Breaking




Saturday, 16 July 2022

Railway Group D Practice Set in Bengali PDF Part :: 02 - রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট ০২

 Railway Group D Practice Set in Bengali PDF Part :: 02 - রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট ০২

Railway Group D Practice Set in Bengali PDF Part :: 02 - রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট ০২
Railway Group D Practice Set in Bengali PDF Part :: 02 - রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট ০২
ডিয়ার রেলওয়ে পরীক্ষার্থী..
আমরা আজকে তোমাদের জন্য Railway Group D Practice Set in Bengali PDF 02-টি শেয়ার করছি। তোমারা অবশ্যই এই প্র্যাকটিস সেটটি প্র্যাকটিস করতে শুরু করে দাও। কারন আর বেশি দিন নেই এই পরীক্ষাটি। আর তোমাদের এই প্র্যাকটিস সেটটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধবীদের শেয়ার করবে। 

(বিঃ দ্রঃ - আজকের প্র্যাকটিস সেটটি একটি অন্য স্টাইলে বানানো। তোমাদের একটু হলেও অসুবিধা হতে পারে। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।)

রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট

০১. মানুষের রক্তে উপস্থিত সর্ব বৃহৎ কণিকা হলো ?
মনোসাইট  
এরিথ্রোসাইট
ব্যাসোফিল
লিম্ফোসাইট


০২. একটি আয়তাকার জলাধারের দৈর্ঘ্য ৫০ মিটার ও গভীরতা ২৯ মিটার। জলাধার থেকে ১০০০ ঘনমিটার জল তুলে নিলে জলাধারটির জলের গভীরতা ২ মিটার হ্রাস পায়। জলাধারের আয়তন কত ঘনমিটার হবে ?
Ⓐ ১৩৫০০
Ⓑ ১৪৫০০ 
Ⓒ ১৪০০০
Ⓓ ১৫০০০


০৩. একটি বাঁদর ১০ মিটার দৈর্ঘ্যের একটি তৈলাক্ত উল্লম্ব বাঁশে উঠার চেষ্টা করছিল। সে ১ মিনিটে ২ মিটার ওঠে এবং পরবর্তী ১ মিনিটে ১ মিটার নেমে যায়। বাঁশটির শীর্ষে উঠতে বাঁদরটির কত সময় লাগবে ?
Ⓐ ১৯ মিনিট
Ⓑ ১৭ মিনিট 
Ⓒ ২০ মিনিট
Ⓓ ২১ মিনিট


০৪. ফিউজ তারের উপাদান কি ?
Ⓐ নিকেল
Ⓑ টিন
Ⓒ সীসা
Ⓓ টিন ও সীসার সংকর 


০৫. একটি কৌশল যার মাধ্যমে ক্যাম্বিয়াম টিস্যুতে পুষ্টি সরবরাহ করা হয় নতুন উদ্ভিদ গড়তে এবং বাড়াতে লাগে তাকে বলা হয় ?
Ⓐ কলাকর্ষন টেকনিক 
Ⓑ জেনেটিক ইঞ্জিনিয়ারিং
Ⓒ জিন সিকোয়েন্সিং
Ⓓ জিন থেরাপি


০৬. যদি একটি বস্তুর উপর প্রয়োগ করা ধ্রুবক বলকে,সেই বল এবং বল প্রয়োগের দিকে বস্তুটির সরণের গুনফল হিসেবে ব্যক্ত হয়, তাহলে সেটি কি নামে অভিহিত ?
Ⓐ ঘাত
Ⓑ মন্দন
Ⓒ ত্বরণ
Ⓓ কৃতকার্য 


০৭. রয়টার্স সংবাদ সংস্থাটি কোন দেশের ?
Ⓐ ভারত
Ⓑ রাশিয়া
Ⓒ যুক্তরাজ্য 
Ⓓ আমেরিকা যুক্তরাষ্ট্র


০৮. স্বদেশ বান্ধব সমিতির প্রতিষ্ঠাতা কে ?
Ⓐ অশ্বিনীকুমার দত্ত 
Ⓑ সতীশ বসু
Ⓒ বারিন্দ্রকুমার ঘোষ
Ⓓ পুলিনবিহারি দাস


