WB primary TET 2022 Notification Details || পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট নোটিফিকেশন ২০২২ বিস্তারিত তথ্য
সুপ্রিয় টেট পরীক্ষার্থী .....
গতকাল অর্থাৎ ২৯শে সেপ্টেম্বর ২০২২ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ২০২২-এ প্রাথমিক শিক্ষক নিয়োগের অফিসিয়াল নোটিশটি পাবলিশ করে। নোটিশটি হাতে পাবার পর অনেকেরি নিজেদের মধ্যে নানা রকম প্রশ্ন আসতে থাকে অর্থাৎ বুঝতে অসুবিধা হয়। তাই আমরা আজ তোমাদের সেই সমস্যা দুরকরার জন্য সম্পূর্ণ বাংলায় এবং সহজ ভাষায় WB primary TET 2022 Notification টির সম্পর্কে আলোচনা করবো। আশাকরছি তোমাদের এই পোস্টটি পড়ার পর আর কোনো রকম সমস্যা থাকবেনা। যদি থেকে থাকে কমেন্ট করে জানাতে পারো।
প্রাইমারি টেট নোটিফিকেশন ২০২২-এর বিস্তারিত তথ্য
₪ পদের নাম ➜ অ্যাসিস্ট্যান্ট টিচার (ক্লাস ১-৫)
₪ শিক্ষাগত যোগ্যতা ➜
- ৫০% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে দু বছরের ডি.এল.ড কোর্স
- ৫০ শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে চার বছরের বি.এল.এড কোর্স
- ৫০ শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে স্পেশাল এডুকেশনে ডিপ্লোমা কোর্স
- ৫০ শতাংশ নম্বর সহ যেকোনো বিষয়ে গ্রাজুয়েশন পাশ সঙ্গে বি.এড কোর্স
বিঃ দ্রঃ - আবেদন করতে পারবে ডি.এল.ড - বি.এড উভয় ক্ষেত্রেই ২০২০-২০২২ পর্যন্ত শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা।
₪ বিশেষ সুবিধা ➜ কেবলমাত্র উচ্চমাধ্যমিক পাশের ক্ষেত্রে SC, ST, OBC-A, OBC-B, EC, PH, এবং DH ক্যাটাগরির ছাত্রছাত্রীরা ৫০% এর বদলে ৪৫% পর্যন্ত ছাড় পাবে অর্থাৎ ৫% ছাড় পাবে।
₪ শুন্যপদ ➜ শুন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়নি।
₪ বয়সসীমা ➜ প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
₪ নিয়োগ পদ্ধতি ➜ লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
₪ আবেদন পদ্ধতি ➜ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন শুরু ➜ ১৪ই অক্টোবর ২০২২
আবেদন শেষ ➜ তারিখ উল্লেখ করা হয়নি
₪ আবেদন মুল্য ➜
- জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে ১৫০ টাকা
- ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা
- SC/ ST/ PWD শ্রেণীভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা
Official | Link |
---|---|
অফিশিয়াল নোটিফিকেশন | Download |
অফিসিয়াল সাইট | Click Here |
No comments:
Post a Comment