Breaking




Wednesday, 9 March 2022

রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট PDF

 রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট PDF - Railway Group D Practice Set in Bengali PDF || Part-01

রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট PDF - Railway Group D Practice Set in Bengali PDF || Part-01
 রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট PDF - Railway Group D Practice Set in Bengali PDF || Part-01
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার একটি খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। এই প্র্যাকটিস সেটটিতে জিকে, অঙ্ক, রিজনিং বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, যে প্রশ্ন গুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের প্র্যাকটিস সেটটি কিছু অভিজ্ঞ শিখকমণ্ডলীর দের নিয়ে বানাবো হয়েছে।

তোমরা অবশ্যই নীচে দেওয়া প্রশ্ন গুলি ভালোভাবে দেখে নাও এবং PDF-টি সংগ্রহ করে প্র্যাকটিস করতে শুরু করে দাও।

রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট প্রশ্ন সমূহ


০১. নিম্নের কোনটিকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় ? 
Ⓐ নাইট্রোজেন
Ⓑ কার্বন ডাই অক্সাইড
Ⓒ আর্গন 
Ⓓ অক্সিজেন

০২. ম্যালেরিয়া ছাড়া অ্যানোফিলিস মশা নিম্নের কোনটির বাহক ?
Ⓐ ডেঙ্গু
Ⓑ ফিলারিয়াসিস 
Ⓒ এনসেফালাইটিস
Ⓓ ইয়েলো ফিভার

০৩. কোলেস্টেরল হলো একটি-
Ⓐ সম্পৃক্ত ফ্যাট
Ⓑ অসম্পৃক্ত ফ্যাট
Ⓒ স্টেরয়েড 
Ⓓ ডাইগ্লিসারাইড

০৪. নিম্নের কোনটিতে জিরো ডাইপোল মোমেন্ট দেখা যায় ?
Ⓐ NH3
Ⓑ CCL4 
Ⓒ BF3
Ⓓ H2O

০৫. নিম্নের কোনটিতে নাইট্রোজেন উপস্থিত ?
Ⓐ ফ্যাট
Ⓑ তেল
Ⓒ প্রোটিন 
Ⓓ কার্বোহাইড্রেট

০৬. ভিনিগারে নিম্নের কোন এসিড বর্তমান ?
Ⓐ অ্যাসিটিক অ্যাসিড 
Ⓑ কার্বনিক অ্যাসিড
Ⓒ ল্যাকটিক অ্যাসিড
Ⓓ টারটারিক অ্যাসিড

০৭. নিম্নের কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ ?
Ⓐ এক্স রশ্মি
Ⓑ ক্যাথোড রশ্মি
Ⓒ আলো
Ⓓ উপরের সবগুলি 

০৮. CO2, CO , CH4 এবং জলীয় বাষ্পের মধ্যে সবথেকে সহজলভ্য গ্রীন হাউস গ্যাসটি হলো ?
Ⓐ CH4
Ⓑ CO
Ⓒ CO2
Ⓓ জলীয় বাষ্প 

০৯. একটি পাথর হলুদ বা লাল হওয়ার কারণ কী ?
Ⓐ হাইড্রেশন
Ⓑ অক্সিডেশন 
Ⓒ কার্বনেশন
Ⓓ এক্স-ফলিয়েশন

১০. মানুষের হৃৎপিণ্ড নিম্নের কোনটি দ্বারা আবৃত ?
Ⓐ কনজেক্টিভ
Ⓑ ডুরামেটার
Ⓒ প্লুরা
Ⓓ পেরিকার্ডিয়াম 

১১. বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে, ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে ?
Ⓐ 20%
Ⓑ 25%
Ⓒ 21% 
Ⓓ কোনোটিই নয়