০৯. A এবং B দুজন ব্যবসায়ী ২ : ৩ অনুপাতে ব্যবসাতে মূলধন বিনিয়োগ করে। A, ৮ মাস পর ব্যবসা ছেড়ে দেয়। ব্যবসাতে ৪ : ৩ অনুপাতে লভ্যাংশ বন্টিত হলে B কতমাস ব্যবসাতে যুক্ত ছিল ?
Ⓐ ২.৫ মাস
Ⓑ ৪ মাস 
Ⓒ ৫ মাস
Ⓓ ৬ মাস


১০. যদি ১৮ জন লোক ৪২ দিনের মধ্যে ১৪০ মিটার দীর্ঘ দেওয়াল তৈরি করতে পারে। তাহলে ১০০ মিটার দীর্ঘ দেওয়াল তৈরি করতে তাদের কতদিন লাগবে ?
Ⓐ ৩০ দিন 
Ⓑ ২১ দিন
Ⓒ ২৪ দিন
Ⓓ ২৮ দিন


১১. কোন সাংকেতিক ভাষায় যদি A = ২, B = ৪, C = ৬ হয় । তবে ১২১০১০৮ দ্বারা কোন শব্দকে বোঝানো হবে ?
Ⓐ DEEP
Ⓑ DOOR
Ⓒ DEER
Ⓓ FEED 


১২. A : B = ১/২ : ১/৩, B : C = ১/৪ : ১/৫ হলে, A + C : B + C = ?
Ⓐ ২৩ : ১৮ 
Ⓑ ২৩ : ২০
Ⓒ ২৭ : ২৩
Ⓓ কোনোটিই নয়


১৩. আমাদের হাতের তালুতে কোন ধাতুটি গলে যায় ?
Ⓐ পটাশিয়াম
Ⓑ গ্যালিয়াম 
Ⓒ অ্যালুমিনিয়াম
Ⓓ ম্যাগনেসিয়াম


১৪. আহান পূর্বদিকে ১৫ কিলোমিটার গেল। তারপর বাঁদিকে বেঁকে ৫ কিলোমিটার গেল এবং তারপর বাঁদিকে ১৫ কিলোমিটার গেল। তাহলে আহান এখন শুরুর স্থান থেকে কত দূরে অবস্থান করছে ?
Ⓐ ৩০ কিমি
Ⓑ ৩৫ কিমি
Ⓒ ৫ কিমি 
Ⓓ ৭ কিমি


১৫. নিম্নের কোনটিতে ঐচ্ছিক পেশী রয়েছে ?
Ⓐ হৃৎপিন্ড
Ⓑ যকৃৎ
Ⓒ পশ্চাদপদ 
Ⓓ ফুসফুস


১৬. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন ?
Ⓐ রাজকুমারী অমৃত কৌর
Ⓑ অ্যানি বেসন্ত
Ⓒ বিজয়লক্ষী পন্ডিত
Ⓓ সরোজিনী নাইডু 


১৭. বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীর ৮০% ছাত্র-ছাত্রী ইংরেজিতে পাশ করে, ৮৫% ছাত্র-ছাত্রী গণিতে পাশ করে এবং ৭৫% ছাত্র-ছাত্রী উভয় বিষয়ে পাশ করে। যদি মোটি ৪০ জন ছাত্র-ছাত্রী উভয় বিষয়ে ফেল করে থাকে, তাহলে ওই শ্রেণীর মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা কত ?
Ⓐ ৫০০
Ⓑ ৪৫০
Ⓒ ৪০০ 
Ⓓ ৪২০


১৮. DKT, ELU, FMV, ____
Ⓐ HOX
Ⓑ GNW 
Ⓒ GMU
Ⓓ HOY


১৯. নিম্নের কোনটি বিপরীত অভিমুখে ক্রিয়া করে ?
Ⓐ ঘাত ও ভরবেগ
Ⓑ বল ও ত্বরণ
Ⓒ বল ও ভরবেগ
Ⓓ ঘাত ও ওজন 


২০. জাহাজ : সমুদ্র : : উঠ : ?
Ⓐ ভূমি
Ⓑ মরুভূমি 
Ⓒ পর্বত
Ⓓ অরণ্য


২১. ইংরেজি বর্ণমালার ডান দিকের শেষ প্রান্ত থেকে ১৪ তম অক্ষরের বাঁদিকের সপ্তম অক্ষর কোনটি হবে ?
Ⓐ F 
Ⓑ T
Ⓒ E
Ⓓ S


