নব্য প্রস্তর যুগের গুরুত্ব আলোচনা কর
![]() |
নব্য প্রস্তর যুগের গুরুত্ব আলোচনা কর |
ডিয়ার ছাত্রছাত্রী..
আমরা আজকে তোমাদের শেয়ার করছি একাদশ শ্রেণীর প্রথম অধ্যেয় ইতিহাস থেকে নব্য প্রস্তর যুগের গুরুত্ব আলোচনা করছি। তোমরা অতি অবশ্যই পোস্টটি খুব মনোযোগ সহ কারে পড়ো এবং মুখস্থ করে নাও যাতে পরীক্ষায় এলে লিখতে সুবিধা হয়।
নব্য প্রস্তর যুগের গুরুত্ব ঃঃ
প্রাচীন যুগের ইতিহাসে নব্য প্রস্তর যুগের বিশেষ গুরুত্ব আছে, সেই গুরুত্ব গুলি নিম্নে আলোচনা করা হল..
হাতিহারের অগ্রগতি ঃঃ এযুগের হাতিয়ার গুলির অভাবনীয় উন্নতি সম্ভব হয়। হাতিয়ার গুলির কার্যকারিতাও বহুগুন বৃদ্ধি পায়। এ যুগের মানুষই সর্বপ্রথম কিছু উন্নত যন্ত্রপাতির ব্যাবহার শেখে। এই তালিকায় ছিল- ০১. কৃষকের ব্যবহৃত কাজ, ০২. কৃষকের ব্যবহৃত লাঙল, কাস্তে, নিরানি ০৩. গৃহস্থলির কাজে ব্যবহৃত হামালদিস্তি।
খাদ্য উৎপাদন ঃঃ এযুগের মানুষের প্রথম চাষাবাস করা শেখে ফলে খাদ্যের প্রয়োজনে তাদের আর পশুশিকার করতে হয়নি। এককথায় এ যুগের মানুষ খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে পরিণত হয়।
যাযাবর জীবনের অবসান ঃঃ কৃষিকাজ শেখার পর নব্যপ্রস্তর যুগের মানুষকে আর যাযাবর জীবন গ্রহণ করতে হয়নি। তারা এসময় স্থায়ীভাবে বসবাস করা শুরু করে, বাড়িঘর বানাতে শেখে।
নগরাশ্রয়ী সভ্যতার সূচনা ঃঃ পণ্ডিতগণ মনে করেন নব্য প্রস্তর যুগের শেষ দিকে মানুষ নগরাশ্রয়ী সভ্যতায় প্রবেশ করেছিল, মেহেরগড় সংস্কৃতি ছিল এর জ্বলন্ত উদাহরন। এযুগে মানুষ রোদে পোড়া ইট দিয়ে বারিঘর বনাতে শেখে।
------ ধন্যবাদ -----
No comments:
Post a Comment