১২. 6 টি ঘন্টা একসঙ্গে বাজা শুরু করে ও যথাক্রমে 2, 4, 6, 8, 10 ও 12 সেকেন্ডের ব্যবধানে বাজে। 30 মিনিটে তারা একসাথে কতবার বাজবে ?
Ⓐ 10
Ⓑ 16
Ⓒ 15 
Ⓓ 9

১৩. আহান পূর্বদিকে 15 কিলোমিটার গেল। তারপর বাঁদিকে বেঁকে 5 কিলোমিটার গেল এবং তারপর বাঁদিকে 15 কিলোমিটার গেল। তাহলে আহান এখন শুরুর স্থান থেকে কত দূরে অবস্থান করছে ?
Ⓐ 30 কিমি
Ⓑ 35 কিমি
Ⓒ 7 কিমি
Ⓓ 5 কিমি 

১৪. ঘন্টায় 36 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে কত সেকেন্ডে অতিক্রম করবে ?
Ⓐ 12 সেকেন্ডে
Ⓑ 10 সেকেন্ডে 
Ⓒ 18 সেকেন্ডে
Ⓓ 15 সেকেন্ডে

১৫. এক ব্যক্তি একটি এমার্জেন্সি লাইট 20% লাভে বিক্রয় করলেন। যদি তিনি 20% কম দামে ক্রয় করে 75 টাকা কম দামে এমার্জেন্সি লাইটটি বিক্রয় করতেন তবে তার লাভের শতকরা হার 25% হতো। ইমারজেন্সি লাইটটির ক্রয়মূল্য কত টাকা ?
Ⓐ 350
Ⓑ 375 
Ⓒ 400
Ⓓ 450

১৬. প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্নয় করুন ?
Ⓐ 11 
Ⓑ 25.5
Ⓒ 28
Ⓓ 45

১৭. তিনটি সংখ্যার সমষ্টি 136, যদি প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2 : 3 এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5 : 3 হয়, তবে দ্বিতীয় সংখ্যাটি কত ?
Ⓐ 48
Ⓑ 60 
Ⓒ 40
Ⓓ 52

১৮. বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীর 80% ছাত্র-ছাত্রী ইংরেজিতে পাশ করে, 85% ছাত্র-ছাত্রী গণিতে পাশ করে এবং 75% ছাত্র-ছাত্রী উভয় বিষয়ে পাশ করে। যদি মোটি 40 জন ছাত্র-ছাত্রী উভয় বিষয়ে ফেল করে থাকে, তাহলে ওই শ্রেণীর মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা কত ?
Ⓐ 500
Ⓑ 450
Ⓒ 400 
Ⓓ 420

১৯. 63x = 125, হলে 6-x = ?
Ⓐ 5
Ⓑ 1/5 
Ⓒ 1/3
Ⓓ 3

২০. একটি ক্লাবের তহবিলে 195 টাকা ছিল। ক্লাবে যতজন সদস্য প্রত্যেকে তত টাকা দেওয়ার পর মোট অর্থ সবার মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে 28 টাকা করে পাবে। ক্লাবের সদস্য সংখ্যা নির্ণয় করো ?
Ⓐ 14 জন
Ⓑ 14 জন, 12 জন
Ⓒ 15 জন, 13 জন 
Ⓓ 15 জন, 17 জন

২১. A একটি কাজ 20 দিনে করতে পারে। 5 দিন কাজ হওয়ার পর A চলে যায়। বাকি কাজ B, 22½ দিনে শেষ করে। A ও B একত্রে কাজটি করলে কতদিনে শেষ হত ?
Ⓐ 14 দিনে
Ⓑ 12 দিনে 
Ⓒ 20 দিনে
Ⓓ 15 দিনে

২২. 12 × 9 = 810 ও 15 × 9 = 513 হলে, 13 × 8 = ?
Ⓐ 401
Ⓑ 104
Ⓒ 410 
Ⓓ 411

২৩. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 12 ও পার্থক্য 6, দুই অঙ্কবিশিষ্ট সংখ্যাটি কত ?
Ⓐ 75
Ⓑ 93 
Ⓒ 60
Ⓓ 84