২২. সম্প্রতি কোন রাজ্যের ৩১তম জেলা হলো বিজয়নগর ?
Ⓐ কর্ণাটক 
Ⓑ কেরালা
Ⓒ পাঞ্জাব
Ⓓ মহারাষ্ট্র


২৩. গৌরাঙ্গ যাত্রা শুরু করার স্থান থেকে পশ্চিম দিকে ৪ কিমি হাঁটার পর ডানদিকে ঘুরে ৫ কিমি গেলেন। তারপর আবার ডানদিকে ঘুরে ৪ কিমি গেলেন। যাত্রা শুরুর স্থান থেকে তিনি এখন কোন দিকে রয়েছেন ?
Ⓐ উত্তর দিকে 
Ⓑ পূর্ব দিকে
Ⓒ দক্ষিণ দিকে
Ⓓ পশ্চিম দিকে


২৪. BFJN : EIMQ : : DHLP : ?
Ⓐ DJNR
Ⓑ EIMQ
Ⓒ CGKO
Ⓓ GKOS 


২৫. পূর্ব মেদিনীপুরের তমলুক শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ⓐ অজয়
Ⓑ রূপনারায়ন 
Ⓒ জলঢাকা
Ⓓ তিস্তা


২৬. লোহার রেলিং, ব্রিজ এবং ধাতু থেকে তৈরি যে সব বস্তু তৈরি হয় সেগুলি নিম্নের কোন প্রক্রিয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয় ?
Ⓐ রেন্সিডিটি
Ⓑ ক্ষয়ীভবন
Ⓒ আম্লিকতা
Ⓓ জারন 


২৭. দশ বছর পর P এর বয়স দশ বছর আগে Q এর বয়স যা ছিল তার দ্বিগুণ হবে। P এর বর্তমান বয়স Q এর থেকে ৯ বছর বেশি হলে Q এর বর্তমান বয়স কত ?
Ⓐ ৩৫
Ⓑ ৩৯ 
Ⓒ ৪১
Ⓓ ৩৩


২৮. তিনটি সংখ্যার সমষ্টি ১৩৬, যদি প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত ২ : ৩ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত ৫ : ৩ হয়, তবে দ্বিতীয় সংখ্যাটি কত ?
Ⓐ ৪৮
Ⓑ ৬০ 
Ⓒ ৪০
Ⓓ ৫২


২৯. নিম্নের কে গুপ্তযুগে ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিলেন ?
Ⓐ নাগার্জুন
Ⓑ শূন্ক
Ⓒ সুশ্রুত 
Ⓓ চরক


৩০. রামধনু বিল্পব কিসের সাথে সম্পর্কিত ?
Ⓐ চাষের সামগ্রিক উন্নয়ন 
Ⓑ সৌরশক্তি উৎপাদন
Ⓒ আলুর উৎপাদন বৃদ্ধি
Ⓓ সুতিবস্ত্রের উৎপাদন বৃদ্ধি


৩১. যদি REASON এর সাংকেতিক মান ৫ এবং BELIEVED এর ৭ হয়, তবে GOVERNMENT এর সাংকেতিক মান কি হবে ?
Ⓐ ৬
Ⓑ ৭
Ⓒ ৮
Ⓓ ৯ 


৩২. সাহেব ও পার্থ-এর বয়সের পার্থক্য ১২ বছর। তাদের বয়সের অনুপাত ৩ : ৫ ।রামের বয়স কত ?
Ⓐ ৩২
Ⓑ ২৪
Ⓒ ১৮ 
Ⓓ ৩০


৩৩. টেস্ট ক্রিকেটে ইতিহাসে এক ওভারে ৩৫ রান করে বিশ্ব রেকর্ড গড়লেন কোন ভারতীয় ক্রিকেটার ?
Ⓐ বিরাট কোহলি
Ⓑ জাসপ্রিত বুমরা 
Ⓒ রোহিত শর্মা
Ⓓ ভুবনেশ্বর কুমার


