আগ্নিপথ প্রকল্পে বায়ু সেনা নিয়োগ || যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় ডকুমেন্টস, বেতন, আবেদন ফ্রি
![]() |
আগ্নিপথ প্রকল্পে বায়ু সেনা নিয়োগ || যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় ডকুমেন্টস, বেতন, আবেদন ফ্রি |
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে একটি খুবি গুরুত্বপূর্ণ চাকরীর খবর সম্পর্কে শেয়ার করবো, কিছু দিন আগে একটি পোস্টে অগ্নিপথ প্রকল্প সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করেছি। আর আজকে সেই অগ্নিপথ প্রকল্পের বায়ু সেনার নিয়োগ শুরু হয়ে গেছে, আজকে আমরা সেই বায়ু সেনা পদের নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। তোমরা অবশ্যই পোস্টটি খুব মনোযোগ সহ কারে পড়ো।
আগ্নিপথ প্রকল্পে বায়ু সেনা নিয়োগ
আগ্নিপথ প্রকল্পের সেনা নিয়গের বিষয়ে এখনও বিতর্ক থামেনি। তারই মধ্যে অগ্নিপথ প্রকল্পের এয়ার ফোর্সে অর্থাৎ বায়ু সেনার নিয়োগ শুরু হয়ে গেছে। আমরা নীচে বায়ু সেনার নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করলাম..
❐ পদের নাম ঃঃ অগ্নিবীর বায়ু সেনা (Agniveer Vayu)
❐ আবেদনের শুরু এবং শেষের তারিখ ঃঃ
● আবেদন শুরু- ২৪শে জুন ২০২২ শুক্রবার
● আবেদনের শেষ তারিখ - ৫ই জুলাই ২০২২ বুধবার পর্যন্ত
❐ শিক্ষাগত যোগ্যতা ঃঃ
● প্রার্থীকে যেকোন স্বীকৃতি বোর্ড থেকে বিজ্ঞান বিষয়ে উচ্চমাধ্যমিক পাস করা থাকতে হবে।
● অংক,পদার্থবিদ্যা ও ইংরেজিতে ৫০ শতাংশ নাম্বার থাকতে হবে।
● ৩ বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্সের অভিজ্ঞতা থাকতে হবে।
❐ বয়স ঃঃ ০১\০১\২০২২-এর মধ্যে সারে ১৭ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে।
❐ শারীরিক গঠন ঃঃ
● ন্যূনতম উচ্চতা ১৫২.৩ সেমি হতে হবে।
● প্রার্থীর ওজন তার উচ্চতা এবং বয়সের নিরিখে দেখা হবে।
● বুকের ছাতি নুন্যতম ৫ সেমি ফুলাতে পারতে হবে।
● প্রার্থীকে শরীরের কোনো অংশের ক্ষতি ছাড়াই শারীরবৃত্তীয় হতে হবে।
❐ আবেদন ফ্রি ঃঃ
● প্রার্থীদের আবেদন ফ্রি বাবদ ২৫০ টাকা ধার্য করা হয়েছে।
● এক্ষেত্রে কোনো রকম কাস্ট দেওয়া হবেনা। সমস্থ কাস্টের জন্য আবেদন ফ্রি একই।
● ফর্ম-টি সম্পূর্ণ করার পর আবেদন ফ্রি নেট ব্যাংকিং/ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড এর মাধ্যমে দিতে পারবে।
❐ বেতন ঃঃ
বেতন বাবদ তোমরা ৪ বছরে ৪ রকমের প্যাকেজ পাবেন।
Year | Customised Package (Monthly) | In Hand (70%) | Contribution to AGNIVEERs Corpus Fund (30%) | Contribution to Corpus fund by GoI |
---|---|---|---|---|
1 st Year | 30,000/- | 21,000/- | 9,000/- | 9,000/- |
2 nd Year | 33,000/- | 23,100/- | 9,900/- | 9,900/- |
3 rd Year | 36,500/- | 25,550/- | 10,950/- | 10,950/- |
4 th Year | 40,000/- | 28,000/- | 12,000/- | 12,000/- |
অর্থাৎ তোমরা ৪ বছরে আগ্নিবীর ফান্ডে ৫.০২ লক্ষ টাকা দিছেন এবং একই ভাবে সরকারি ফান্ড থেকে ৫.০২ লক্ষ টাকা তোমাকে দিচ্ছে তোমার ফান্ডে।
অতএব ৪ বছরের শেষে তোমার ফান্ড এবং সরকারি ফান্ড একত্রিত ভাবে ৫.০২ + ৫.০২ = ১০.০৪ লক্ষ টাকার প্যাকেজ দেবে তোমাকে।
❐ আবেদন পদ্ধতি :: আবেদন প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার সময় নীচে দেওয়া প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি দিতে হবে। নীচে আবেদনের লিঙ্ক এবং অফিসিয়াল নটিফিকেসান দেওয়া আছে।
❐ প্রয়োজনীয় ডকুমেন্টস ঃঃ
১. সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট
২. বয়সের প্রমাণপত্র
৩. স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট
৪. কাস্ট সার্টিফিকেট
৫. রিজিওনাল সার্টিফিকেট
৬. স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট
৭. ক্যারেক্টার সার্টিফিকেট (পঞ্চায়েত অফিস,মিউনিসিপাল কর্পোরেট, B.D.O থেকে নিয়ে আসতে হবে)
৮.অবিবাহিত সার্টিফিকেট (পঞ্চায়েত অফিস,মিউনিসিপাল কর্পোরেট, B.D.O থেকে নিয়ে আসতে হবে)
৯. রিলেশনশিপ সার্টিফিকেট
১০. N.C.C সার্টিফিকেট যদি থাকে
১১. স্পোর্ট সার্টিফিকেট যদি থাকে
১২. পাসপোর্ট সাইজের কালার ছবি
Official | link |
---|---|
Official Notification | Click Here |
Apply link | Click Here |
Official Website | Click Here |
No comments:
Post a Comment