২৪. একটি মেল ট্রেন ও একটি প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগের অনুপাত 9 : 5 । প্যাসেঞ্জার ট্রেনটি 5 ঘণ্টায় 75 কিমি গেলে, মেল ট্রেনটি 2 ঘণ্টায় কত কিমি দূরত্ব অতিক্রম করবে ?
Ⓐ 50 কিমি
Ⓑ 70 কিমি
Ⓒ 54 কিমি 
Ⓓ 65 কিমি

২৫. তিনটি সংখ্যার ল.সা.গু 120 ,কোনটি তাদের গ.সা.গু. হবে না ?
Ⓐ 8
Ⓑ 12
Ⓒ 24
Ⓓ 35 

২৬. সঠিক উত্তর নির্বাচন : ভারত : রূপী :: রাশিয়া : ?
Ⓐ ডলার
Ⓑ রুবেল 
Ⓒ পাউন্ড
Ⓓ দিনার

২৭. শূন্যস্থান পূরণ করো : 87,90,84,88,81,_,_ ?
Ⓐ 85,93
Ⓑ 86,98
Ⓒ 86,78 
Ⓓ 86,68

২৮. ভিন্ন শব্দটি খুঁজে বের করো ?
Ⓐ বর্গক্ষেত্র 
Ⓑ পরাবৃত্ত
Ⓒ অধিবৃত্ত
Ⓓ বৃত্ত

২৯. SUNDAY = 18 , MONSOON = 21 , YEAR = 12 তাহলে THURSDAY = কত ?
Ⓐ 98
Ⓑ 105 
Ⓒ 24
Ⓓ কোনটাই নয়

৩০. নিম্নের কোন জোড় টি সঠিক নয় ?
Ⓐ পশ্চিমবঙ্গ : ভিক্টরিয়া মেমোরিয়াল 
Ⓑ রাজস্থান : থর মরুভূমি
Ⓒ কেরালা - কোভালাম সমদ্রতট
Ⓓ কর্ণাটক : গেরোসোপ্পা জলপ্রপাত

৩১. একটি নির্দিষ্ট কোডে যদি HAPPY কে লেখা হয় IBQQZ তবে SORROW কি কিভাবে লেখা হবে ?
Ⓐ TPSSXX
Ⓑ TTPSSPX
Ⓒ TPPSPX
Ⓓ TPSSPX 

৩২. BAD কে যদি লেখা হয় 214, তবে SAD কে কি লেখা হয় ?
Ⓐ 1924
Ⓑ 1914 
Ⓒ 314
Ⓓ 614

৩৩. MUMBAI : LTLAZH :: DELHI : ?
Ⓐ CDKGG
Ⓑ IHLED
Ⓒ CDKGH 
Ⓓ BCKGH

৩৪. X যদি Y এর বোন হয়,Y যদি K এর কন্যা এবং K যদি L এর স্বামী হয়,তবে L, Y এর কি হয় ?
Ⓐ বাবা
Ⓑ মা 
Ⓒ ভাই
Ⓓ বোন

৩৫. ব্রহ্মপুত্র : গুয়াহাটি :: সবরমতী : ?
Ⓐ ইন্দোর
Ⓑ ভদোদরা
Ⓒ রাজকোট
Ⓓ আহমেদাবাদ 

৩৬. 545:196::173:?
Ⓐ 72
Ⓑ 84
Ⓒ 121 
Ⓓ 41

৩৭. মামা : মামি :: দাদা : ?
Ⓐ বৌদি 
Ⓑ দিদি
Ⓒ ভাই
Ⓓ দাদু

৩৮. B,J,Q,?,B,B,I
Ⓐ U
Ⓑ W 
Ⓒ V
Ⓓ X

৩৯. দি সাদাকে নীল বলা হয়, নীলকে লাল বলা হয়, লালকে হলুদ বলা হয়, হলুদকে সবুজ বলা হয়, সবুজকে কালো বলা হয়, কালোকে বেগুনি বলা হয়, বেগুনিকে কমলা বলা হয় তাহলে মানব শরীরের রক্তের রং কি হবে ?
Ⓐ লাল
Ⓑ হলুদ 
Ⓒ সবুজ
Ⓓ কমলা