৩৪. A হল B এর বোন, C হল B এর মা, D হল C এর বাবা । E হল D এর মা । তাহলে, A, D এর কে হয় ?
Ⓐ নাতনি 
Ⓑ ঠাকুমা
Ⓒ ঠাকুরদা
Ⓓ মেয়ে


৩৫. ১৬ লিটার কেরোসিনে ৫ লিটার পেট্রোল মিশ্রিত করা হয়। কেরোসিনের দাম প্রতি লিটারে ১২ টাকা ও পেট্রোলের দাম প্রতি লিটারে ৩৩ টাকা। তাহলে প্রতি লিটার মিশ্রণের গড় মূল্য কত ?
Ⓐ ১৫ টাকা
Ⓑ ৩০ টাকা
Ⓒ ২৭ টাকা
Ⓓ ১৭ টাকা 


৩৬. OPV ভ্যাকসিন কোন রোগের কারণে দেওয়া হয়ে থাকে ?
Ⓐ যক্ষ্মা
Ⓑ মামস
Ⓒ পোলিও 
Ⓓ রুবেলা


৩৭. কলেরা কি ঘটিত রোগ ?
Ⓐ ভাইরাস
Ⓑ ব্যাকটেরিয়া 
Ⓒ ছত্রাক
Ⓓ প্রোটোজোয়া


৩৮. একটি ক্লাবের তহবিলে ১৯৫ টাকা ছিল। ক্লাবে যতজন সদস্য প্রত্যেকে তত টাকা দেওয়ার পর মোট অর্থ সবার মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে ২৮ টাকা করে পাবে। ক্লাবের সদস্য সংখ্যা নির্ণয় করো ?
Ⓐ ১৪ জন
Ⓑ ১৪ জন, ১২ জন
Ⓒ ১৫ জন, ১৩ জন 
Ⓓ ১৫ জন, ১৭ জন


৩৯. Doctor : Patient : : ?
Ⓐ ENGINEER : COMPUTER
Ⓑ LAWYER : JUDGE 
Ⓒ CROP : FARMAR 
Ⓓ PILOT : PLANE


৪০. কাঁচা ফল পাকাতে, পলিথিন তৈরিতে নিম্নের কোনটি ব্যবহার করা হয় ?
Ⓐ ইথিলিন 
Ⓑ পলিইথিওইন
Ⓒ ইথিনিন
Ⓓ মিথেন


৪১. সম্প্রতি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের নাম পরিবর্তন করে কী রাখা হলো ?
Ⓐ সম্ভাজী নগর 
Ⓑ সেনা নগর
Ⓒ বালাপুর
Ⓓ শিবাজী নগর


৪২. ইংরেজি বর্ণমালার বাঁদিক থেকে ১৫তম অক্ষরের বাঁদিকে ১০তম অক্ষর কোনটি ?
Ⓐ E 
Ⓑ F
Ⓒ G
Ⓓ H


৪৩. যদি ২৪৭ এর অর্থ spread red carpet, ২৫৬ এর অর্থ হয় dust one carpet ও ২৫৪ এর অর্থ হয় one red carpet, তাহলে dust এর জন্য কোন সংখ্যাটি হবে ?
Ⓐ ২
Ⓑ ৩
Ⓒ ৫
Ⓓ ৬ 


৪৪. রুবেলা রোগটির জন্য নিম্নের কোনটি দায়ী ?
Ⓐ ভাইরাস 
Ⓑ ছত্রাক
Ⓒ ব্যাকটেরিয়া
Ⓓ জিনগত


৪৫. নিম্নের কোন যৌগটির কাঠামো হল কার্বন শৃঙ্খলের একটি চক্র ?
Ⓐ প্রোপেন
Ⓑ বিউটেন
Ⓒ মিথেন
Ⓓ বেঞ্জিন 


৪৬. নাসিক প্রশস্তি কার রচনা ?
Ⓐ গৌতম পুত্র সাতকর্নি 
Ⓑ চন্দ্রগুপ্ত
Ⓒ লক্ষণ সেন
Ⓓ মহীপাল


৪৭. সম্প্রতি একনাথ শিন্ডে কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহন করলেন ?
Ⓐ ঝাড়খণ্ড
Ⓑ মহারাষ্ট্র 
Ⓒ কর্ণাটক
Ⓓ ত্রিপুরা


