Breaking




Wednesday 22 June 2022

রাজ্য লাইব্রেরীয়ান পদে আবেদন পদ্ধতি || যোগ্যতা || প্রয়োজনীয় ডকুমেন্টস্‌

 রাজ্য লাইব্রেরীয়ান পদে আবেদন পদ্ধতি || যোগ্যতা || প্রয়োজনীয় ডকুমেন্টস্‌

রাজ্য লাইব্রেরীয়ান পদে আবেদন পদ্ধতি || যোগ্যতা || প্রয়োজনীয় ডকুমেন্টস্‌
রাজ্য লাইব্রেরীয়ান পদে আবেদন পদ্ধতি || যোগ্যতা || প্রয়োজনীয় ডকুমেন্টস্‌
ডিয়ার পরীক্ষার্থী.. ..
আমরা আজকে পশ্চিমবঙ্গ রাজ্য লাইব্রেরীয়ান পদে আবেদন পদ্ধতি || যোগ্যতা || প্রয়োজনীয় ডকুমেন্টস্‌ গুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। যে পোস্টটিতে এই চাকরীর সমস্থ রকম আবেদন পদ্ধতি, কত বয়স লাগবে, প্রয়োজনীয় ডকুমেন্টস্‌, কীভাবে ফর্ম ফিলাপ হবে এই সমস্থ কিছু নিম্নে আলোচনা করা হল,

রাজ্য লাইব্রেরীয়ান পদে আবেদন পদ্ধতি || যোগ্যতা || প্রয়োজনীয় ডকুমেন্টস্‌

এখন আমরা নীচে এই পদের সমস্থ কিছু বিস্তারি ভাবে দেবো যাতে এই পদের জন্য কি ভাবে ফ্রম ফিলাপ করা হবে, কি কি করতে হবে এবং কত দিনের জন্য সদস্য নেওয়া হবে প্রভৃতি বিষয়ে আপডেট দেওয়া হবে। তোমরা খুব মনোযোগ সহকারে পরে আবেদন করতে শুরু করে দাও।

পদের নাম ঃঃ লাইব্রেরীয়ান
 
❐ মোট পদের সংখ্যা :: ৫ টি [UR- 01, UR(EC)- 01, SC (EC)- 01, ST- 01, OBC (A)- 01]
 
❐ যোগ্যতা ঃঃ   
০১. লাইবেরী ও বিজ্ঞান বিভাগে স্নাতক 
০২. লাইব্রেরী পরিষেবাগুলিতে কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান।
০৩. লাইব্রেরীয়ান পদে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
০৪. বাংলা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে।
০৫. এই চাকরীতে নারী পুরুষ উভয়েই আবেদন করতে পারবে।
 
❐ বয়স ঃঃ আবেদনকারীর বয়স ০১\০১\২০২২ তারিখে বয়স ১৮ বছরের কম এবং ৪০ বছরের ঊর্ধ্বে হওয়া যাবে না।  (বিঃ দ্রঃ - সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত ব্যক্তিদের উল্লেখযোগ্য নিয়োগ
বিভাগে ৪৫ বছর পর্যন্ত করা যাবে।)

❐ বেতন ঃঃ ROPA-2019-এর পে ম্যাট্রিক্সে লেভেল-10 অনুযায়ী ৩২,১০০ টাকা থেকে ৮২,৯০০ টাকা পর্যন্ত।
 
❐ আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ও সময় ঃঃ আবেদন জমা দেবার শেষ তারিখ ১৫ই জুলাই ২০২২ এর বিকাল সাড়ে ৫টার মধ্যে।
 
❐ আবেদন পদ্ধতি ঃঃ আবেদনকারীকে এই ফ্রমটি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সর্ব প্রথমে উপরে দেওয়া Official Website থেকে ফ্রমটি সংগ্রহ করতে হবে। তারপর ফ্রমটি খুব সুন্দর ভাবে পূর্ণ করে একটি মুখ বন্ধ খামে সমস্থ ডকুমেন্ট দিতে হবে।  
তারপর খামটির উপরে বড়ো হাতে Application For The Post Of_ (পদের নাম) লিখে নিম্নের ঠিকানায় স্পিড পোস্ট করতে হবে।
 
❐ ঠিকানা ঃঃ The District Library Officer, Paschim Medinipur, Office of the District Library officer, At- DRDA Building (2nd Floor), Zilla Parishad Campus, Midnapore- 721101
 
❐ প্রয়োজনীয় ডকুমেন্টস্‌ ঃঃ   
০১.  সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
০২. ঠিকানার প্রমাণের কপি (আধার/ভোটার কার্ড)।
০৩. জন্ম তারিখ অথবা বয়সের প্রমাণের কপি।
০৪. কাস্ট সার্টিফিকেট।
০৫. কম্পিউটারের প্রাথমিক জ্ঞানের সার্টিফিকেটের কপি।
০৬. লাইব্রেরীয়ান পদে অভিজ্ঞতার সার্টিফিকেট।
০৭. একটি পাসপোর্ট আকারের রঙিন ছবি আলাদাভাবে।
০৮. Rs. 22/-(twenty-two) postage stamp (২২টাকা ডাকটিকিট)

  সম্পূর্ণ তথ্য গুলি পরবর্তী সময়ে অফলাইনে পড়ার জন্য PDF আকারে সংগ্রহ করতে নীচের লিঙ্কে ক্লিক করো।

PDF Download Link : Click Here to Download


ANNEXURE III Link
Exam Director of Library Services
Official Notification Download
Official Website Click Here

No comments:

Post a Comment