৪০. cloud কে white, white কে rain, rain কে green, green কে air, air কে blue ও blue কে water বলা হলে পাখিটি কোথায় উড়বে ?
Ⓐ WHITE
Ⓑ GREEN
Ⓒ BLUE 
Ⓓ RED

৪১. "টেনিদা" চরিত্রর সৃষ্টিকর্তা কে ?
Ⓐ নারায়ণ গঙ্গোপাধ্যায় 
Ⓑ সমরেশ মজুমদার
Ⓒ সুকুমার রায়
Ⓓ বিমল কর

৪২. টাইটানিক জাহাজটি কত সালে ডুবে যায় ?
Ⓐ 1910
Ⓑ 1912 
Ⓒ 1914
Ⓓ 1916

৪৩. আধুনিক তুরস্কের জনক নামে কাকে অভিহিত করা হন ?
Ⓐ এরদোয়ান
Ⓑ মুস্তাফা কামাল আর্তাতুর্ক 
Ⓒ রেচেপ তাইয়েপ
Ⓓ মুহাদ্দিস শায়খ আমিন

৪৪. "অগ্নিবীণা" কাব্যের রচয়িতা কে ?
Ⓐ মধুসূদন দত্ত
Ⓑ রবীন্দ্রনাথ ঠাকুর
Ⓒ কাজী নজরুল ইসলাম 
Ⓓ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৪৫. রাইটার্স বিল্ডিং কত সালে তৈরি হয় ?
Ⓐ 1778 সালে 
Ⓑ 1780 সালে 
Ⓒ 1790 সালে
Ⓓ 1792 সালে

৪৬. সম্প্রতি মহাকাশে প্রথম মুভি শ্যুট করলো কোন দেশ ?
Ⓐ রাশিয়া 
Ⓑ কাজাখস্তান
Ⓒ আমেরিকা
Ⓓ ফ্রান্স

৪৭. প্রথম ভারতীয় মহিলা হিসাবে টোকিও প্যারাঅলিম্পিকে সোনার মেডেল জিতলেন কে ?
Ⓐ শৈলী সিং
Ⓑ লভলীনা বর্গহাইন
Ⓒ অভনী লেখারা 
Ⓓ মনিকা পাল

৪৮. ভারতে স্যাটেলাইট টিভি ক্লাসরুম গড়ে তুলতে সাহায্য করবে কোন মহাকাশ গবেষণা সংস্থা ?
Ⓐ NASA
Ⓑ ESA
Ⓒ SPACEX
Ⓓ ISRO 

৪৯. ২০২৩ সালে প্রথমবার Africa Paralympic Games হোস্ট করবে কোন দেশ ?
Ⓐ ঘানা 
Ⓑ পেরু
Ⓒ সুদান
Ⓓ ইয়েমেন

৫০. “AUKUS” নামে ত্রিপাক্ষিক নিরাপত্তা পার্টনারশিপ গড়লো কোন তিনটি দেশ ?
Ⓐ ভারত, জাপান, আমেরিকা
Ⓑ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া
Ⓒ যুক্তরাষ্ট্র, চীন, অস্ট্রেলিয়া
Ⓓ অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, আমেরিকা যুক্তরাষ্ট্র 


প্র্যাকটিস সেটটি  PDF  আকারে পেতে নীচের লেখা  Click Here to Download -এ ক্লিক করো।

File Details:: 

File Name: রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট ০১ 

File Format:  PDF

No. of Pages:  10

File Size:  358 KB

Download Link :    Click Here to Download 


No comments:

Post a Comment