৪৮. কটি মোবাইলের বিক্রয় মূল্যের ওপর ২০% ক্ষতি হলে, ক্রয়মূল্যের ওপর ক্ষতি কত শতাংশ ?
Ⓐ ২৫%
Ⓑ ১৬⅔% 
Ⓒ ১৫%
Ⓓ কোনোটিই নয়


৪৯. কলকাতা কবে থেকে কবে পর্যন্ত ভারতের রাজধানী ছিল ?
Ⓐ ১৭৭২ সাল -১৯০৫ সাল
Ⓑ ১৭৫৭ সাল -১৯১১ সাল
Ⓒ ১৭৭২ সাল-১৯১১ সাল 
Ⓓ ১৭৭২ সাল -১৯২১ সাল


৫০. নিম্নের কে সন্তুর বাজানোয় বিখ্যাত শিল্পী ছিলেন ?
Ⓐ শিবকুমার শর্মা
Ⓑ ভজন সোপোরি
Ⓒ তরুণ ভট্টাচার্য
Ⓓ উপরের সবাই 


৫১. একটি ক্লাসের ৪৩ জন ছাত্রের মধ্যে সুমন্তের স্থান ১৪ তম। উল্টো দিক থেকে তার স্থান কততম হবে ?
Ⓐ ৩০ 
Ⓑ ২৮
Ⓒ ২৯
Ⓓ ২৭

 
৫২. ১ কেজি কঠিন পদার্থকে সেটির তরল দশায় পরিণত করার জন্য যে পরিমান তাপ শক্তির প্রয়োজন তাকে কি বলে ?
Ⓐ ঘনীভবনের লীনতাপ
Ⓑ গলনের লীনতাপ
Ⓒ ফিউশনের লীনতাপ 
Ⓓ বাস্পয়নের লীনতাপ


৫৩. ASHA = ৭৯ , তাহলে VINAY BHUSHAN = ?
Ⓐ ২১১
Ⓑ ২০০
Ⓒ ১৪৪
Ⓓ ১৮০ 


৫৪. আদালত : বিচার : : বিদ্যালয় : ?
Ⓐ শিক্ষক
Ⓑ ছাত্র
Ⓒ বই
Ⓓ শিক্ষা 


৫৫. রতন হল রত্নার ভাই। রত্না হল অঙ্কিতার মেয়ে এবং পরেশ হলো রতনের বাবা। অঙ্কিতা, পরেশের কে হন ?
Ⓐ স্বামী
Ⓑ স্ত্রী 
Ⓒ নাতনি
Ⓓ মেয়ে


৫৬. একটি বাস স্থিরবস্থা থেকে যাত্রা শুরু করে ২ মিনিটের জন্য ০.২ মিটার/সেকেন্ড^২ ত্বরণ নিয়ে চললে, কত দূরত্ব গেলো ?
Ⓐ ১.৪৪ মিটার
Ⓑ ১৪৪ মিটার
Ⓒ ১৪.৪ মিটার
Ⓓ ১৪৪০ মিটার 


৫৭. যদি কোনো মাসের ২৩ তারিখ রবিবার হয়, তবে ওই মাসের দুই সপ্তাহ চারদিন আগে কি বার ছিল ?
Ⓐ সোমবার
Ⓑ মঙ্গলবার
Ⓒ বুধবার 
Ⓓ বৃহস্পতিবার


৫৮. এক ব্যক্তি একটি এমার্জেন্সি লাইট ২০% লাভে বিক্রয় করলেন। যদি তিনি ২০% কম দামে ক্রয় করে ৭৫ টাকা কম দামে এমার্জেন্সি লাইটটি বিক্রয় করতেন তবে তার লাভের শতকরা হার ২৫% হতো। ইমারজেন্সি লাইটটির ক্রয়মূল্য কত টাকা ?
Ⓐ ৩৫০
Ⓑ ৩৭৫ 
Ⓒ ৪০০
Ⓓ ৪৫০


৫৯. রহিমবাবু ৮,০০০ টাকা ব্যাঙ্কে রেখে ৫ বছর পর সুদে আসলে ১২,০০০ টাকা পান। তাহলে ব্যাংকের সুদের হার কত ?
Ⓐ ২০%
Ⓑ ১৫%
Ⓒ ১৮%
Ⓓ ১০% 


