Breaking




Saturday 24 September 2022

রেলওয়ে গ্রুপ ডি জেনারেল সাইন্স প্রশ্ন উত্তর PDF

রেলওয়ে গ্রুপ ডি জেনারেল সাইন্স প্রশ্ন উত্তর PDF || রেলওয়ে গ্রুপ ডি প্রশ্ন উত্তর PDF

রেলওয়ে গ্রুপ ডি জেনারেল সাইন্স প্রশ্ন উত্তর PDF
রেলওয়ে গ্রুপ ডি জেনারেল সাইন্স প্রশ্ন উত্তর PDF
ডিয়ার রেলওয়ে পরীক্ষার্থী... ...
তোমাদের দীর্ঘ প্রতীক্ষার পর আমরা তোমাদের জন্য নিজে হাজির হয়েছি, রেলের গ্রুপ ডি পরীক্ষার প্রশ্ন উত্তর PDF নিয়ে। যে PDF-টির মধ্যে একগুচ্ছো জিকে এবং জেনারেল সাইন্সের প্রশ্ন দেওয়া আছে এবং যে প্রশ্ন গুলি এবারের পরীক্ষায় এসেছে আমারা সেই ধরনের প্রশ্ন গুলি দিচ্ছি। তোমাদের যাদের এখনও পরীক্ষা বাকি আছে তোমরা অবশ্যই এই প্রশ্ন গুলি দেখে যাতে পারো, আশাকরছি তোমারা আর ফল অবশ্যই পাবে। 
[তাই তোমরা আর কোনো সময়ের অপচয় না করে অবিলম্বে পড়া শুরু করে দাও। আর তোমাদের প্রশ্ন গুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আরও যদি এই রকম প্রশ্ন উত্তর পেতে চাও সেটাও কমেন্ট করে জানাবে।]

রেলওয়ে গ্রুপ ডি প্রশ্ন উত্তর

পঙ্গল উৎসবে কোন দেবতার পূজা করা হয় ?
➼ সূর্য

 ১ হর্স পাওয়ার সমান কত ওয়াট ?
➼ ৭৪৬ ওয়াট

 ম্যানগ্রোভ অরণ্য কোন রাজ্যে বেশি দেখতে পাওয়া যায় ?
➼ পশ্চিমবঙ্গ

 ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা কে ?
➼ রাজা রামমোহন রায়

 ভারতীয় সংবিধানের ২১ অনুচ্ছেদে কি উল্লেখ আছে ?
➼ জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার কথা

 লোসার উৎসবটি কোথায় পালিত হয় ?
➼ লাদাখে

 এনভায়রনমেন্ট পারফর্মেন্স ইনডেক্স ২০২২ এ ভারতের স্থান কত ?
➼ ১৮০

 সোডিয়াম বাই কার্বনেট এর রাসায়নিক নাম কি ?
➼ NaHCO3.

 তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?
➼ মহারাষ্ট্র

 Official Languages Act কবে কার্যকর হয়েছিল ?
 ১৯৬৩ সালে

 সর্বাধিক তড়িৎ ধনাত্মক মৌল কোনটি ?
➼ সিজিয়াম

 তারাদের ঝিকিমিকি করার কারণ কি ?
➼ বিশাল দূরত্ব ও বায়ুর ঘনত্বের হ্রাসবৃদ্ধি

 সম্প্রতি ২৫তম মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত হলেন কে ?
➼ রাজীব কুমার

 আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন ?
➼ রাজা রামমোহন রায়

 ভারতের সংবিধান স্বীকৃত ভাষা কয়টি ?
➼ ২২টি

 ৭৩তম সংবিধান সংশোধনী কীসের সঙ্গে সম্পর্কিত ?
➼ পঞ্চায়েতি রাজ

 ইসলাম ধর্মের প্রবর্তক কে ?
  হযরত মুহাম্মদ

 রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন ?
➼ স্বামী বিবেকানন্দ

 পঙ্কজ আদবানি কোন খেলার সঙ্গে যুক্ত ?
➼ বিলিয়ার্ডস

 জঙ্গল এলাকা বৃদ্ধির নিরিখে ভারতের স্থান কত ?
➼ তৃতীয়

 কস্টিক সোডার রাসায়নিক নাম কি ?
➼ NaOH.

  বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?
➼ কর্ণাটক

 আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় ?
➼ ১৮৭৫ সালে

 স্যার টমাস রো কোন মোগল সম্রাটের রাজসভায় আসেন ?
➼ জাহাঙ্গীর

 মেরুদন্ডের উৎপত্তি কোথা থেকে হয় ?
➼ মেডোলা

 প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয় ?
➼ ২৬শে জানুয়ারি

 ফ্লোয়েম এর কাজ কি ?
  খাদ্য পরিবহণ করা

 অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট কে প্রকাশ করেন ?
  অর্থমন্ত্রী

 বেদ সমাজের স্থাপনা কোথায় হয়েছিল ?
➼ মাদ্রাসে

 ভারতীয় সংবিধানের ৫০ তম সংশোধন কবে হয়েছিল ?
➼ ১৯৮৪ সালে

 ভারতের প্রথম লোকপাল কে ছিলেন ?
➼ পিনাকী চন্দ্র ঘোষ

 AIDS এর পুরো নাম কি ?
➼ অ্যাকুয়ার্ড‌ ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম

 ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি ?
➼ ক্যালসিফেরল

 কমনওয়েলথ গেমস ২০২২ কোথায় অনুষ্ঠিত হয় ?
➼ ইংল্যান্ডের বার্মিংহামে

 পেরিয়ার নদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত ?
➼ কেরালা এবং তামিলনাড়ু

 কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয় ?
➼ রাজস্থান

 জালিকাট্টু ফেস্টিভ্যাল কি ?
➼ ষাঁড়ের লড়াই

 বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয় ?
➼ ২রা ফেব্রুয়ারি

 প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেল থেকে নেওয়া হয় ?
➼ হ্যারোড ডোমার মডেল

 রক্ত তঞ্চনের সঙ্গে যুক্ত ভিটামিনের নাম কি ?
➼ ভিটামিন কে

 নীরজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত ?
 জ্যাভলিন থ্রো

 ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় ?
➼ সমুদ্রগুপ্তকে

 আত্মঘাতী থলি কাকে বলা হয় ?
➼ লাইসোজোমকে

 হিলিয়ামের জারণ সংখ্যা কত ?
➼ শূন্য

 সাঙ্গাই হরিণ কোন রাজ্যে দেখতে পাওয়া যায় ?
➼ মণিপুর

 বাসভারাজ বোম্বাই কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ?
➼ কর্ণাটক

 মৌসিনরাম কোথায় অবস্থিত ?
➼ পূর্ব খাসি পাহাড়ের কোলে অবস্থিত

 অমরকন্টক থেকে কোন নদীর উৎপত্তি ?
 নর্মদা

 নভরোজ বা নওরোজ উৎসব কারা পালন করে ?
➼ পারসিরা

 SAIL কবে প্রতিষ্ঠিত হয় ?
➼ ২৪শে জানুয়ারি ১৯৭৩ সালে

 জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় ?
➼ ২৮শে ফেব্রুয়ারি

 প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার চেয়ারম্যান কে ছিলেন ?
➼ জওহরলাল নেহেরু
RRB জেনারেল সাইন্সের PDF  টি পেতে নীচের Download-লেখায় ক্লিক করুন
File Details  :: 

File Name: রেলওয়ে গ্রুপ ডি জেনারেল সাইন্স প্রশ্ন উত্তর

Part: 01

File Format:  PDF

No. of Pages:  05

File Size:  630 KB

Download Link :   


No comments:

Post a Comment