বিভিন্ন দেশের জাতীয় বৃক্ষ তালিকা PDF | List of National Trees of Different Countries PDF
![]() |
বিভিন্ন দেশের জাতীয় বৃক্ষ তালিকা PDF |
সুপ্রিয় পরীক্ষার্থী,
তোমাদের সাধারণ জ্ঞানকে আরও শক্তিশালী করে তোলার জন্য আমরা আজ জিকে বিষয়ের একটি খুবি গুরুত্বপূর্ণ টপিক শেয়ার করছি, যেটা তোমাদের বিভিন্ন চাকরীর পরীক্ষার পাশাপাশি সাধারণ জ্ঞান বৃদ্ধি করতেও সাহায্য করবে। আজকের গুরুত্বপূর্ণ টপিকটি হল, বিভিন্ন দেশের জাতীয় বৃক্ষ আমরা পোস্টটি খুব সুন্দর ভাবে প্রশ্ন আকারে তোমাদের সঙ্গে শেয়ার করছি যা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে বিশেষ ভাবে কাজে আসবে।
বিভিন্ন দেশের জাতীয় বৃক্ষ তালিকা
❂ ভারতের জাতীয় বৃক্ষের নাম কি ?
➺ বট গাছ
❂ পাকিস্তানের জাতীয় বৃক্ষের নাম কি ?
➺ দেবদারু গাছ
❂ বাংলাদশের জাতীয় বৃক্ষের নাম কি ?
➺ আম গাছ
❂ নেপালের জাতীয় বৃক্ষের নাম কি ?
➺ রডোডেনড্রন
❂ ভুটানের জাতীয় বৃক্ষের নাম কি ?
➺ হিমালয় সাইপ্রাস
❂ শ্রীলঙ্কার জাতীয় বৃক্ষের নাম কি ?
➺ আয়রনউড
❂ আফগানিস্তানের জাতীয় বৃক্ষের নাম কি ?
➺ আফগান পাইন
❂ আর্জেন্টিনার জাতীয় বৃক্ষের নাম কি ?
➺ সিবো
❂ চীনের জাতীয় বৃক্ষের নাম কি ?
➺ জিঙ্কগো
❂ দক্ষিণ কোরিয়ার জাতীয় বৃক্ষের নাম কি ?
➺ লাল পাইন
❂ উত্তর কোরিয়ার জাতীয় বৃক্ষের নাম কি ?
➺ পাইন
❂ সৌদি আরবের জাতীয় বৃক্ষের নাম কি ?
➺ তালগাছ
❂ ইতালির জাতীয় বৃক্ষের নাম কি ?
➺ স্ট্রবেরি গাছ
❂ জাপানের জাতীয় বৃক্ষের নাম কি ?
➺ জাপানি রেড সিডার সুগি
❂ ব্রাজিলের জাতীয় বৃক্ষের নাম কি ?
➺ পাউ ব্রাসিল
❂ জার্মানির জাতীয় বৃক্ষের নাম কি ?
➺ ওক
❂ লেবাননের জাতীয় বৃক্ষের নাম কি ?
➺ লেবানন সিডার/দেবদারু
❂ মেক্সিকোর জাতীয় বৃক্ষের নাম কি ?
➺ মন্টেজুমা সাইপ্রেস
❂ ইরানের জাতীয় বৃক্ষের নাম কি ?
➺ ভূমধ্যসাগরীয় সাইপ্রেস
❂ গ্রিসের জাতীয় বৃক্ষের নাম কি ?
➺ জলপাই
❂ মালদ্বীপের জাতীয় বৃক্ষের নাম কি ?
➺ নারিকেল গাছ
❂ চিলির জাতীয় বৃক্ষের নাম কি ?
➺ বানর ধাঁধার গাছ
❂ ইন্দোনেশিয়ার জাতীয় বৃক্ষের নাম কি ?
➺ সেগুন
❂ কম্বোডিয়ার জাতীয় বৃক্ষের নাম কি ?
➺ তাল গাছ
❂ রাশিয়ার জাতীয় বৃক্ষের নাম কি ?
➺ সাইবেরিয়ান লার্চ
❂ কানাডার জাতীয় বৃক্ষের নাম কি ?
➺ ম্যাপল গাছ
❂ কিউবার জাতীয় বৃক্ষের নাম কি ?
➺ রাজকীয় পাম
❂ ইংল্যান্ডের জাতীয় বৃক্ষের নাম কি ?
➺ রয়াল ওক
❂ স্কটল্যান্ডের জাতীয় বৃক্ষের নাম কি ?
➺ স্কটস পাইন
No comments:
Post a Comment