বিভিন্ন ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র তালিকা PDF || চলচ্চিত্র || পরিচালক || সাল
![]() |
বিভিন্ন ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র তালিকা PDF |
ডিয়ার পরীক্ষার্থী,
আমরা আজকে তোমাদের সঙ্গে একটি অন্যরকম পোস্ট শেয়ার করছি। আজকের পোস্টটি হল, ভারতে বিভিন্ন ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র তালিকা PDF এই পোস্টটি হয়তো এর আগে তোমরা পড়েছো, কিন্তু আমরা একটু অন্যরকম ভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পোস্টটি দেখো।
ভারতীয় চলচ্চিত্রের ইতিহাস
প্রাচীন কাল থেকেই বিনোদন একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আর সেই বিনোদনের একটি মাধ্যম হিসাবে বিংশ শতাব্দি থেকে এই চলচ্চিত্র সমাজের মানুষের মনে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে চলেছে।
ঔপনিবেশিক কাল থেকেই ভারতীয় সংস্কৃতির মধ্যে চলচ্চিত্র প্রভাব বিস্তার করে আছে। সময়ের সাথে সাথে এই চলচ্চিত্রের ধরন পাল্টেছে। শুরু শুরুতে এই চলচ্চিত্র গুলি সংবাদ মাধ্যম, গনমাধ্যম এবং অল্প মাত্রায় বিনোদন হিসাবে উপস্থাপিত হতো। প্রথমের দিকে কেবল মাত্র ধর্মীয় বাতাবরনের উপর ভিত্তি করে নির্বাক চলচ্চিত্র নির্মিত হত, যা সমাজের মানুষ উপভোগ করত।
তারপর ইউরোপীয় সংস্কৃতির অনুকরনে ভারত তাদের চলচ্চিত্রের পরিবর্তন ঘটায়। ইউরোপীয় সংস্কৃতির অনুকরনে ভারত তাদের চলচ্চিত্রের পরিবর্তন ঘটালেও, চলচ্চিত্রের বিষয় গুলি ছিল সম্পূর্ণ ভারতীয়।
ভারতের প্রথম চলচ্চিত্র ১৮৯৬ সালে প্রদর্শিত হয়েছিল এবং সম্পূর্ণ ভারতীয় উদ্যোগে প্রথম যে চলচ্চিত্র নির্মাণ হয়েছিল সেটি হল "রাজা হরিশচন্দ্র" (১৯১৩) এবং এর নির্মাতা ছিলেন দাদাসাহেব ফালকে।
নমুনা প্রশ্ন
❏ বাংলা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্রের নাম কি ?
উত্তর ঃ বিল্বমঙ্গল
❏ হিন্দি ভাষায় নির্মিত "রাজা হরিশচন্দ্র" চলচ্চিত্রের পরিচালক কে ?
উত্তর ঃ দাদাসাহেব ফালকে
❏ "হীর রাঞ্জা" চলচ্চিত্রটি কোন ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র ?
উত্তর ঃ পাঞ্জাবি
❏ ওড়িয়া ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্রের নাম কি ?
উত্তর ঃ সীতা বিবাহ
❏ তেলেগু ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্রের নাম কি ?
উত্তর ঃ ভীস্ম প্রতিজ্ঞা
❏ "কিচাকা বধ্ম" কোন ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র ?
উত্তর ঃ তামিল
❏ বাংলা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্রটি কত সালে নির্মিত হয় ?
উত্তর ঃ ১৯১৯ সালে
❏ হিন্দি ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্রটি কত সালে নির্মিত হয় ?
উত্তর ঃ ১৯১৩ সালে
বিভিন্ন ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র তালিকা
ভাষা | প্রথম চলচ্চিত্র | পরিচালক | সাল |
---|---|---|---|
বাংলা | বিল্বমঙ্গল | রুস্তমজী ধতিওলা | ১৯১৯ |
হিন্দি | রাজা হরিশচন্দ্র | দাদাসাহেব ফালকে | ১৯১৩ |
মারাঠি | শ্রী পুন্ডালিক | রামচন্দ্র গোপাল তোর্নে (দাদাসাহেব তোর্নে) | ১৯১২ |
তামিল | কিচাকা বধম | রঙ্গস্বামী নটরাজ মুদলিয়ার | ১৯১৭-১৮ |
তেলেগু | ভীষ্ম প্রতিজ্ঞা | রঘুপতি সূর্য প্রকাশ | ১৯২১ |
গুজরাটি | নরসিংহ মেহোতা | নানুভাই ভাকিল | ১৯৩২ |
ওড়িয়া | সীতা বিবাহ | মোহন সুন্দর দেব গোস্বামী | ১৯৩৬ |
অসমীয়া | জয়মতি | জ্যোতি প্রসাদ আগরওয়ালা | ১৯৩৫ |
মালায়ালাম | ভিগাথাকুমারণ | জে সি ড্যানিয়েল | ১৯২০ |
পাঞ্জাবি | হীর রাঞ্জা | আব্দুল রশিদ কারদার | ১৯৩২ |
ভোজপুরি | গঙ্গা মাইয়া তোহে পিয়ারি চাধাইবো | কুন্দন কুমার | ১৯৬৩ |
কোঙ্কণী | মুগাছো আনভদ্দো | আল জেরি ব্রাগানজা | ১৯৫০ |
কন্নড় | সতী সুলোচনা | ইয়ারাগুদিপতি ভারদা রাও | ১৯৩৪ |
গাড়য়ালী | Jagwal | পরাশর গৌড় | ১৯৮৩ |
রাজস্থানী | Nijarano | জি.পি. কাপুর | ১৯৪২ |
কাশ্মীরি | Mainz Raat | শ্যাম, জগিরাম পাল | ১৯৬৪ |
কসলি | Bhookna | ------ | ১৯৮৯ |
বডাগা | Kaala Tapitha Payilu | যশ চোপড়া | ১৯৭৯ |
তুলু | Enna Tangadi | টি এ শ্রীনিবাস | ১৯৭১ |
বিভিন্ন ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো
File Details ::
File Name: বিভিন্ন ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র
File Format: PDF
No. of Pages: 02
File Size: 163 KB
No comments:
Post a Comment