৬০. উত্তর ভারতের ম্যাঞ্চেস্টার কাকে বলা হয় ?
Ⓐ আহমেদাবাদ
Ⓑ মুম্বাই
Ⓒ লাখনৌ
Ⓓ কানপুর 


৬১. নিচে দেওয়া বিকল্পগুলি থেকে অপ্রাসঙ্গিকটি বের করুন :
Ⓐ RAT
Ⓑ GET 
Ⓒ CAT
Ⓓ MAT


৬২. প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্নয় করুন ?
Ⓐ ১১ 
Ⓑ ২৫.৫
Ⓒ ২৮
Ⓓ ৪৫


৬৩. নিম্নের কোন বিজ্ঞানী রক্ত সংবহন আবিষ্কার করেন ?
Ⓐ লিউয়েন হক
Ⓑ এ ভি হ্যালার
Ⓒ জেমস সিম্পসন
Ⓓ উইলিয়াম হার্ভে 


৬৪. নিম্নের কোনটির ক্যাটায়ন উৎপন্ন করার প্রবণতা সর্বনিম্ন ?
Ⓐ কপার
Ⓑ অ্যালুমিনিয়াম
Ⓒ বোরন 
Ⓓ গোল্ড


৬৫. বিভিন্ন গাছের এক সারিতে একটি গাছ বাঁদিক ও ডান দুদিক থেকেই পঞ্চম স্থানে আছে। সারিতে মোট কয়টি গাছ আছে ?
Ⓐ ১০
Ⓑ ৭
Ⓒ ৮
Ⓓ ৯ 


৬৬. cloud কে white, white কে rain, rain কে green, green কে air, air কে blue ও blue কে water বলা হলে পাখিটি কোথায় উড়বে ?
Ⓐ WHITE
Ⓑ GREEN
Ⓒ BLUE 
Ⓓ RED


৬৭. ঘন্টায় ৩৬ কিলোমিটার বেগে ১০০ মিটার দীর্ঘ একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে কত সেকেন্ডে অতিক্রম করবে ?
Ⓐ ১২ সেকেন্ডে
Ⓑ ১৮ সেকেন্ডে
Ⓒ ১০ সেকেন্ডে 
Ⓓ ১৫ সেকেন্ডে


৬৮. ১২৩ : ৩৬৯ : : ৩২১ : ?
Ⓐ ৯৬০
Ⓑ ৩৯৬
Ⓒ ৯৬৩ 
Ⓓ ৬৯৩


৬৯. একটি মেল ট্রেন ও একটি প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগের অনুপাত ৯ : ৫ । প্যাসেঞ্জার ট্রেনটি ৫ ঘণ্টায় ৭৫ কিমি গেলে, মেল ট্রেনটি ২ ঘণ্টায় কত কিমি দূরত্ব অতিক্রম করবে ?
Ⓐ ৫০ কিমি
Ⓑ ৭০ কিমি
Ⓒ ৫৪ কিমি 
Ⓓ ৬৫ কিমি


৭০. বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ১০% বৃদ্ধি পেলে, ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে ?
Ⓐ ২০%
Ⓑ ২৫%
Ⓒ ২১% 
Ⓓ কোনোটিই নয়


৭১. যদি সাদাকে নীল বলা হয়, নীলকে লাল বলা হয়, লালকে হলুদ বলা হয়, হলুদকে সবুজ বলা হয়, সবুজকে কালো বলা হয়, কালোকে বেগুনি বলা হয়, বেগুনিকে কমলা বলা হয় তাহলে মানব শরীরের রক্তের রং কি হবে ?
Ⓐ লাল
Ⓑ হলুদ 
Ⓒ সবুজ
Ⓓ কমলা


৭২. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ১২ ও পার্থক্য ৬, দুই অঙ্কবিশিষ্ট সংখ্যাটি কত ?
Ⓐ ৭৫
Ⓑ ৯৩ 
Ⓒ ৬০
Ⓓ ৮৪


