি নীচের দেওয়া প্রশ্ন গুলি পড়ে নাও এবং পারলে PDF-টিও সংগ্রহ করে নাও যাতে অসময়ে পরতে পারো। 

 কলকাতা পুলিশ জিকে প্রশ্ন উত্তর

📕ভারতে কথা বলা ভাষা গুলির মধ্যে তৃতীয় স্থানে কোনটি আছে ?
Ans :: মারাঠি

📕নিউল্যান্ডের অষ্টক সূত্রে বেরেলিয়ামের মতো গুণ আছে কোন মৌলের ?
Ans :: ম্যাগনেসিয়াম

📕সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় কে ?
Ans :: রবীন্দ্রনাথ ঠাকুর

📕কোন নদীর উৎপত্তি মহাবালেশ্বর থেকে হয়েছে ?
Ans :: কৃষ্ণা নদী

📕রাজ্যসভার আসন বিভাজন কোন তফশিলে বর্ণিত আছে ?
Ans :: চতুর্থ

📕২০২০ সালের প্রজাতন্ত্র দিবসে মুখ্য অতিথি কে ছিলেন ?
Ans :: ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বলসোনারো

📕সম্প্রতি প্রো কাবাডি লীগ কোন দল জিতেছে ?
Ans :: দাবাং দিল্লী কে.সি.

📕সুমিত আন্তিল কোন ক্ষেত্রে পদ্মশ্রী পুরস্কার ২০২২ পেয়েছে ?
Ans :: ক্রীড়া ক্ষেত্রে

📕কোন বছর মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে ?
Ans :: ২রা অক্টোবর ২০১৯ সালে

📕টোকিও অলিম্পিক ২০২১ এ ভারত মোট কতগুলি রৌপ্য পদক জিতেছে ?
Ans :: দুটি

📕ব্রহ্মপুত্র নদীর বৃহত্তম নদী দ্বীপ কোনটি ?
Ans :: মাজুলি

📕পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কততম সংবিধান সংশোধনী দ্বারা যুক্ত হয়েছিল ?
Ans :: ৭৩তম সংশোধনী ১৯৯২

📕ভারতের প্রথম প্যারা ব্যাডমিন্টন অ্যাকাডেমি কোথায় খোলা হয়েছে ?
Ans :: উত্তরপ্রদেশের লখনউতে

📕ওয়াশিং সোডার প্রকৃতি কেমন ?
Ans :: ক্ষারীয়

📕ঋকবেদে কতগুলি স্তোত্র আছে ?
Ans :: ১০২৮টি

📕এসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ার ফলে জল এবং লবণ উৎপন্ন হয়, এই বিক্রিয়াকে কি বলে ?
Ans :: প্রশমন প্রক্রিয়া

📕কোন রাজ্যের সাথে গ্রামীণ অলিম্পিক সম্পর্কিত ?
Ans :: রাজস্থান

📕ভারতের প্রথম মেডিক্যাল কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন ?
Ans :: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

📕ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন কবে প্রতিষ্ঠা হয়েছিল ?
Ans :: ১৯৫৯ সালের ৩০শে জুন

📕খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস ২০২১ কোথায় অনুষ্ঠিত হয়েছে ?
Ans :: ব্যাঙ্গালোর

📕ভোক্তা সুরক্ষা আইন (Consumer Protection Act) কবে চালু হয়েছিল ?
Ans :: ১৯৮৬ সালে

📕বারি দোয়াব অঞ্চলটি কোন কোন নদীর মধ্যবর্তীতে অবস্থিত ?
Ans :: বিপাশা ও শতদ্রু নদী

📕কে সর্বপ্রথম ভারতের গণপরিষদের ধারণা দেন ?
Ans :: এম.এন. রায়

📕ওজোন স্তর ক্ষয়ের কারণ কি ?
Ans :: ক্লোরোফ্লোরো কার্বন

📕হিমালয়ের পাদদেশ অঞ্চলে কোন ধরনের বনভূমি দেখতে পাওয়া যায় ?
Ans :: চিরহরিৎ বনভূমি

📕জুম্মা নামাজ কোন দিনে হয় ?
Ans :: শুক্রবার

📕বিশ্ব জল দিবস কবে পালিত হয় ?
Ans :: ২২শে মার্চ

📕ধুয়াধার জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত ?
Ans :: নর্মদা

📕পেপার লেস বিধানসভা কোন রাজ্যে হয়েছে ?
Ans :: নাগাল্যান্ড

📕ভারতীয় মহিলা ক্রিকেট কোচ কে ?
Ans :: রমেশ পাওয়ার

📕অমৃতা দেবী বিষ্ণোই জাতীয় পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
Ans :: বন্যপ্রাণী সুরক্ষা

📕আসামে কোন উৎসবটি পালিত হয় ?
Ans :: বিহু
 
📕অনুচ্ছেদ 21A তে কত বছর বয়সী বাচ্চাদের বিনামূল্যে শিক্ষা প্রদানের কথা বলা হয়েছে ?
Ans :: ৬ থেকে ১৪ বছর বয়সী

📕অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত ?
Ans :: 

📕কুম্ভমেলা কোথায় হয় ?
Ans :: প্রয়াগরাজ

📕ক্লোরিনের যোজ্যতা কত ?
Ans :: 

📕IIT মাদ্রাস বিকলাঙ্গদের জন্য কোন ধরনের রোবটের উপকরণ তৈরি করেছে ?
Ans :: KADAM.

📕২০০৪ সালে কোন ভাষা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ এর মর্যাদা পেয়েছে ?
Ans :: তামিল

📕রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন ?
Ans :: উপরাষ্ট্রপতি

📕মৌমাছি কামড়ালে ক্ষতস্থানে কোনটি ব্যবহার করা যেতে পারে ?
Ans :: বেকিং সোডা

📕পৃথিবীর সবচেয়ে বড় মহাকাব্য কোনটি ?
Ans :: মহাভারত

KP জিকে প্রশ্ন উত্তরের PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করো

File Details :: 

File Name: কলকাতা পুলিশ জিকে প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  04

File Size:  205 KB  


No comments:

Post a Comment