৭৩. _b_baaabb_a_ _bb_a_
Ⓐ ABABBAA
Ⓑ ABBAABA 
Ⓒ BABAABA
Ⓓ BAABAAB


৭৪. ১. Invest, ২. Invention, ৩. Invoke, ৪. Inversion, ৫. Invite (অভিধানের মতো বর্ণানুক্রমে সাজান ।)
Ⓐ ২৫৩১৪
Ⓑ ২৪১৫৩ 
Ⓒ ৪৩৫১২
Ⓓ ২৪১৩৫


৭৫. মানুষের শ্বসনতন্ত্রের বিদ্যমান রঞ্জক হলো ?
Ⓐ হিমোগ্লোবিন 
Ⓑ ইউমেলানিন
Ⓒ ফিওমেলানিন
Ⓓ মেলানিন


৭৬. ডুরান্ড কাপ ২০২১ জয়ী হলেন কোন ফুটবল ক্লাব ?
Ⓐ FC GOA 
Ⓑ মহামেডান স্পোর্টিং ক্লাব
Ⓒ ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব
Ⓓ FC MUMBAI


৭৭. ৬ টি ঘন্টা একসঙ্গে বাজা শুরু করে ও যথাক্রমে ২, ৪, ৬, ৮, ১০ ও ১২ সেকেন্ডের ব্যবধানে বাজে। ৩০ মিনিটে তারা একসাথে কতবার বাজবে ?
Ⓐ ১০
Ⓑ ১৬
Ⓒ ৯
Ⓓ ১৫ 


৭৮. ০℃ তে বায়ুতে শব্দের গতিবেগ কত হয় ?
Ⓐ ৩৩০ মিটার সেকেন্ড
Ⓑ ৩৩২ মিটার / সেকেন্ড 
Ⓒ ০ মিটার / সেকেন্ড
Ⓓ ৩৬০ মিটার - সেকেন্ড


৭৯. A একটি কাজ ২০ দিনে করতে পারে। ৫ দিন কাজ হওয়ার পর A চলে যায়। বাকি কাজ B, ২২½ দিনে শেষ করে। A ও B একত্রে কাজটি করলে কতদিনে শেষ হত ?
Ⓐ ১৪ দিনে
Ⓑ ১২ দিনে 
Ⓒ ২০ দিনে
Ⓓ ১৫ দিনে


৮০. অভিজ্ঞানম শকুন্তলম - কে রচনা করেন ?
Ⓐ কালিদাস 
Ⓑ তুলসী দাস
Ⓒ বানভট্ট
Ⓓ উপরের কেউই নয়


৮১. ACE, FHJ, KMO, ____
Ⓐ QRT
Ⓑ PRS
Ⓒ QST
Ⓓ PRT 


৮২. রাজ্য সভার অধিবেশনে সভাপতিত্ব করেন কে ?
Ⓐ স্পিকার
Ⓑ রাজ্যপাল
Ⓒ ডেপুটি স্পিকার
Ⓓ উপরাষ্ট্রপতি 


৮৩. SENTENCE -এর সংকেত ESTNNEEC হলে, DESCRIBE -এর সংকেত কি হবে ?
Ⓐ DECSIREB
Ⓑ EDSCIRBE
Ⓒ DESCRIEB
Ⓓ EDCSIREB 


৮৪. এক ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে প্রথমে ১০০ মিটার দক্ষিণ দিকে গেলেন। তারপর বাঁদিকে ঘুরে তিনি ৭৫ মিটার গেলেন। এখন তিনি বাড়ি থেকে কত মিটার দূরে আছেন ?
Ⓐ ১৭৫ মিটার
Ⓑ ১২৫ মিটার 
Ⓒ ১০০ মিটার
Ⓓ ২৫ মিটার


৮৫. ১২ × ৯ = ৮১০ ও ১৫ × ৯ = ৫১৩ হলে, ১৩ × ৮ = ?
Ⓐ ৪০১
Ⓑ ১০৪
Ⓒ ৪১০ 
Ⓓ ৪১১


৮৬. ______ এর দেওয়ালের সংকোচনের কারনে গর্ভবেদন ঘটে ?
Ⓐ জিন রিলিজ
Ⓑ ডিম্বনালি
Ⓒ ডিম্বাশয়
Ⓓ জরায়ু 


৮৭. মাসিক চক্র সাধারণত কত দিনের হয় ?
Ⓐ ২৮  দিনে
Ⓑ ২৪ দিনে
Ⓒ ৩৩ দিনে
Ⓓ ২২ দিনে


৮৮. ওডোমিটার হল একটি যন্ত্র যা অটোমোবাইলের ______ পরিমাপের জন্য ব্যবহৃত হয় ?
Ⓐ দূরত্ব 
Ⓑ গতিপথ
Ⓒ গতি
Ⓓ ত্বরণ


৮৯. নিম্নের কোন রাশিটির ধারণা আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পেয়ে থাকি ?
Ⓐ আপেক্ষিক বেগ
Ⓑ ঘর্ষন
Ⓒ ভরবেগ
Ⓓ বল 


৯০. ৪, ১১, ৩০, ৮৫, ২৪৮, ?
Ⓐ ৩৩৩
Ⓑ ৪৪৫
Ⓒ ৬৮৭
Ⓓ ৭৩৫ 


৯১. কোন শব্দ-জোড়টি আলাদা।
Ⓐ CRIME : PUNISHMENT
Ⓑ JUDGEMENT : ADVOCACY 
Ⓒ ENTERPRISE : SUCCESS
Ⓓ EXERCISE : HEALTH


৯২. কত সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয় ?
Ⓐ ১৯৫৫ সালে
Ⓑ ১৯৫৪ সালে 
Ⓒ ১৯৫১ সালে
Ⓓ ১৯৫৬ সালে


৯৩. ২² + ৪² + ৬² + .... + ২০² = ?
Ⓐ ১২৩০
Ⓑ ১৫৪০ 
Ⓒ ১৬৮০
Ⓓ ১৭৫০


৯৪. ১২৫x = ৩১২৫ × ২৫-x হলে, x = ?
Ⓐ ২
Ⓑ ৫
Ⓒ ১ 
Ⓓ ৭


৯৫. সম্প্রতি কোন রাজ্যের ভারতের বৃহত্তম ভাসমান সোলার পাওয়ার প্রোজেক্ট চালু করলো NTPC ?
Ⓐ কেরালা
Ⓑ মহারাষ্ট্র
Ⓒ তামিলনাড়ু
Ⓓ তেলেঙ্গানা 


৯৬. অ্যাসিড কাঁচের পাত্রে রাখা হয় ধাতুর পাত্রে না রেখে, কারণ ?
Ⓐ ধাতুর সাথে এসিড প্রতিক্রিয়া করতে পারে তাই 
Ⓑ কাঁচের পাত্র দামি হয় না তাই
Ⓒ কাঁচের পাত্রে সরাসরি সূর্যালোক পেতে
Ⓓ কাঁচের পাত্র সহজলভ্য


৯৭. যদি তাপমাত্রা বেড়ে যায়,শব্দের গতিবেগ ?
Ⓐ অনন্ত হয়ে যায়
Ⓑ শূন্য হয়ে যায়
Ⓒ কমে যায়
Ⓓ বেড়ে যায় 


৯৮. মধ্যাকর্ষনের কারনে যে ত্বরণ ঘটে তার রাশিমালাটি হল ?
Ⓐ G/R^2
Ⓑ M/R^2
Ⓒ GM/R^2 
Ⓓ G^2M/R^2


৯৯. ৬৩x = ১২৫, হলে ৬-x = ?
Ⓐ ৫
Ⓑ ১/৫ 
Ⓒ ১/৩
Ⓓ ৩


১০০. দুই অংকবিশিষ্ট সংখ্যাকে তার অংক দুটির সমষ্টি দিয়ে ভাগ করলে ভাগফল ৭ ও ভাগশেষ ৬ হয়। সংখ্যাটির অংক দুটির সমষ্টি ৮ হলে, সংখ্যাটি কত ?
Ⓐ ৭১
Ⓑ ৬২ 
Ⓒ ৫৩
Ⓓ ৪৪


 তোমরা সময় নষ্ট না করে, হাতে সময় নিয়ে Railway Group D Practice Set-টি সংগ্রহ করে প্র্যাকটিস করতে শুরু করে দাও।

File Details  :: 

File Name: রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট

Part: 02

File Format:  PDF

No. of Pages:  11

File Size:  2 MB

Download Link :   Click Here to Download



No comments:

Post a Comment